আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ০৭steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

আজকে আবারো হাজির হয়ে গেলাম আমার করা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে আপনাদের মাঝে । আজকে শেয়ার করতে চলেছি সপ্তম পর্ব । আশা করছি আগামীতে আরো বেশ কয়েকটি পর্বে আমার আরো কিছু বাছাই করা অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো ।



demon of death valley

"মৃত্যু উপত্যকার দানব" এই নামে অ্যাবস্ট্রাক্ট আর্টটির নামকরণ করা হয়েছে । মৃত্যু উপত্যকায় চারিদিকে ধ্বংসস্তূপের মাঝে শুধু রক্তের হোলিখেলা । কালো ধোঁয়ায় আদিগন্ত ঢাকা, সূর্য সেখানে বারোমাসই অস্তাচলে । প্রেম-ভালোবাসা, স্নেহ, দয়া-মায়ার লেশমাত্র নেই কোথাও । সুন্দর মুছে গিয়ে চারিদিকে শুধু কুৎসিত কদাকার ভয়ঙ্কর চেহারার দানব ঘুরে বেড়ায় । অপরিসীম ঘৃণা তাদের দু'চোখের মণিতে । হিংসায় অন্তর পরিপূর্ণ । ধ্বংস স্পৃহা আর জিঘাংসায় পূর্ণ তাদের হৃদয় । সেই রূপটিই এই অ্যাবস্ট্রাক্ট আর্টে ফুটিয়ে তোলা হয়েছে ।



a bird's eye view

পাখির চোখে পৃথিবী । ধরণীর অনেক উঁচুতে বাতাসে ডানা মেলা একটি পাখির চোখে মাটির পৃথিবী যে রূপে ধরা দেয় সেই রূপটিই এখানে অ্যাবস্ট্রাক্ট আর্টে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । সবুজ পৃথিবী পাখির চোখে এক অনাবিল অপূর্ব রূপে ধরা দেয় । আকাশের অনেক উঁচুতে উড়লেও তাই সে রূপ রসে ভরা অপূর্ব সুন্দর সবুজ এই মাটির পৃথিবীর টান উপেক্ষা করতে পারে না । তাই বারে বারে মাটির পৃথিবীর বুকেই সে ফিরে আসে ।



frigid kiss of death

মৃত্যুর হিমশীতল চুম্বন । "জন্মিলেই মরিতে হবে, অমর কে কোথা কবে ?" -- জন্মগ্রহণ করলে মৃত্যুও অবশ্যম্ভাবী । যে শিশু জন্মগ্রহণ করে সেই শিশুর মাঝে মৃত্যুর বীজ বপন হয়ে যায় জন্মগ্রহণের সাথে সাথেই । উষ্ণ জীবন কাটিয়ে জীবনের পড়ন্ত বেলায় এসে মৃত্যুর শীতল স্পর্শ পাওয়া অবশ্যম্ভাবী । মৃত্যু অমোঘ । মৃত্যুর হিমশীতল চুম্বন স্পর্শ এড়িয়ে যাওয়া তাই অসম্ভব ।



A Moonlit Night

"চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।
উছলে পড়ে আলো.
ও রজনীগন্ধা তোমার,
গন্ধসুধা ঢালো। ..."

জোৎস্না । আহা ! চাঁদের আলো আমার এতো ভালো লাগে যে বলবার নয় । চন্দ্রালোকিত রাত হলো পৃথিবীর গভীরতম সৌন্দর্যের রাত । মায়াবী জোৎস্নায় প্রকৃতির সব কিছুই অসাধারণ সুন্দর লাগে । ভালোবাসা আর প্রেমে পূর্ণ হয় হৃদয় । চন্দ্রালোকিত রাত আর রজনীগন্ধার সুবাস বেঁচে থাকার অনুপ্রেরণা জাগায় । আঃ জীবন কতই না সুন্দর !



destitution

"রিক্ততা" । চাঁদের আলোয় পত্রশূন্য রিক্ত এক বৃক্ষের ছবি । জীবনের শেষ প্রান্তে এসে আমরাও ঠিক এই ভাবে রিক্ত হয়ে পড়ি । নিঃসঙ্গতা আর রিক্ততা ঘিরে রাখে অহর্নিশ । জীবন্মৃত হয়ে বাকি জীবনটা কেটে যায় । রিক্ততা রিক্ততা - শুধুই শূন্যতা ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৯৮ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : bbbdc24f9716a4d95df8c131ccc0591085c91e011a4ef8b34e7fb76cc2163c55

