"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো" -০১

in আমার বাংলা ব্লগ2 years ago


বহু আগে স্টিমিটে রেফারাল সিস্টেম ছিল । পরে, একটা হার্ড ফর্ক এনে এই রেফারাল সিস্টেমটাকেই তুলে দেওয়া হয় । কারণ ছিল খুব সম্ভবত abuse । কিন্তু, আমি মনে করি রেফারাল সিস্টেমটা তুলে না দিলে ভালোই হতো । বর্তমানে এফিলিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম । কোনো ব্র্যান্ড বা কোম্পানি বা পণ্য অথবা সার্ভিসকে দ্রুত সবার মধ্যে ছড়িয়ে দিয়ে এবং সেটিকে জনপ্রিয় করার একটা মার্কেটিং স্ট্রাটেজি এটি ।

সেই হিসেবে বলা যেতেই পারে স্টিমিটেও রেফারাল সিস্টেমটা রাখা খুব গুরুত্বপূর্ণ । কিন্তু, দুর্ভাগ্যবশতঃ সেটি না থাকার কারণে শুধুমাত্র "আমার বাংলা ব্লগ"-এর ইউজারদের জন্য এই সিস্টেমটি আনা হলো । প্রত্যেক মাসে আমাদের কমিউনিটিতে নতুন মেম্বার নেওয়া হয়ে থাকে শুধুমাত্র কমিউনিটির বর্তমান এক্টিভ মেম্বারদের রেফারারে । কিন্তু, এজন্য রেফেরাররা কোনো রিওয়ার্ডস পেতেন না । এটি ছিল ফ্রি রেফারাল সিস্টেম ।

কিন্তু, এই মাস থেকে আমরা প্রত্যেক একটিভ রেফারারের প্রতিটি ভ্যালিড ও ভেরিফাইড রেফারাল এর জন্য ৫ স্টিম করে পুরস্কার ঘোষণা করেছি । এই পুরস্কারটি দেওয়া হবে "আমার বাংলা ব্লগ"-এর মেইন কিউরেশন একাউন্ট থেকে । আমি মনে করি, এর ফলে স্টিমিট আরো দ্রুত মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়বে এবং খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করবে ।


"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো"

ফেজ : ০১

রেফারাল রিওয়ার্ডস : প্রত্যেক ভ্যালিড এবং ভেরিফায়েড মেম্বার এর জন্য ৫ স্টিম ওয়ান টাইম রিওয়ার্ড

রেফেরার হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফাইড এক্টিভ মেম্বার

ভ্যালিড রেফারাল হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফিকেশন লেভেল পাশ করতে হবে

লিমিট : একজন রেফেরার প্রত্যেক ফেজে একবারে সর্বোচ্চ ৫ জন কে রেফারাল করতে পারবেন


Phase-০১ এর ভ্যালিড রেফেরার ও রেফারেল এর তালিকা

ক্রমরেফেরাররেফারেল সংখ্যা
০১@vivv০৭
০২@ashik333০২
০৩@mahir4221০১
০৪@aflatun০১
০৫@marufhh০১
০৬@rabiul365০১
০৭@joynalabedin০১
০৮@sagor1233০১

:রেফারেল রিয়ার্ডস প্রদান সম্পন্ন :


ক্রমএমাউন্টরেফেরারমেমো
০১Transfer 5.000 STEEMto sagor1233ABB Referral Rewards
০২Transfer 5.000 STEEMto joynalabedinABB Referral Rewards
০৩Transfer 5.000 STEEMto rabiul365ABB Referral Rewards
০৪Transfer 5.000 STEEMto marufhhABB Referral Rewards
০৫Transfer 5.000 STEEMto aflatunABB Referral Rewards
০৬Transfer 5.000 STEEMto mahir4221ABB Referral Rewards
০৭Transfer 10.000 STEEMto ashik333ABB Referral Rewards
০৮Transfer 35.000 STEEMto vivvABB Referral Rewards

abb-ref-rewards.png



পরিশিষ্ট


প্রতিদিন ১৭৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৩য় দিন (175 TRX daily for 7 consecutive days :: DAY 03)


trx logo.png




টার্গেট ০৩ : ১,২২৫ ট্রন স্টেক করা


সময়সীমা : ০৭ আগস্ট ২০২২ থেকে ১৩ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ০৯ আগস্ট ২০২২


টাস্ক ২৪ : ১৭৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

১৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : de5446b7b01c115115b86f86d13aaad30f163243d51c064467c2f27b4eaf245d

