Indian Museum ভ্রমণ -পর্ব ৪৩

in আমার বাংলা ব্লগ2 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ৪৩


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৪২


হ্যালো বন্ধুরা,

শুভ সকাল বন্ধুরা,

কেমন আছেন সবাই ? আশা করি ফাগুনের এই রঙিন দিনগুলিতে আপনাদের মনেও রঙের ছোঁয়া জেগেছে । ভালো থাকুন, খুশি থাকুন এই কামনাই করি ।

কয়েকদিন ধরে অসম্ভব কাজের চাপের মধ্যে ছিলাম । এখনো আছি, তবে চাপটা একটু কম এখন। অনেকের ডিএম এর রিপ্লাই দিতে পারিনি, অনেকদিন ধরেই পেন্ডিং রয়েছে । আশা করছি খুব দ্রুত, দুই-এক দিনের মধ্যেই সবার ডিএম এর রিপ্লাই দিতে পারবো ।

"প্রাচীন ভারতের এন্টিক দ্রব্যসামগ্রীর প্রদর্শনী" পর্বের আজকে একাদশতম পর্ব । এ পর্যন্ত মোট দশটি পর্বে আমি কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক antique দ্রব্যের ফোটোগ্রাফ শেয়ার করেছি । আশা করি খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে ।

আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :

১. একটি পাথরে নির্মিত বংশীধারী কৃষ্ণের মূর্তি
২. কাঠ ও ধাতু নির্মিত একটি বহু প্রাচীন তিব্বতীয় গুম্ফার প্রার্থনা বেদি
৩. মেবারের মহারাজ রানা প্রতাপ সিংয়ের ব্যবহৃত যুদ্ধাস্ত্র - ঢাল, তলোয়ার এবং শিরস্ত্রাণ
৪. সুপ্রাচীন চীনা মিং রাজতন্ত্রের সমকালের ফুলদানি
৫. হাতির দাঁতের তৈরী সুপ্রাচীন চীনের কাঁটা চামচ, হাত পাখা এবং চামচ
৬. একটি চৈনিক প্রাচীন ফুলদানি (চার হাতলওয়ালা)
৭. পোড়া মাটির তৈরী বীনাবাদ্যরত মা সরস্বতীর একটি অপরূপ ভাস্কর্য

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।


এটি একটি পাথরে নির্মিত বংশীধারী কৃষ্ণের মূর্তি । মূর্তিটি খননের সময় বাঁশিটি অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভবপর হয়নি । খুবই প্রাচীন এই মূর্তিটি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কাঠ ও ধাতু নির্মিত একটি বহু প্রাচীন তিব্বতীয় গুম্ফার প্রার্থনা বেদি । বেদির গায়ে অসংখ্য সুক্ষ সব কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে । ফুল, লতা-পাতা, তিব্বতীয় দেব-দেবীর মূর্তি, গৌতম বুদ্ধের জীবনী এবং অবশ্যই ড্রাগন । চীন বা তিব্বতে ড্রাগন এর মূর্তি বা ডিজাইন একটি অতি কমন বস্তু ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্রাচীন ভারতের গৌরব মেবারের মহারাজ রানা প্রতাপ সিংয়ের ব্যবহৃত যুদ্ধাস্ত্র এগুলি । একেবারে উপরে রয়েছে রানা প্রতাপের তলোয়ার, তার পাশেই যুদ্ধের ঢাল । মাঝের দিকে রয়েছে কারুকার্য খচিত একটি শিকারে ব্যবহৃত ঢাল, ঢালটির গায়ে অজস্র ফুল, লতা-পাতার ডিজাইন এবং নানা শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে । একেবারে নিচে রয়েছে রানা প্রতাপের যুদ্ধে ব্যবহৃত শিরস্ত্রাণ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সুপ্রাচীন চীনা মিং রাজতন্ত্রের সমকালের ফুলদানি এটি । মিং আমলের ফুলদানির দাম পৃথিবীতে যাবতীয় ফুলদানির মধ্যে শীর্ষে । একটি প্রাচীন মিং রাজবংশের ফুলদানির বর্তমান দাম তার সম-ওজনের ১০ গুন্ সোনার দামের সমান । ফুলদানিটি ব্রিটিশ ভারতের এবং বর্তমানের পাকিস্তানের লাহোর থেকে খনন করে প্রাপ্ত । ফুলদানিটির গায়ে অসংখ্য ফ্লোরাল ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


