আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ১৮
"loneliness"
Some success comes too late
He became necessary
And getting annoying
Equation.
And the joy is put to shame
Social and conscience tolerated
I’m a little different, ghoulish pleasure
from a rare feeling for me.
Today, I apologize to all
Who conquered this nonsense back
Victory that I am crazy for
He was hated.
Today, I am the light of the new
Moreover have removed
Unlimited imagination tidal water
Gets into all the abuse detractor.
Today, I need
I have learned to find something that
We have a festival filled with all the pains
In mind now just a happy season.
Now the goal is not to gain something done
Let’s work something out loving
Unlimited vision and put in the sky
Fantasy world of the story.
Therefore, only the sound of defeat to win the
According to each RR sound hearing.
"Just happened"
Say please deliberately who are you ?
Your disarray hair your bored vision
Making something queer around me.
I think you are nothing but mysterious,
A sudden air bringing some message.
The scent of unknown giving indulgence.
To believe you making you so dear
Always tantalizing me your disarray hair,
Your eyes make a eye wink.
My rational think take defeat ,
I defeated you defeated.
New rhythm of life begin.
"মৃত বসন্ত রাত্রি "
আমার জীবনে বসন্ত কবেই মৃত,
এখানে মৃত বসন্ত রাত্রি জাগে,
পুড়ে যায়, জ্বলে যায়, ছাই হয় এ হৃদয় ।
মৃত বসন্তের রাত্রিতে আমি আহব্বান করি
রাত জাগা একমাত্র জীবিত কোকিলটাকে ।
এক বার ডেকে উঠুক সে, মৃত বসন্ত আজ বেঁচে উঠুক
তারই উষ্ণ নিঃশ্বাসে ।
Estrangement
I remember that day when I saw
your black eyes, I wondered,
I realized the beauty of black color.
One stormy night,
In the lightening I saw you.
Oh dear, you sparkle in that dark night.
The roar of the storm I heard
But, never frightened
Because, you were beside me.
Now in this moonlit night
There a flood of light , but I can’t see
Because, you’re not beside me.
Dark everywhere dark
Oh dear, come in my life again,
And fill my life with light.
"The Cloud-Capped Star"
শেষ রাতে মরা চাঁদের আলোয়
দেখা হয়েছিল তোমার সাথে
নীরব কথায় বলেছিলে আমায়
অব্যক্ত নীরব অভিমান ।
সেই শেষ দেখা,
চাঁদের আলোয় শেষ স্নান।
হবেনা কখনো জানি দেখা,
শুধু পড়ে থাকে,
মেঘে ঢাকা এক একাকী বিষণ্ণ তারা ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৩
টাস্ক ৪৪৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : e5bf5ef1d1298291d39639003387b3d53a27b5846326376a2e77e50e733c9ef7
টাস্ক ৪৪৪ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
আমি বেশ কিছু ড্রাগনের NFT করেছি । কিন্তু, সবগুলোই পার্পল কালারের । তাই একটা Collection ওপেন করে তার নাম রেখেছি Purple Dragon । এই গ্যালারির সকল ড্রাগনের স্কিন কালার পার্পল ।
এই মুহূর্তে মোট ৯টি পার্পল ড্রাগনের NFT আর্ট রয়েছে আমার গ্যালারিতে । তার মধ্যে থেকে দু'টিকে আজ আপনাদের সাথে শেয়ার করছি -
Purple Dragon
Purple Dragon on Holiday
Purple dragon hunting fish in river
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দাদা আজও কিন্তু আপনি অত্যন্ত দুর্দান্ত কিছু ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার শেয়ার করা প্রতিটি ডিজিটাল আর্ট যেন এক এক ধরনের তথ্যবহুল। মনের কথাগুলোকে খুব গুছিয়ে ডিজিটাল আর্টের মাধ্যমে প্রকাশ করেছেন দাদা। বেশ মুগ্ধ হয়ে গেলাম আজকের ডিজিটাল আর্ট দেখে।
আহ! দাদা চমৎকার লাগলো কথাগুলো। সাথে আপনার অ্যাবস্ট্রাক্ট আর্টের কনসেপ্ট দারুণ! আজকের পর্বটাও উপভোগ করলাম! আমি ভাবছি এতো ডিপ লেভেলের চিন্তাভাবনা আপনি কিভাবে ফুটিয়ে তুললেন অ্যাবস্ট্রাক্ট আর্টের মাধ্যমে 🔥🌼
রাত্রের শেষ ভাগে চাঁদের কালচে আলো মেঘে ঢাকা এক একাকী বিষণ্ণ তারার দৃশ্যে যেন মায়ায় পড়ে গেলাম। অভিমানী ও কষ্টে ভরা মন দিয়ে এমন আলোয় বসলে মন টা বিষন্নতা মুক্ত হবে। সবগুলো আর্ট বরাবরই প্রশংসার যোগ্য দাদা। বিশ্লেষণ করে শেষ করার মত নয়।
দাদা আপনার এই আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে প্রতিটা আর্ট খুবই দারুণ হয়েছে। তবে প্রথম আর্টটি এত সুন্দর হয়েছে যে সুন্দরী বর্ণনা করে বোঝাতে পারবো না। অসম্ভব সুন্দর দেখে চোখ ফেরানো যায় না। একটা মানুষ কতটা গুনে গুণান্বিত হতে পারে তা আপনাকে দেখলে বুঝতে পারা যায়।
দাদা "The Cloud-Capped Star" এই ক্যাপশনের আর্টটি অনেকটা স্টেরি নাইট এর মতো।তাইনা?মানে আমার লাগলো অনেকটা এমন।কবিতাটির সাথেও মিল মনে হলো আমার।
প্রতিটি অ্যাবস্ট্রাক্ট আর্ট বেশ সুন্দর। কালার কম্বিনেশন টা বেচ ভালো হয়েছে। তবে প্রথম ছবিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সিম্পলের মাঝে ও অনেক সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ🌸🌸
এমন ভাবে চিন্তা করলেই হয়তো সবকিছু সুন্দর হবে এবং পৃথিবীটা আরো রঙিন হয়ে উঠবে।
আজকের আর্টগুলো যেমনটা সুন্দর ছিল, তেমনটা বিশ্লেষণ ছিল প্রত্যেকটা আর্টের যথার্থ। বেশ উপভোগ করলাম ভাই।
শুভেচ্ছা রইল 🙏
দাদা আপনার আঁকা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট গুলো অসাধারণ হয়েছে। সেই সাথে আপনার অণু কবিতা গুলো অনেক চমৎকার হয়েছে দাদা। এই ড্রয়িং গুলো করার আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু বারবারই ব্যর্থ হয়েছি। তবে আপনার দেখাদেখি করার চেষ্টা করছি দাদা।