টাস্ক ২৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  
 2 years ago 

এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং অবশ্যই ইউজারদেরকে মনে রাখতে হবে, একজন ভেরিফাইড ইউজার সর্বোচ্চ পাঁচজন কে রেফার করতে পারবে এবং যাকে রেফার করবে তাকে জেনে বুঝেই রেফার করবে এবং মানে তার দায়িত্ব নেবে এবং পরবর্তীতে সেই ইউজার যদি এখানে এসে, কোন প্রকার নিয়ম-কানুন ভঙ্গ মূলক কাজের সঙ্গে যুক্ত হয়, তাহলে সেই রেফার দাতা ব্যক্তিকেও কিন্তু জবাবদিহিতার তালিকাভুক্ত করা হবে ।

সর্বোপরি আমার বাংলা ব্লগ বিশ্বাস করে যে , আমার বাংলা ব্লগ ইউজারদেরকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে একদম বেশ পারদর্শী এবং তারা প্রতিনিয়তই সেই প্রমাণ করে যাচ্ছে নিখুঁতভাবে । যারা কমিউনিটিতে নতুন এসেছে এবং যারা রেফার দিয়েছে , তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ।

সর্বোপরি কৃতজ্ঞ , প্রতিষ্ঠাতার কাছে ।
তার এমন মহৎ উদ্যোগে , আমরা সত্যিই খুশি হয়েছি ।

ভালোবাসা রইল ।।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



I am new, I need help, pls

 2 years ago 

এই ধরনের মহৎ কাজ ও উদ্যোগকে অনুপ্রাণিত করবে সবাইকে। সত্যিই এস্টিমেট প্ল্যাটফর্মে এই ধরনের পরিকল্পনামাফিক অগ্র যাত্রা থাকলে আরো অনেক দূরে এগিয়ে যেত। দাদার এই মহৎ কাজের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ব্রান্ড প্রমোটের জন্য রেফারেল সিস্টেম টা আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ দাদা। আমার বাংলা ব্লগকে সকলের কাছে পৌঁছে দিতে প্রমোটার হিসেবে কাজ করা প্রত্যেক মেম্বারকে অনুপ্রানিত করতে আমার বাংলা ব্লগের এমন যুগোপযোগী উদ্যোগ নিঃসন্দেহে বিরাট ভূমিকা পালন করবে বলে আশা করি।
আমার বাংলা ব্লগ অনেক বড় একটা কমিউনিটি, যার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সকলের ধারণা দিতে এবং নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় ব্লগিং এ উৎসাহিত করতে এমন উদ্যোগ আসলেই প্রশংসার দাবিদার।
ধন্যবাদ দাদা।

দাদার এই মহৎ কাজ সবাইকে অনুপ্রাণিত করবে।অনেক সুন্দর একটি উদ্যোগ।এভাবে আমাদের কমিউনিটি একদিন অনেক দুর এগিয়ে যাবে।দাদার প্রতিটি উদ্যোগ সকল উইজারের মনোবল অটুট থাকবে ইনশাআল্লাহ। দাদা আপনার কোনো তুলনা হয় না।

 2 years ago 

দারুণ উদ্যোগ এতদিন অনেকেই প্রশ্ন করেছে কিভাবে ব্লগে যুক্ত হতে পারে এখন আমিও তাদেরকে সহযোগিতা করতে পারবো।ধন্যবাদ দাদা।

 2 years ago 

এই সিস্টেম টা খুবই ভালো,কিন্তু রেফারাল করার মত যোগ্য মানুষ পাওয়া বেশ দায়।

 2 years ago 

আপনার এই মহৎ উদ্যোগে আমি সাধুবাদ জানাই। এভাবে আমরা ভেরিফাইড মেম্বারদের দ্বারা ভালো ইউজার পাব এতে কোন সন্দেহ নাই। খুবই ভাল একটি উদ্যোগ নেয়া হয়েছে। সকলের জন্য শুভকামনা রইল।

ভাল একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে কমিউনিটি আরো দ্রুত বড় হবে।

 2 years ago 

সেরকম ভরসাযোগ্য কাউকে এখনো পায়নি বলে এই পরিবারে আমি এখনো কাউকে রেফার করিনি। তবে যেদিন বিয়ে করবো সেদিন আমার বউকে এই কমিউনিটির সদস্য হিসেবে যোগদান করতে উৎসাহ দিব 😉

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65053.86
ETH 3538.17
USDT 1.00
SBD 2.39