একটি ননপ্রফিটেবল ইনিশিয়েটিভ

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright Free Image Source : PixaBay


স্টিমিটে আমরা আমাদের ওরিজিনাল কনটেন্ট - যেমন বিভিন্ন বিষয়ের উপরে প্রবন্ধ লেখা, গল্প, কবিতা, ফোটোগ্রাফি, রেসিপি, ট্রাভেল স্টোরি, আর্ট এবং প্রাত্যহিক লাইফস্টাইল নিয়ে শেয়ার করে আর্ন করে থাকি । এই আর্নিংয়ের জন্য আমাদের পকেট থেকে কোনো ধরণের ইনভেস্ট করা লাগে না । পুরোপুরি ফ্রী ইনকাম ।

স্টিমিট হলো ইন্টারনেট জগতের সর্বপ্রথম ব্লকচেইন বেসড ডিসেন্ট্রালাইজড ব্লগিং প্ল্যাটফর্ম । শুধু মাত্র ভালো ব্লগ লিখে এখন থেকে আপনারা ফ্রী ইনকাম করে থাকেন । এই টাকাটা আসে কোথা থেকে ? স্টিমিটের রেওয়ার্ডস পুল থেকে । এটা একটা সম্প্রসারিত ফান্ড যার বাৎসরিক inflation rate তিনের সামান্য উপরে । অর্থাৎ, রিয়ার্ডস পুলের inflation rate এই মুহূর্তে মাত্র ৩% । শুরুতে এটা ৯.৫% ছিল । প্রত্যেক বছরে এই inflation rate কমে প্রায় ১০% করে অর্থাৎ ০.৯৫% করে কমে ।

অর্থাৎ, আমাদের এই সাধের রিয়ার্ডস পুলটি কিন্তু expandable, কিন্তু প্রত্যেক বছরে এর inflation rate কমে যাচ্ছে । যখন এটি ০.৯৫% এ নেমে যাবে তখন এই রেটটিকেই ফিক্সড করা হবে । ২০৩৬ সাল নাগাদ inflation রেট কমে ০.৯৫% এ ফিক্সড হবে । তাহলে দেখা যাচ্ছে দিন দিন রিয়ার্ডস পুলে স্টিম সাপ্লাই কমে যাচ্ছে ।

এখন, যদি বিশেষ একটি গ্রূপ এবিউজ করা শুরু করে তবে এই রেওয়ার্ডস পুলের ওপর আরো বেশি চাপ পড়বে । ফলশ্রুতিতে, ভালো ব্লগাররা কম ইনকাম করবে । স্টিমিট জনপ্রিয়তা হারাবে । তাই আমাদের সকল ইউজারের দায়িত্ব এই abuse এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ।

সব চাইতে ভয় হলো কপি-পেস্ট এবং মাইক্রো পোস্ট দাতাদের নিয়ে । এরা স্প্যামিং করে বেশি । এবং স্টিমিটের রিয়ার্ডস পুলের একটা বড় অংশ এখনো এই স্প্যামারদের একাউন্টে ঢুকছে । আর আমরা গুড কোয়ালিটি পোস্টাররা বঞ্চিত হচ্ছি । এরপর আছে প্ল্যাগিরিজম যারা করে তারা । অন্যের ওরিজিনাল কনটেন্ট থেকে চুরি করে সামান্য রদবদল করে শেয়ার করে স্টিমিট প্ল্যাটফর্মে এবং নিজের অরিজিন্যাল কনটেন্ট বলে দাবী করে থাকে । এরাও সম্পূর্ণ অনৈতিকভাবে রিয়ার্ডস পুল থেকে একরকম বলা চলে স্টিম চুরি করছে ।

সর্বশেষে কথা বলবো পোস্ট রিপিটারদের নিয়ে । এরা অদ্ভুত চরিত্রের লোক । নিজের করা পোস্ট যেগুলি থেকে ইতিমধ্যে ইনকাম করেছে সেগুলিই ঘুরিয়ে ফিরিয়ে স্টিমিটের একাধিক বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করে রিয়ার্ডস পুলকে লুঠ করছে ।

আর আছে ফেক প্রোফাইলধারীরা । স্টিমিট প্ল্যাটফর্ম যেহেতু ডিসেন্ট্রালাইজড সেহেতু এখানে anonymously যে কেউ একাউন্ট খুলে পোস্ট লিখতে পারে । আর এই সুযোগটাকে বেছে নিয়েছে এক শ্রেণীর প্রবঞ্চকরা । তারা একের অধিক স্টিমিট একাউন্ট খুলে রিয়ার্ডস পুলকে লুঠ করছে ।

