DIY - এসো নিজে করি : প্লে ডো দিয়ে মাছের মডেল তৈরী (Creating Model Fish Using Play Doh)

in আমার বাংলা ব্লগ3 years ago

প্লে ডো তো আমরা সবাই কিনি রোজই বাচ্চাদের জন্য । আমাকে তো প্রায় প্রতি সপ্তাহে কিনতে হয় টিনটিন বাবুর জন্য ।প্লে ডো (play doh) হলো একরকমের সিনথেটিক নন-টক্সিক বাচ্চাদের খেলনা মাটি (clay) যা আসলে ময়দা, বোরিক অ্যাসিড, ফুড কালার এই সব দিয়ে তৈরী হয়ে থাকে । ছোট বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য এই টা একটা খুবই গুরুত্তপূর্ণ টুল । তো আজ ভাবলাম কয়েকটি প্রাণীর মডেল তৈরী করবো, কিন্তু হলো না । কারণ আমার ছেলে টিনটিনের দুস্টুমি । তাই খুবই তড়িঘড়ি করে এই মাছের মডেলটি তৈরী করলাম । ভেবেছিলাম এর সাথে কচ্ছপ, হাতি আর গরু তৈরী করবো । কিন্তু এই মাছ-ই তৈরী করতে দিচ্ছিলো না তো আর অন্য্ কিছু তৈরী করবো কি ভাবে ! এই মাছটিও আমি নিখুঁতভাবে সময় নিয়ে তৈরী করতে পারলাম না, পরে একদিন দেখাবো --

স্টেপ -০১ :

IMG_20210802_234310.jpg
কয়েকটি রঙের প্লে ডোর কৌটো নিয়ে বসে পড়লাম গুছিয়ে

স্টেপ-০২ :

IMG_20210802_234527.jpg

সবুজ কালারের এক তাল প্লে ডো নিয়ে কিছুটা মাছের বডির shape দিলাম

স্টেপ-০৩

IMG_20210802_234843.jpg

মাছের মাথার shape টা এডজাস্ট করলাম , তারপরে লেজ টা বানালাম

স্টেপ-০৪

IMG_20210802_235449.jpg

এই বার মাছের চোখটা বানালাম, গাঢ় নীল কালারের চোখ আর গোলাপি চোখের মণি বানালাম

স্টেপ-০৫

IMG_20210803_000412.jpg

এই বার মাছের পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা আর তলপেটের পাখনা তৈরী করলাম । সাথে মাছের কানকো ও তৈরী করলাম, এই গুলি তৈরী করতে নীল রঙের প্লে ডো ব্যবহার করলাম

স্টেপ-০৬

IMG_20210803_000631.jpg
মাছের ঠোঁট তৈরী করলাম গোলাপি কালারের প্লে ডো দিয়ে । পাখনা, আর লেজগুলি একটু design করলাম চিরুনি ব্যবহার করে, সাথে মাছের গায়ের আঁশ

ফাইন্যাল আউটপুট

IMG_20210803_000653.jpg

এটাই সর্বশেষ আউটপুট, টিনটিন বাবুর উৎপাতের কারণে সময় নিয়ে বানাতে পারলাম না, তাই খুব একটা ভালো হয়নি

==== ধন্যবাদ ====

Sort:  
 3 years ago 

প্লে ডো দিয়ে মাছের মডেল
তৈরি করি এসো,
নিজের হাতের করা কাজ
নিজেও দেখেও হেসো।

মাছের বডি সবুজ রঙে
নীল গোলাপি চোখ,
পাখনা গুলো নীলে করা
গোলাপিতে ঠোট।

চিরুনি দিয়ে ডিজাইন করে
তৈরি হল আঁশ
টিনটিন বাবুর সাথে মাছের
হল বসবাস।

সাব্বাস দাদা সাব্বাস

 3 years ago 

সাব্বাস আপনাকে , এত ছন্দ আপনার মাথায় আসে কি করে ? সত্যি অবাক ব্যাপার :)