হাতির দাঁতের তৈরী কাঁটা চামচ, হাত পাখা এবং চামচ । এগুলি কিন্তু চীনা দ্রব্য । চীনা এই ধরণের ফোল্ডিং হাত পাখা খুবই ফেমাস । ওরা এই হাত পাখাকে বলে Ogi ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি আর একটি চৈনিক প্রাচীন ফুলদানি । এর গায়ে চারটি হাতল আছে । গায়ে রয়েছে নানারকমের ফুল লতা পাতার নান্দনিক ডিজাইন ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পোড়া মাটির তৈরী বীনাবাদ্যরত মা সরস্বতীর একটি অপরূপ ভাস্কর্য । অসাধারণ সব সুক্ষ কারুকাজ রয়েছে মূর্তিটি । ফোটোটা একটু জুম করলেই দেখতে পাবেন ডিটেলস এ । সত্যি অসাধারণ দেখতে ভাস্কর্যটি । অপরূপা ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 2 years ago 

দাদা আপনি যে এতো ব্যস্ততার মধ্যেও আমাদের পাশে আছেন এটাই অনেক খুশী দাদা।দাদা ৪৩ পর্বে কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক দ্রব্যের ফটোগ্রাফি দেখতে পাচ্ছি দাদা।দাদা আপনার জন্য এই অসাধারণ জিনিস গুলো দেখতে পাচ্ছি।

কাঠ ও ধাতু নির্মিত একটি বহু প্রাচীন তিব্বতীয় গুম্ফার প্রার্থনা বেদি । বেদির গায়ে অসংখ্য সুক্ষ সব কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে । ফুল, লতা-পাতা, তিব্বতীয় দেব-দেবীর মূর্তি, গৌতম বুদ্ধের জীবনী এবং অবশ্যই ড্রাগন । চীন বা তিব্বতে ড্রাগন এর মূর্তি বা ডিজাইন একটি অতি কমন বস্তু ।

অসম্ভব সুন্দর ছিলো দাদা,দাদা আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো দাদা।

 2 years ago 

মাঝে মাঝে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর জিনিস গুলোর কিছুটা হলেও যদি আমার কাছে রাখতে পারতাম! সারাদিন হয়তো সেগুলোর দিকে তাকিয়ে থেকেই সময় কেটে যেত। দেখতাম আর ভাবতাম সে সময়কার মানুষের হাতের স্পর্শ কতটা ম্যাজিক্যাল ছিল। হাতির দাঁতের কাঁটাচামচ দারুন লেগেছে আমার। তার সাথে হাত পাখাটাও। দাদা আপনার এই মিউজিয়াম ভ্রমণের পর্ব গুলো দেখে যতটা জেনেছি এবং শিখেছি, আমার মনে হয় না স্বয়ং মিউজিয়ামে ঘুরে দেখলেও এতটা জ্ঞান লাভ করতে পারতাম।

 2 years ago 

দাদা, আপনার মাধ্যমে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এই ছবিগুলো পোস্ট না করলে হয়তো এগুলো সম্পর্কে কোনো ধারণা নিতে পারতাম না। আজকের প্রতিটি অ্যান্টিক দ্রব্যসামগ্রী আমার কাছে দারুন লেগেছে।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হাতির দাঁতের তৈরী কাঁটা চামচ, হাত পাখা এবং চামচ । এগুলি কিন্তু চীনা দ্রব্য । চীনা এই ধরণের ফোল্ডিং হাত পাখা খুবই ফেমাস । ওরা এই হাত পাখাকে বলে Ogi ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

