ফুড ফোটোগ্রাফি পোস্ট : আরো কিছু প্রিয় খাবারের ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

দুনিয়ার আসলে প্রায় সব খাবারই আমার প্রিয় । আগের পোস্টে অল্প কিছু প্রিয় খাবারের ফোটোগ্রাফি শেয়ার করেছিলাম । ভাবলাম আজকেও আরো কিছু ফুড ফোটোগ্রাফি শেয়ার করি । আসলে খাবার জিনিসের ফোটো তোলা আমার হয়না । কারণ, আমি খাবার জিনিস সামনে ধরে দিলেই খাই । ছবি তোলার কথা মনেই তাই আর থাকে না । তারপরেও মাঝে মাঝে টুকটাক ছবি তোলা হয় । সেগুলো থেকেই আজকে আরো কিছু ফুড ফোটোগ্রাফি শেয়ার করছি আপনাদের সাথে ।

আশা করছি খাবারের ছবি গুলো দেখে আপনাদের খিদে পাবে ।


ক্রিসপি চিকেন আর প্রন বল । সাথে গরমাগরম চিকেন থাই স্যুপ ।

তারিখ : ১২ জানুয়ারি ২০২২
সময় : রাত ৭ টা ৫৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


চিকেন স্যান্ডউইচ উইথ টমেটো সস

তারিখ : ১৭ জানুয়ারি ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আমার অতি প্রিয় আলুর চপ

তারিখ : ০৫ মার্চ ২০২২
সময় : রাত ৮ টা ০৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আমার আরেকটি খুবই স্ন্যাক্স পাস্তা ।

তারিখ : ০৮ মার্চ ২০২২
সময় : রাত ৮ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


লাভ কুকিজ ।

তারিখ : ১৪ ফেব্রুয়ারী ২০২২
সময় : রাত ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আহা ! এটার কথা আর কি বলবো ? পিজ্জা পিজ্জা, রহস্যময় পিজ্জা ।

তারিখ : ১৪ ফেব্রুয়ারী ২০২২
সময় : রাত ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্রন পাস্তা ম্যাকারনি । অসম্ভব টেস্টফুল ।

তারিখ : ১০ ফেব্রুয়ারী ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ডিমের ডেভিল । আমার অসম্ভব প্রিয় একটি স্ন্যাক্স ।

তারিখ : ২১ ফেব্রুয়ারী ২০২২
সময় : রাত ৭ টা ৪০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


স্পেশ্যাল খাস্তা বেগুনী । এত টেস্টি যে একবারে ২০-২৫ খানা খেতে পারি ।

তারিখ : ২১ ফেব্রুয়ারী ২০২২
সময় : রাত ৭ টা ৪০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ডালপুরি । একটার পর একটা, শুধু খেয়ে যাও ।

তারিখ : ২৮ ফেব্রুয়ারী ২০২২
সময় : রাত ৬ টা ৫৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মুচমুচে পিঁয়াজি ।

তারিখ : ২৮ ফেব্রুয়ারী ২০২২
সময় : রাত ৭ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আমার অতি প্রিয় রান্না করা ছোলা মাখা ।

তারিখ : ১১ মার্চ ২০২২
সময় : রাত ৭ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


চিকেন ক্রিমই স্যুপ

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মাই ফেভারিট ভেজ ন্যুডলস স্যুপ ।

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আমার সব চাইতে প্রিয় চিকেন ক্লিয়ার স্যুপ ।

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এই সেই স্যুপটা । খেতে দারুন । কিন্তু, নামটি আবারো ভুলে গিয়েছি ।

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


চিকেন তন্দুরী । জিভে জল আনা একটি খাবার ।

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গোল্ডেন ফ্রাই বাটার লবস্টার । অতি প্রিয় ।

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বাংলাদেশী একটি স্ন্যাক্স । চটপটি । অনেকটাই ইন্ডিয়ার ঘুগনীর মতো খেতে ।

তারিখ : ১৩ মে ২০২২
সময় : রাত ৮ টা ২০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


পরিশিষ্ট


প্রতিদিন ২৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৩য় দিন (225 TRX daily for 7 consecutive days :: DAY 03)


trx logo.png



সময়সীমা : ২৮ অগাস্ট ২০২২ থেকে ০৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ৩০ আগস্ট ২০২২


টাস্ক ৪৫ : ২৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : fbdded468db6609399b10d46f0df34cff9f10fe596cdd92131766bb0401e2ce1

টাস্ক ৪৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  

RME, Thank You for sharing Your insights... AND the photos of
delicious food !!