আমি আশ্চর্য হয়ে যাই যে স্টিমিটে খুব কম কমিউনিটি আছে যারা এটা নিয়ে ভাবে এবং অধিকাংশ কমিউনিটিতে abuse চেক করা হয়ই না । আগে দু'একটি ইনিশিয়েটিভ দেখেছিলাম abuser দের বিরুদ্ধে সরব হতে ও লড়াই করতে । কিন্তু, দুঃখের বিষয় এখন "আমার বাংলা ব্লগ", "Beauty of Creativity", "Tron Fan Club" এবং টপ লেভেলের ৩-৪ টি কমিউনিটি ভিন্ন আর কোনো কমিউনিটিতে plagiarism এবং abuse চেক করা হয় না ।


তাই আমি আপনাদের কাছে একটি প্রস্তাব রাখছি । আপনার আইডিয়া দিন । কী করা যায় ?


একটি ননপ্রফিটেবল ইনিশিয়েটিভ এর আইডিয়া চাই যার মাধ্যমে abuse এর বিরুদ্ধে জনমত তৈরী এবং জেনারেল ইউজারদের এ সম্পর্কে সতর্কীকরণ করা যায় । অপেক্ষায় রইলাম । আপনাদের মতামতের আশায় ।


হিন্টস : লড়াইয়ের জন্য আমাদের নিজেদের সব মিলিয়ে $২০০ ডলারের এক একটি ডাউন ভোট রয়েছে । তবে, আমি ব্যক্তিগতভাবে ডাউনভোট দেয়ার বিপক্ষে সব সময় । যেখানে, বুঝিয়ে বা সতর্ক করে কাজ হবে সেখানে খামোকা ডাউনভোট দেওয়া হবে না । কিন্তু, বার বার এলার্ট করা হলেও সেম কাজ করলে নিরুপায় হয়ে দিতেই হবে - ডাউনভোট, সকল পেন্ডিং রিওয়ার্ডস জিরো করে ।


ধন্যবাদ :)

Sort:  
Loading...
 2 years ago 

abuse দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখনি এই বিষয়ে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আমাদেরই এর খেসারত দিতে হবে। দাদা, আপনার এই বিষয়ে চিন্তাভাবনা দেখে ভালো লাগলো। আসলে আমাদের সবাইকে এই abuse এর বিষয়য়ে সতর্ক হতে হবে। এ জন্য আমি সুমন ভাইয়ের মন্তব্যকে সমর্থন করছি। আশা করি ভালো একটা টিম ওয়ার্ক এর মাধ্যমে এই abuse রোধ করা সম্ভব হবে।

 2 years ago 

খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন দাদা। এই প্লার্টফর্মকে রক্ষা করতে হলে আমাদের নিজেদেরকে রুখে দাড়াতে হবে এইসব এবিউজারদের বিরুদ্ধে। এর জন্য আমি মনে করি, একটা একাউন্ট ক্রিয়েট করা দরকার।

যেখানেই আমরা এবিউজ দেখবো, আমরা সেই একাউন্টকে মেনশন করে দিয়ে তাকে ওয়ার্নিং দিবো। এবং তার একাউন্ট টা ব্লাকলিষ্ট তালিকায় রাখবো। প্রতি ১৫-২০ দিন পর পর সেই সব আইডি আরেকবার চেক দিবো।

এইভাবে আমরা সবাই সম্মিলিত ভাবে এবিউজ থেকে স্টিমিটকে রক্ষা করতে পারি।

 2 years ago 

বিভিন্ন কমিউনিটি থেকে অন্তত টপ থার্টি থেকে একজন করে মডারেটর নিয়ে একটি টিম করা যায় যেই টিম শিয়াল পন্ডিতের পাঠশালার মত কোন একটি স্কুল পরিচালনা করবে যেখানে শুধুমাত্র এই এভিউজ এর ব্যাপারটা প্রতিনিয়ত শেখানো হবে। এবং এটাও সবাইকে শেখানো হবে যে, যদি আমরা প্লাটফর্মে কোয়ালিটি কনটেন্ট তৈরি করতে থাকি তাহলে কিভাবে করে প্লাটফর্মে ভ্যালু অ্যাড করবে যা দীর্ঘমেয়াদে আমাদের সবার জন্য অনেক ভালো হবে।