দেখতে দেখতে ৩৪ পর্বের ফটোগ্রাফি গুলো দেখতে পেলাম খুবই ভালো লাগছে। অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো আমার মন ছুঁয়ে গেছে। বিশেষ করে হাতির দাঁত দিয়ে কাটা চামচ এবংহাত পাখা তৈরি করা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলেই মানুষের দক্ষতার শেষ নেই। আপনার জন্য এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। খুবই ভালো লাগলো, শুভকামনা রইল দাদা।

 2 years ago 

দাদা আপনার প্রতিটা আয়োজনে অনেক কিছুই শেখার থাকে,প্রতিনিয়ত শিখছি এবং আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা আমার সৌভাগ্য। একটা মানুষ যে সব দিকে পারদর্শী হতে পারে এটা আপনাকে না চিনলে বুঝতে পারতাম না। ভালো ভালো কবিতা এবং সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে প্রতিনিয়তই শেয়ার করে যাচ্ছেন। ভালোবাসা রইল আপনার জন্য। সব সময় ভালো থাকুন এই কামনা করি।

 2 years ago 

প্রতিদিনের পর্বগুলো দেখে আমি চিন্তা করি,এত সুন্দর কেন সবগুলো।আজকের এই প্রাচীন দ্রব্যগুলোর মধ্যে এমন একটিও নেই যে আমার ভালো লাগে নি।অসাধারণ কারুকাজ খচিত এই জিনিসগুলো,ফুলদানিগুলো তো খুবই অসাধারণ। সত্যিই দাদা,আপনার পোস্ট দেখে প্রতিদিনই মন ভালো হয়ে যায়৷

 2 years ago 

ফাগুনের হাওয়ায় আপনার মন সবসময় উল্লাসিত হোক এই কামনা করছি। সব সময় খুশি থাকবেন। আজ ইন্ডিয়ান মিউজিয়াম এর ৪৩ তম পর্ব যেন মনে হচ্ছে আরো কত পর্ব অপেক্ষা করছে এরকম অসাধারণ কিছু জিনিস দেখার জন্য। যতগুলো অ্যান্টিক জিনিসপত্র ও ভাস্কর্য আমাদের মাঝে তুলে ধরেছেন তার মধ্যে-

কাঠ ও ধাতু নির্মিত একটি বহু প্রাচীন তিব্বতীয় গুম্ফার প্রার্থনা বেদি । বেদির গায়ে অসংখ্য সুক্ষ সব কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও স্বরস্বতীর ভাস্কর্য অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

আমার খুব ভালো লেগেছে। এর কারুকার্য দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার মাধ্যমে এত এত কিছু দেখলাম এবং শিখলাম তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এপিসোড গুলো যত দেখছি ততই ভালো লাগছে।আসলে দাদা আপনি এত কাজ সামলিয়ে প্রতিদিন নতুন পোস্ট দিচ্ছেন।খুবই ভালো লাগে পোস্ট গুলো দেখতে।হাতির দাতের হাত পাখা,চামচ ও কাটা চামচ গুলো দেখতে সুন্দর। ফুলদানি গুলোও খুব সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ দাদা।

 2 years ago 

সুপ্রাচীন চীনা মিং রাজতন্ত্রের সমকালের ফুলদানি এটি । মিং আমলের ফুলদানির দাম পৃথিবীতে যাবতীয় ফুলদানির মধ্যে শীর্ষে । একটি প্রাচীন মিং রাজবংশের ফুলদানির বর্তমান দাম তার সম-ওজনের ১০ গুন্ সোনার দামের সমান ।

ফুলদানি টি আসলে অনেক সুন্দর ছিল এবং প্রাচীন তবে এত দাম জেনে অবাক হলাম দাদা । হাতির দাঁতের তৈরি কাঁটাচামচ , পাখা দেখে খুবই ভালো লাগলো এই প্রথম হাতির দাঁতের কাঁটা চামচ দেখতে পেলাম । এন্টিক পর্বের এগারটি পর্ব চলে গেল । সবকটি পর্বেই ভালোই উপভোগ করেছি । আজকের পর্বটি অনেক শিক্ষনীয় ছিল বেশ কিছু নতুন তথ্য জানতে পেরেছি । আপনাকে ধন্যবাদ দাদা

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74