 2 years ago 

আশা করছি খাবারের ছবি গুলো দেখে আপনাদের খিদে পাবে ।

খাবারের ছবিগুলো দেখে সত্যি খিদে পেয়ে গেল দাদা। প্রত্যেকটি খাবার বেশ লোভনীয়। খাবার সামনে রেখে ছবি তোলা সত্যি অনেক মুশকিল। তবে পিজ্জার রহস্য কিন্তু রহস্যই রয়ে গেল দাদা। কারন ডেটটাও দেখছি ১৪ই ফেব্রুয়ারি। আসল ঘটনা কি সেটা জানা বাকি রয়ে গেল দাদা।😅😅

 2 years ago 

দাদা এটা কি শুরু করলেন আপনি ?এত এত খাবারের ছবি একসঙ্গে দিলে কি ঠিক থাকা যায়? দেখেই তো খিদে পেয়ে গিয়েছে। সবগুলো খাবারই বেশ লোভনীয় লাগছে ।আর আপনি ঠিকই বলেছেন খাবারগুলো সামনে চলে এলে ছবি তোলার কথা আমারও মনে থাকে না ।গোল্ডেন ফ্রাই বাটার লবস্টার টা দেখতে বেশ চমৎকার লাগছে ।খেতে নিশ্চয়ই বেশ মজার হবে। সবগুলো আইটেমই বেশ লোভনীয় দেখাচ্ছে।

অনেকগুলো খাবারের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। কিন্তু মজার বিষয় যে সব ফটোগ্রাফি গুলোই অসাধারণ ছিল খাবার সবগুলোই খেতে ইচ্ছে করছে আমার যদি একটু দাওয়াত করতেন দাদা তাহলে কত মজা করে যে খেতাম সবগুলোই। ধন্যবাদ এত সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।শুভকামনা রইল দাদা সুস্থ থাকবেন ভালো থাকবেন।

Thank You for sharing...

 2 years ago 

কুকিজ আর পিজ্জা আমারও পছন্দের দাদা। খাবারের ফটোগ্রাফি দেখে বেশ মজা লাগছে । ভালো থেকো দাদা।

 2 years ago 

কোনটা রেখে কোনটা ভালো বলবো, সবগুলো খাবারই আমার বেশ পছন্দের। আমারও খাবারের তেমন একটা ছবি তোলা হয় না, আসলে ওই ধৈর্য টা একটু কম। সবগুলো খাবারই আমার বেশ ভাল লেগেছে তবে বেশি সুন্দর ছিল ভেজ ন্যুডলস স্যুপ, লাভ কুকিজ

 2 years ago 

দাদা এই রাতের বেলা সব বাদ দিলেও,চটপটি দেখে আর ভাল্লাগছেনা।যা খেতে ইচ্ছে করছে।

 2 years ago 

কয়দিন ধরে শরীর একটু খারাপ কোন কিছুর রুচি নেই, খাবার দেখলেই পেটে ব্যথা করে।তবে পিজ্জা আর ডালপুরি দেখে খুব খেতে ইচ্ছে করছে। ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর লাগছে।

Awesome dishes

খাবার গুলো দেখছি আর লোভ লাগছিলো।
গরম গরম আলুর চপ আমার সেই প্রিয়। আমি সকালে কাঁচা ছোলা খাই। খাবার গুলো দেখে খুবই ভালো লাগলো, কোন একদিন সময় করে খেতে যেতে হবে।

Thank You for sharing...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 61029.99
ETH 3375.14
USDT 1.00
SBD 2.48