আলোকচিত্র : "পোকা-মাকড় ও প্রকৃতি"

in আমার বাংলা ব্লগ3 years ago

আজকে খুউব ছোট্ট একটি পোস্ট শেয়ার করছি এখানে । সময় করে উঠতে পারলাম না মোটে তাই । বহুদিন আগে মাঠ-ঘাট, ঝোপ-জঙ্গল খুঁজে বিভিন্ন পোকা-মাকড় ও প্রকৃতির বেশ কিছু আলোকচিত্র ধারণ করেছিলাম । অপটু হাতের তোলা সেসব আলোকচিত্র আপনাদের খুব একটা ভালো লাগবে না জানি, তবে প্রকৃতি ও কীটপতঙ্গের দুনিয়াকে যাঁরা ভালোবাসেন একটু হলেও তাঁদের কিছুটা ভালো লাগবে বলেই আমার দৃঢ় বিশ্বাস রয়েছে ।

আমার তোলা আলোকচিত্রের বেশিরভাগ হলো জলফড়িং, প্রজাপতি, মৌমাছি, মিলিপেড এসব । সাথে রয়েছে গাছপালা, ঝোপঝাড় এসবের আলোকচিত্র । প্রকৃতির মধ্যেই আমি যত শান্তি খুঁজে পাই এমনটা আর কোথাও পাই না । অথচ, গ্রামের অপরূপ প্রকৃতির সান্নিধ্য দীর্ঘক্ষণ পাওয়া আমার ভাগ্যে নেই । শহরের ইট-কাঠ-পাথরের বন্দীশালায় নিরুপায় হয়ে গুমরে মরি প্রতিনিয়ত । একটুখানি সুযোগ পেলেই তাই অমনি ছুট্টে যাই প্রকৃতির সান্নিধ্যে । কিছু আলোকচিত্র ধারণ করি তখন আমার বাকি দিনগুলোতে বেঁচে থাকার রসদ হিসাবে ।

তারই কিছু টুকরো টাকরা এখানে শেয়ার করা হলো আজকে । আশা করছি আপনাদের খুব একটা খারাপ লাগবে না । তো চলুন দেখে নেয়া যাক আলোকচিত্রগুলি ।


গোধূলি বেলার আবীররাঙা আকাশ

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মধুকর মধু আহরণে ব্যস্ত

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কচি পাটের পাতার নিচে ছোট্ট মাকড়শা সাদা জাল বুনেছে

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


হলুদ-কমলা রঙের উজ্জ্বল একটি ফুল থেকে মধু আহরণে ব্যস্ত একটি মৌমাছি

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কি সুন্দর একটি জলফড়িং!

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আপনারা দেখতে পাচ্ছেন ? পাতার সবুজ রঙের সাথে মিশে রয়েছে একটি শূককীট ।

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি একটি পাতাভূক ছোট্ট লাল পিঁপড়ে

তারিখ : অক্টোবর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাটগাছের গোড়ায় আরো একটি জলফড়িং

তারিখ : জুলাই ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাটগাছের আগায় নাম না জানা একটি পোকা

তারিখ : জুলাই ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


অজানা ব্যাঙের ছাতা

তারিখ : জুলাই ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


লাল রঙের একটি মিলিপেড

তারিখ : নভেম্বর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


নাম না জানা আরও একটি পোকা, রাতের বেলায় তোলা

তারিখ : নভেম্বর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


চষা ক্ষেতের আলে খেঁজুর গাছের চারা একটি

তারিখ : ডিসেম্বর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


লাল রঙের একথোকা পোকা গাছের কাণ্ডে

তারিখ : ডিসেম্বর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গাছের পাতার উপরে কমলা রঙের উজ্জ্বল বর্ণা একটি পোকা

তারিখ : ডিসেম্বর ২০১৭
সময় : বিকাল
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

জাস্ট অসাধারণ দাদা, আপনি খুবই চমৎকার ভাবে সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যে ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ। আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে ফড়িং-এর ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

প্রকৃতির মধ্যেই আমি যত শান্তি খুঁজে পাই এমনটা আর কোথাও পাই না

আপনার এই কথাটা সঙ্গে আমি পুরোপুরি একমত পোষণ করছি, আমিও একজন প্রকৃতিপ্রেমী প্রকৃতির মাঝে যতটা শান্তি খুঁজে পায় এমন শান্তি আর কোথাও খুঁজে পাইনা। মাঝে মাঝে বিকেল বেলা হারিয়ে যায় প্রকৃতির মাঝে। খুবই ভালো লাগে বিকেল সময়টাতে প্রকৃতির সাথে সময় কাটাতে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

দাদা আপনার ফটোগ্রাফি মানেই অসাধারণ কিছু। বেশ অনেকদিন পরে আপনার আবার কিছু ফটোগ্রাফি দেখলাম। আসলে প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি থেকে তো চোখ সরানো যাচ্ছিল না। মধুকরের মধু আহরণের ছবিটি খুব সুন্দর হয়েছে।
আপনার ছবির একটি পোকা নিয়ে ছোট বেলায়
একটি ধাঁধা খেলতাম।

আমার একটি ভাই
লাল জামা গায়
কাঠি দিয়ে খোঁচা দিলে
পয়সা হয়ে যায়।

বলতে পারবেন কোনটা?