 3 years ago 

ছন্দ রানী আমি নাকি
আমিই কাব্যকন্যা
কাব্যের তাই ছড়ছড়ি
যেন প্রবল বন্যা।

শুভকামনা দাদা তোমায়

 3 years ago 

সুন্দর হইছে । ধন্যবাদ ভাই অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ পোস্টটি দেখার জন্য :)

 3 years ago 

বাহ খুবই সুন্দর হয়েছে ভাইয়া।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম, ধন্যবাদ :)

 3 years ago 

অনেক সুন্দর টুল টিনটিন বাবুর জন্য, মাছটা সুন্দর হইছে ভাই 👏❤️💕💖

 3 years ago 

বাহ্ আপনার প্রশংসা পেয়ে মনটা খুশিতে ভরে উঠলো :)

 3 years ago 

আপনি প্রশংসা ডিজার্ভ করেন ভাই 💖💕❤️

 3 years ago 

আপনি "ভাই" বললে আমার খুবই ভালো লাগে, আমার নিজের কোনো বোন নেই ।

 3 years ago 

আমারও আপনাকে ভাই হিসেবে অনেক ভাল লাগে আর টিনটিনকেও ❤️💕💖

 3 years ago 

শুনে খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ :)

 3 years ago 

অসাধারণ টিপস করেছেন দাদা। আসলে আমাদের চিন্তাধারা আরও সুন্দর এবং উন্নত করতে হবে। তবে এত সুন্দর সুন্দর কাজগুলো করা সম্ভব হবে।

আজকের সকালের প্রথম পোস্ট এটা। খুব ভালো লাগলো টিপসগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টটি করার জন্য :)

 3 years ago 

বাচ্চারা যদি কখনো ভুল এটি ( প্লে ডো) খেয়ে ফেলে, তাহলে কি সমস্যা হবে?

 3 years ago 

না, এগুলো ময়দা, বোরিক অ্যাসিড, আর খাবার রং দিয়ে তৈরী অবিষাক্ত ।

 3 years ago 

খুব খুব সুন্দর হয়েছে দাদা মাছটি।আপনার তো জবাব নেই দাদা।সব কিছুতেই দক্ষ।ছবি আঁকা,কবিতা লেখা, বিভিন্ন হাতের কাজ এছাড়া কম্পিউটারে।আমি তো ভেবেই পাই না এতকিছু।অশেষ ধন্যবাদ আপনাকে দাদা।

 3 years ago 

সবার ভিতরেই এই সকল গুণাবলী থাকে, চর্চার অভাবে সেগুলি বিকশিত হয় না ।

অসাধারণ প্রতিভার অধিকারি আপনি। নতুনত্ব ও রুচিশীল আবিষ্কার।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে :)

সুন্দর হইসে অনেক !

👀আটা ময়দা দিয়েও এইরকম বানানো যায়। কই যেনো দেখছিলাম বানাইতে।

 3 years ago 

হ্যাঁ, আসলে প্লে ডো ময়দা দিয়ে বাড়িতেও বানানো যায়, কিন্তু অনেক ঝামেলা তাই কিনি ।

 3 years ago (edited)

ভালো হয়নি মানে? অনেক অনেক সুন্দর লাগছে । টিনটিন বাবু মনে হয় অনেক খুশি হয়েছে।

 3 years ago (edited)

যেমন চেয়েছিলাম তেমন হয়নি, প্রায় শেষ মুহূর্তে হাত দিয়ে চটকানোর চেষ্টা করছিলো টিনটিন । ওরই মধ্যে বানালাম, বানানোর সাথে সাথে নিয়ে এক মুহূর্তে চটকে পিন্ডি বানিয়ে দিলো :)

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.040
BTC 101672.76
ETH 3666.48
USDT 1.00
SBD 3.15