টাস্ক ৩৯৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 11 months ago 

পাখির চোখে পৃথিবী এই অ‍্যাবস্ট্রাক্ট আর্টটা আমার কাছে অসাধারণ লেগেছে। হয়তো উপর থেকে পাখির চোখে পৃথিবী টা এইরকমই লাগে। মৃত্যু উপত‍্যকায় দানব এই আর্টটা চমৎকার ছিল দাদা। মৃত্যুর শীতলতম চুম্বন এই থিমটাও অসাধারণ ছিল। সবমিলিয়ে চমৎকার করেছেন আর্টগুলো দাদা। ধন্যবাদ আপনার অ‍্যাবস্ট্রাক্ট আর্টগুলো আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

পাখির চোখে পৃথিবী কেমন দেখায়! সবুজ শ্যামল পৃথিবী, দারুণ লাগলো দাদা এটা আমার কাছে। তাছাড়া পত্রশূন্য বৃক্ষের আর্টের কনসেপ্টটা দারুণ লাগলো। খুবই ডিপ লেভেলের চিন্তাভাবনা, যেগুলা সাধারণ পাবলিকের মাথায় আসা পসিবল না। একমাত্র আপনার দ্বারাই সম্ভব দাদা 🌼

 11 months ago 

"চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।
উছলে পড়ে আলো.
ও রজনীগন্ধা তোমার,
গন্ধসুধা ঢালো। ..."
জোৎস্না । আহা ! চাঁদের আলো

দারুন লিখেছেন দাদা। সত্যি দাদা আপনার শেয়ার করা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো যেমন সুন্দর তেমনি সুন্দর বর্ণনাগুলো। ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো অসাধারণ হয়েছে। প্রত্যেকটি আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে দাদা। এই আর্টগুলোর মাঝে অনেক গভীরতা লুকিয়ে আছে। দারুন সব ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 11 months ago 

বেশ ভাল লাগলো আপনার অ্যাবস্ট্রাক্ট আর্টগুলো। সুন্দর বর্ণনার জন্য বুঝতেও সুবিধা হলো। পাখি চোখে পৃথিবী ও "রিক্ততা" ছবি দুটো বেশি ভালো লাগলো আমার কাছে। এতো সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য ধন্য দাদা আপনাকে।

 11 months ago 

বাহ্! বরাবরের মতো আজকেও চমৎকার কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন দাদা। এই অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলোর দিকে গভীরভাবে তাকিয়ে থাকলে ভিন্ন রকম অনুভূতি কাজ করে মনের মধ্যে। প্রতিটি অ্যাবস্ট্রাক্ট আর্ট খুবই অর্থবহ। আমার কাছে পাখির চোখে পৃথিবী এবং রিক্ততা, এই অ্যাবস্ট্রাক্ট আর্ট দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 11 months ago 

দাদার আর্ট নিয়ে নতুন করে কিছুই বলার নেই, তবে আমি একটু কম বুঝি অ্যাবস্ট্রাক্ট আর্ট, কারন আমার মাথায় এসব একদমই ঢুকে না। তবে আজকের শেষের আর্টটা দারুণ মনে হয়েছে আমার নিকট এবং এর সাথে সাথে কথাগুলোও ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ

 11 months ago 

দাদা আর্টগুলো বরাবরের মতো আজও খুব ভালো লাগলো। আপনি সুন্দর বর্ননা তুলে ধরেছেন এজন্য আরো বেশী ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর সুন্দর আর্টগুলো শেয়ার করার জন্য।

 11 months ago 

দাদা আপনার তৈরি এই অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। আপনার অ্যাবস্ট্রাক্ট আর্টের পর্বগুলো দেখার আগে এই আর্ট সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। দাদা আপনি ঠিকই বলেছেন জন্ম হলে মরতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 11 months ago 

দাদা আপনার করা ডিজিটাল আর্ট গুলো যতই দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। কি দারুন আপনার ক্রেয়েটিভিটি। প্রতি আর্ট যেন একটি করে আলাদা ম্যাসেজ দিয়ে যাচেছ। অসাধারন লাগছে প্রতিটি ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47