সব কমিউনিটি থেকে এই কাজে মডারেটর দিতে হবে এবং এটাকে একটি নন প্রফিতাবল কাজ হিসেবে সবাই এগিয়ে আসতে হবে। এই টিমের প্রত্যেককে অন্য টিমের এভিউজ চেক করার জন্য একটা সুযোগ দেয়া হবে এবং যদি তা খুঁজে পায় তাহলে সেটা ওই সংশ্লিষ্ট কমিউনিটির পক্ষ থেকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখতে হবে।

যখন অন্য কমিউনিটিতে গিয়ে এভিউজ ধরতে পারলে পুরস্কার দেয়া হবে তখন সবাই এই কাজের প্রতি আগ্রহী হবে। পাশাপাশি যেহেতু স্কুল চলমান থাকবে তাই একটি সচেতনতামূলক কাজ প্রতিনিয়ত চলতেই থাকবে।

যে সকল কমিউনিটি এভিউজ মুক্ত থেকে ভালোভাবে কাজ করতে চায় তারা সবাই একত্রিত হয়ে একটি চুক্তিবদ্ধ প্লাটফর্মে এসে এভিউজ এর বিরুদ্ধে সমন্বিতভাবে এভাবে কাজ করতে পারে। আর সেটার উদ্যোক্তা আপনি নিজে হতে পারেন।

 2 years ago (edited)

কোন প্রকার abuse কে ছাড় দেওয়া হবে না । যারা এই প্ল্যাটফর্মকে অপব্যবহার করছে ,তাদেরকে একদম বহিঃপ্রকাশ করার করজোড় অনুরোধ রইল। আমি মনেকরি এইটা সময় উপযোগী সিদ্ধান্ত।

 2 years ago (edited)

আমাদের অবশ্যই লড়াই করতে হবে। অনেক ভালো কন্টেন্ট রাইটার এবিউজ ইউজারদের কারনে হারিয়ে যাচ্ছে,কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তারা যখন দেখছে তাদের থেকে অনেক কম কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে কেউ ভালো রিওয়ার্ড পাচ্ছে তখন তারা কাজের প্রতি আর আন্তরিকতা দেখায় না।তারাও ভাবে যে যেকোনো ভাবেই পোস্ট করলেই যখন ইনকাম করা যায় তাইলে এতো কষ্ট করে কেন পোস্ট করব। আশার ব্যাপার হলো দাদা সব কিছুই বোঝেন, সবার কথায় ভাবেন। আমাদের কমিউনিটি অনেক পরিছন্ন। কিন্তু আফসোস অন্য কমিউনিটি গুলোর অবস্থা দেখে। সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটির যে ইউজার অন্য কমিউনিটিতে এবিউজ করছে বা কপি পেস্ট বা মাইক্রো পোস্ট করছে তাদের কোনো রুপ দয়া দেখানো উচিত না।

এইটা যেহেতু সব কমিউনিটির জন্য হুমকিসরুপ সেইক্ষেত্রে সব কমিউনিটির ফাউন্ডার, এডমিন, মডারেটর নিয়ে এক সমন্বয় গ্রুপ করা যেতে পারে বা প্রাইভেট চ্যানেল থাকতে পারে সকল কমিউনিটির মডারেটররা যাতে একে অপরের কমিউনিটির কোয়ালিটি নিশ্চিত করতে পারে সেই জন্য এক মানদণ্ড তৈরি করা যেতে পারে। সব কথার উর্ধে হচ্ছে সকল কমিউনিটির ফাউন্ডার, এডমিন, মডারেটর সবর্পোরি সদস্যদের আন্তরিক ও সহযোগিতার মনোভাব দেখাতে হবে।একাই লড়াই চালানো অনেক কঠিন হবে।তবে যুদ্ধ কাউকে না কাউকে শুরু করতে হবে।যুদ্ধ না হয় আপনার থেকেই শুধু হোক। শুভকামনা রইল।
 2 years ago 

আমি ব্যক্তিগতভাবে এই ধরনের উদ্যোগকে সমর্থন জানাই কারন ভালো পরিবেশ তৈরীর জন্য লড়াইটা আবশ্যক। আর যেখানে ইনকার রয়েছে সেখানে মুখোশের আড়ালে ভিন্ন কিছুর প্রচেষ্টা থাকবে, সেটাই স্বাভাবিক। তবে আমরা যদি ভালো কমিউনিটি গুলোর সমন্বয়ে একটা টীম তৈরী করতে পারি এবং সঠিক সমন্বয়ের মাধ্যমে টীম ওয়ার্ক করতে পারি, তাহলে হয়তো খুব সহজে আমরা বিজয়ী অবস্থানে আসতে পারবো।

