আমার অরিজিনাল ডিজিটাল artwork (created for NFT)

in আমার বাংলা ব্লগ3 years ago

NFT (Non-fungible Token) এটা এমন একটা ক্রিপ্টো টোকেন যেটা fungible নয়, অর্থাৎ বিনিময়যোগ্য নয় । যেখানে বিটকয়েন একটা fungible টোকেন কারণ এটা বিনিময়যোগ্য, ১ বিটকয়েনের বিপরীতে আপনি অন্য্ ক্রিপ্টো কয়েন অথবা ডলার দিতে পারবেন সেখানে Tron blockchain ইকোসিস্টেমে NFT হলো একটা অ-বিনিময় যোগ্য টোকেন, এটি একটি asset হিসাবে গণ্য করা হয় । আরো সহজ ভাবে বললে -

"ধরুন আপনি এক জনকে ১০০ ডলার ধার দিলেন এই ভাবে ১০টি ১০ ডলারের নোটে, আরো কিছুদিন পরে সেই ব্যক্তি আপনাকে ১০০ ডলার এর একটি নোটে আপনার ধার শোধ করে দিলো, আপনি খুশি মনে ফেরত নিলেন, ঋণ শোধ হয়ে গেলো । আপনি কখনই ওই ব্যক্তিকে বললেন না যে আমার সেই ১০ ডলারের ১০ টি নোট লাগবে, কারণ ১০ ডলারের ১০ নোটের বিনিময় মূল্য যা ১ টি ১০০ ডলারের নোটের বিনিময় মূল্যও একই । এখন যদি আপনি কাউকে আপনার KTM বাইকটি এক দিনের জন্য ধার দিলেন আর সে যদি আপনাকে পরের দিন একটা পুরোনো মডেলের বা একই মডেলের অন্য একটি বাইক দেয় তো আপনি নেবেন কি ? না, আপনার সেই বাইকটাই চাই, কারণ বাইক ডলারের নোট নয়, ওটা asset । ক্রিপ্টো কারেন্সী জগতেও ঠিক একই ব্যাপার । NFT টোকেন গুলো নরমাল টোকেনের মতো নয় । ওগুলো হলো কলেক্টিবল অ্যাসেট । যখন এক জন অন্য্ জনকে NFT টোকেন ট্রান্সফার করে আসলে বিটকয়েনের মতো কোনো কারেন্সী ভ্যালু ট্রান্সফার করে না ট্রান্সফার করে একটা ইউনিক অ্যাসেট ।ডিজিটাল আর্টিস্ট রা তাই এখন NFT টোকেনের মাধ্যমে তাদের সৃষ্টিকর্ম গুলির মালিকানা ট্রান্সফার করতে পারছে । সত্যি ক্রিপ্টো ওয়ার্ল্ড একটা বিস্ময় ।"

আমি এই ডিজিটাল আর্টটি tron-based NFT মার্কেটপ্লেস এ আনবো খুব শীঘ্র । এটা তারই একটা নমুনা ।

আর্টটির নাম - আহত চিতা (Wounded Cheetah)

পরে এক সময় Non Fungible Token নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।
wounded cheetah.jpg

Sort:  

অনেক সুন্দর পোস্ট শেয়ার করেছেন ভাইয়া,

 3 years ago 

সুন্দর পোষ্ট

 3 years ago 

ধন্যবাদ :D

 3 years ago 

অসাধারণ আর্ট

 3 years ago 

ধন্যবাদ তোমায় ।

 3 years ago 

আর্ট সুন্দর হয়েছে। তবে আমার কাছে বেশী ভালো লেগেছে আপনার যুক্তিসঙ্গত কথাগুলো । কারণ এ তথ্যগুলো আমার জানা ছিল না। ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

হুম ভাই,

একদিন কাগজের নোটের মূল্য থাকবে না, তখন এই ক্রিপ্টো ক্যারেন্সির ভ্যালু অনেক গুণে বেড়ে যাবে।

 3 years ago 

NFT এখন দারুন জনপ্রিয় । ভাবছি এ নিয়ে একটা বিস্তারিত পোস্ট করবো এক সময় ।

 3 years ago 

হুম ভাইয়া অসাধারণ আর্টওয়ার্ক ও সুন্দর বিশ্লেষণ।💖

 3 years ago 

অনেক ধন্যবাদ ।

 3 years ago 

🥰🥰🥰

অনেক সুন্দর লিখেছেন ভাই। ভালো লাগলো।

 3 years ago 

তোমার ভাল লেগেছে শুনে আমারো ভালো লাগলো । ধন্যবাদ :)

NFT somporke aro kichu bistatrito bolle tahole aro valo lagto.

NFT er maximum use ekhon porjonto mone hosce game er khetrei besi hobe.

 3 years ago 

হ্যাঁ, একটা বিস্তারিত পোস্ট করবো শীঘ্র । Steam গেমিং প্লাটফর্ম এর গেম স্কিন কেনা বেচা চলছে NFT এর মাধ্যমে । এছাড়াও ডিজিটাল আর্ট গুলোও রমরমিয়ে বিকিকিনি চলছে ।

The 20 Top-Selling NFT Artists - https://gothammag.com/top-selling-nft-artists

বর্তমানে অধিকাংশ NFT মার্কেটপ্লেসে টোকেন গুলো ERC-২০ Ethereum ব্লকচেইনে মিন্টেড - https://www.altpress.com/features/places-to-buy-and-sell-nfts-crypto-art/

 3 years ago 

দাদা শিক্ষার কোন বয়স নেই তেমনি আপনার পোস্টগুলো থেকেকে একটু একটু করে শিখছি। আহত চিন্তা টির সম্পর্কে জানার আগ্রহ থেকেই গেল অপেক্ষায় থাকলাম দাদা আগামী পোষ্টের জন্য। দাদা আপনি লিখা গুলো খুব অসাধারণ। আপনার জন্য শুভকামনা দাদা

 3 years ago (edited)

দাদা আপনার চিতা বাঘ আর্ট অনেক সুন্দর হয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে আপনি যে দিকনির্দেশনা মূলক বক্তব্য লিখেছেন সেটা। কারন এই বিষয়ে আমার কোন ধারণাই ছিলো না।

 3 years ago 

দারুন একটা জিনিস জানলাম আর শিখলাম।
আর একটু বিস্তারিত যদি জানা যেতো উপকৃত হতাম। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63237.60
ETH 2647.23
USDT 1.00
SBD 2.81