 3 years ago 

কেন্নো নাকি ? একটু টাচ করলেই গোল চাকার মতো হয়ে যায় । কেন্নো মিলিপেড শ্রেণীর পোকা ।

 3 years ago 

আপনি পেরেছেন। ছোট বেলায় এটিকে দেখলেই কাঠি দিয়ে নাড়া দিতাম। খুব মজা লাগতো। এখনো পেলে নাড়া দেই বাচ্চাদের দেখানোর জন্য।

 3 years ago 

শহরের ইট-কাঠ-পাথরের বন্দীশালায় নিরুপায় হয়ে গুমরে মরি প্রতিনিয়ত । একটুখানি সুযোগ পেলেই তাই অমনি ছুট্টে যাই প্রকৃতির সান্নিধ্যে । কিছু আলোকচিত্র ধারণ করি তখন আমার বাকি দিনগুলোতে বেঁচে থাকার রসদ হিসাবে ।

দাদা আপনারা উপরের কথাটির সাথে একদম একমত আসলে গ্রামের এই ইট কাঠ পাথরের মধ্যে বন্দিশালায় থাকতে থাকতে একেবারে অতিষ্ঠ হয়ে পড়ি। তবে প্রকৃতির মাঝে যখন যাই তখন নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলি সে যে কি আনন্দ উচ্ছাস বলে বোঝানোর ভাষা থাকেনা। দাদা আজকের বিভিন্ন প্রকার পোকার যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সত্যি দাদা অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো এতটা নিখুঁত হয়েছে এবং এটা যে খুবই সূক্ষ্ম হাতের কাজ দেখে বোঝা যায়। আমার কাছে প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই চমৎকার লেগেছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

আমার তোলা আলোকচিত্রের বেশিরভাগ হলো জলফড়িং, প্রজাপতি, মৌমাছি, মিলিপেড এসব । সাথে রয়েছে গাছপালা, ঝোপঝাড় এসবের আলোকচিত্র।

আপনি নানা ব্যস্ততার মধ্যে দিয়েও খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে হাজির করলেন। সত্যিই আজকের পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে মৌমাছি মধু সংগ্রহ করছে এবং হলুদ কমলা রং থেকে একটি মৌমাছি মধু সংগ্রহ করছে ও জলফড়িং ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। সকালবেলা ডিসকডে দেখতে পেলাম আপনি আপনার ব্যক্তিগত সমস্যা কাটিয়েছেন। সেটা জানতে পেরে খুবই ভালো লাগছে। আপনার সুস্থতা কামনা করছি।

 3 years ago 

দাদা আপনার সবগুলো ফটোগ্রাফি আসলে খুব ভালো লেগেছে। ঠিক বলেছেন যারা দুনিয়াকে খুব ভালোবাসে তাদের ছবিগুলো ভালো তো লাগবে। লাল মিলাপেড এর ছবি দেখে সত্যিই খুব ভয় লাগছে দাদা। ফুল এর উপর মৌমাছির ছবিটা খুব সুন্দর। জল ফরিং এর ছবি গুলো অনেক সুন্দর হয়েছে, আমরা এটিকে প্রজাপতি বলে থাকি। গোধূলি বিকেলের ফটো দেখে আনমনে হারিয়ে যাচছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Can you explain in Hindi

 3 years ago 

প্রকৃতির মধ্যেই আমি যত শান্তি খুঁজে পাই এমনটা আর কোথাও পাই না ।

সত্যিই তাই দাদা। প্রকৃতির মাঝে যে শান্তি রয়েছে তা আর কোথাও নেই। আপনি ভীষণ চমৎকার বেশ কিছু ছবি উপহার দিয়েছেন সত্যিই ভালো লাগছে। বিশেষ করে পোকার ছবিগুলো দারুন ছিল। প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পান এই কামনা করছি 💖

দাদা প্রথমে নমস্কার নেবেন।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দেখতে অনেক চমৎকার হয়েছে।আমি অনেক দিন পর আপনার ফটোগ্রাফি দেখলাম।আপনি দারুণ ভাবে ক্যাপচার করছেন আপনার পোকামাকড়ের ছবি গুলো।তবে সব ফটোগ্রাফি ভালোর মধ্যে আমার জলফড়িং ছবিটি বেশি ভালো লাগলো। অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

যখন ভীষণ ক্লান্ত লাগে আমিও ছুটে যাই প্রকৃতির মাঝে মুহূর্তেই মন ভালো হয়ে যায়। খুব সুন্দর ছবি শেয়ার করেছেন। জলফরিং আর ব্যাঙের ছাতা মনে করিয়ে দিলো আনন্দময় শৈশবকে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26