এটা সবচেয়ে আনন্দের বিষয় যে, আমাদের কাছে ভালো অংকের একটা পাওয়ার মানে ভোট রয়েছে লড়াই করার। হ্যা, আমিও ব্যক্তিগতভাবে ডাউনভোটের সমর্থন করি না, তবে সুযোগ পাওয়ার পরও যারা নিজেদের সংশোধন করতে আগ্রহী না তাদের ব্যাপারে কোন সমাঝোতা করতে রাজি নই আমি।

 2 years ago (edited)

এটা আসলে দুঃখের একটি বিষয় এত ভালো একটি প্ল্যাটফরম কে কিছু জনগোষ্ঠীর মিলে নস্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকেই একাধিক অ্যাকাউন্ট খুলে মাইক্রো পোস্ট, স্পামিং ইত্যাদি করে যাচ্ছে। আসলে এখান থেকেই আমাদের এই প্ল্যাটফর্মের পরিবেশ নষ্ট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এইসব আইডির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে তাহলেই প্ল্যাটফর্মকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব।

আমি আপনার সাথে একমত দাদা, কোন আইডিকে সরাসরি ডাউনলোড প্রদান করার পক্ষে আমি নই। তবে তাকে বারবার ওয়ার্নিং দেওয়ার পরও যদি সে একইভাবে কাজ চালিয়ে যায় সে ক্ষেত্রে আমরা ডাউনলোড দিতে পারি।

তবে এই উদ্যোগটি পরিচালনার জন্য একটি দক্ষ টিমের প্রয়োজন হবে। যেই টিম বিভিন্ন কমিউনিটি এবং বিভিন্ন পোস্ট চেক করে তাদেরকে ওয়ার্নিং দিবে এবং পরবর্তীতে একটি পরিসংখ্যান তুলে ধরবে। আপনি যে পরিসংখ্যান তুলে ধরেছেন সেটি সত্যিই ভয়াবহ। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সুন্দর একটি প্ল্যাটফর্ম খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে।

আমি যখন এই সিস্টেমের প্লাটফর্মে জয়েন করি তখন দু-তিনটা এরকম প্রজেক্ট ছিল যারা অ্যাবিউজ এবং স্পামিং এর বিরুদ্ধে কাজ করতো। কিন্তু দুঃখের বিষয় সেগুলো আর এখন সচল নেই। আমরা এমন একটি প্রজেক্ট চালু করতে পারি, যা পরিচালিত হবে একটি দক্ষ টিম দারা। সেই দক্ষ টিমটি একটি নিয়মের মধ্যে থাকবে এবং নিয়মের মধ্যে থেকেই তারা কাজ করবে।।

এত বড় একটি উদ্যোগ শুধুমাত্র কিছু মেম্বার বা টিম দিয়ে মেকআপ করা সম্ভব হবে না। সে ক্ষেতে আমি মনে করি আমাদের কমিউনিটির যত জন মেম্বার রয়েছে তারা যদি এরকম মাইক্রো পোস্ট স্পামিং জাতীয় কোন পোস্ট দেখে তাহলে যেন সেই টিমের সাথে যোগাযোগ করে।

সর্বশেষে আমি এটা মনে করি দাদা, যদি এখন থেকে কোন অ্যাকশন নেওয়া নেওয়া না হয় তাহলে স্টিমিট এত সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে হয়তো ভবিষ্যতে টিকে থাকতে পারবে না। এই ছিল আমার সংক্ষিপ্ত মন্তব্য

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago (edited)

আসলে দাদা এই ধরনের প্লাটফর্মে এই সমস্ত সমস্যা কিছু থেকেই যাবে। তারপরও আমরা যদি স্টিমিট টিমকে এই ধরনের ইনিসিয়েটিভ এর গুরুত্ব বোঝাতে পারি এবং অন্যান্য কমিউনিটি গুলিকে কোয়ালিটি চেক করার ব্যাপারে বাধ্য করতে পারি। তাহলে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।

 2 years ago 

Steemit team দিয়ে কিছুই হবে না। হলে এতোদিনে আমরা ফল পেতাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61038.71
ETH 3404.98
USDT 1.00
SBD 2.50