মৃত্যুহীন প্রাণ

in আমার বাংলা ব্লগ5 months ago

Screenshot 2024-07-15 162022.png


আমি এখনো বিশ্বাস করি না আমার পিতার মৃত্যুতে,
কেননা পিতা তো কখনো মরে না, পিতাদের মৃত্যু নেই ।

আমার হৃদয়ে আমার পিতা চির ভাস্বর সতত বিরাজে ।

Sort:  

আমার সমবেদনা গ্রহণ করুন স্যার। ক্ষতি সহ্য করার তৌফিক দিন।

 5 months ago 

বাবার মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের। বাবা কখনো মরেন না। সন্তানের হৃদয়ে চিরকাল থেকে যান।

Congratulations, your post has been upvoted by @upex with a 42.68% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 5 months ago 

কিছু হৃদয় কখনো নির্জীব হয় না
কিছু আত্মা কখনো হারিয়ে যায় না
কিছু ভালোবাসা কখনো অম্লান হয় না
কিছু মানুষ কখনো পরাজিত হয় না
সময়ের সাথে-জীবনের সাথে
মিশে থাকে তারা-চিরঞ্জীব থাকে তারা।

I offer my condolences on the passing of your father and pray for his soul's happiness and a successful life in the hereafter. His journey in this world was only as long as God had destined for him.

I can understand your grief, and I request that you also pray for him, as he must have prayed for you many times in this world. Now, it's your responsibility to pray for him, as he only needs your prayers.

May Allah grant him a high rank in Jannat ul Firdous (the highest level of paradise). (Amen)

 5 months ago 

পিতা! তিনি তো থেকে যাবে আমৃত্যু,সন্তানের হৃদয়ে।তিনি হারাতে পারেন না, যিনি সন্তানকে দেখিয়েছেন পৃথিবীর আলো।

 5 months ago 

পিতারা সবসময়েই বেঁচে থাকে তার সন্তানের মাঝে। পিতারা বেঁচে থাকে সন্তানের ভালো কাজের সফলতায়।

 5 months ago 

আমি বিশ্বাস করি না পিতার মৃত্যুতে,
পিতারা তো কখনো মরে না, তাদের মৃত্যু নেই।
তারা চিরকাল আমাদের হৃদয়ে জাগ্রত থাকে,
আমাদের প্রতিটি সাফল্যে, প্রতিটি বেদনায়, প্রতিটি স্বপ্নে।

পিতার স্মৃতি হলো এক অনন্ত প্রদীপ,
যা আমাদের পথ প্রদর্শন করে নিরন্তর।
পিতার ভালোবাসা হলো এক অমূল্য ধন,
যা কখনো হারিয়ে যায় না, আমাদের সাথে থাকে চিরকাল।

আমার হৃদয়ে আমার পিতা চির ভাস্বর,
তার প্রতিটি কথা, প্রতিটি হাসি, প্রতিটি আদর।
আমি জানি, তিনি আমাকে দেখে হাসেন,
আমার প্রতিটি সফলতায়, প্রতিটি সুখের মুহূর্তে।

 5 months ago 

এটা ঠিক বলেছেন দাদা। পিতা-মাতার মরে না। তারা আমাদের স্মৃতিতে বেঁচে থাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96305.83
ETH 3315.31
USDT 1.00
SBD 3.19