দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০২

in আমার বাংলা ব্লগlast year (edited)


Copyright Free Image Source: PixaBay


কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে ।

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট


কুইজ :

০১. আচার্য জগদীশ চন্দ্র বোসের কোন বিখ্যাত যন্ত্রের সাহায্যে উদ্ভিদের যে প্রাণ আছে, তাদেরও যে সুখ দুঃখের অনুভূতি আছে সেটা প্রমাণ করেন ?

০২. পেনিসিলিনের আবিষ্কর্তা জলাতঙ্কের টীকা আবিষ্কার করেন সর্বপ্রথম । তিনি এক জন অল্প বয়সী বালকের উপরে এই টীকা সর্বপ্রথম প্রয়োগ করেন বালকটির বাবার প্রচুর অনুরোধের পর । কারো, তাঁর নিজের মনেই সন্দেহ ছিল যে এই টীকা মানব দেহে কার্যকর হওয়া নিয়ে । কিন্তু, অবাক ব্যাপার যে বালকটির প্রাণের আশা সবাই ছেড়ে দিয়েছিলো সে সুস্থ হয়ে ওঠে এই জলাতঙ্কের ইনজেকশনে । প্রশ্ন হলো আবিষ্কর্তার নাম কি এবং কোন প্রাণীর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন তিনি ?

০৩. ডাইনোসর, লোমশ গন্ডার, স্যাবোর টুথড টাইগার, লোমশ হাতি ম্যামথ । প্রাগৈতিহাসিক এই জানোয়ারগুলো বর্তমান বিশ্বে সম্পূর্ণরূপে বিলুপ্ত । অথচ, এমন কিছু জোরালো প্রমান মিলেছে যার ভিত্তিতে একদল প্রাণীতত্ববিদ ও গবেষকদের ধারণা এই সকল প্রাগৈতিহাসিক প্রাণী এখনো বিশ্বের অন্তত পাঁচটি স্থানে বিচরণ করছে যে স্থানগুলি এতটাই অগম্য যে কোনো সভ্য মানুষের পায়ের ছাপ পড়েনি এখনো । এই পাঁচটি স্থানের মধ্যে অন্তত দুটি স্থানের নাম বলতে হবে ।

০৪. ওপেনহাইমার আইনস্টাইনের পদার্থবিদ্যার ত্বত্তীয় সূত্রের আলোকে এটম বা পরমাণু ভাঙলে যে বিপুল পরিমান শক্তি নিগর্ত হয় এবং প্রলয়ঙ্কর ধ্বংসের সূচনা করে সেটি বুঝতে পেরেছিলেন । ম্যানহাটনের পরমাণু বোমা প্রজেক্টে তিনিই ছিলেন সর্বেসর্বা । মজার ব্যাপার হলো এই এটম ভেঙে পরমাণু বোমার বিধ্বংসী ক্ষমতার ইঙ্গিত তিনি পেয়েছিলেন একটি দার্শনিক গ্রন্থে । যদিও এটি একটি বিশেষ ধর্মের ধর্মগ্রন্থ, তবুও এটি বিশ্বে দার্শনিক বই হিসেবেই সমাদৃত । ম্যানহাটনের প্রথম পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণে তিনি এই গ্রন্থেরই একটি শ্লোক উচ্চারণ করেন এর ভয়াবহতা দেখে । বইটির নাম কি ? এটি তাঁর অত্যন্ত প্রিয় একটি গ্রন্থ ছিল এবং পুরোটাই মুখস্থ করেছিলেন ।

০৫. অস্ট্রেলিয়ায় সব সময় অদ্ভুত অদ্ভুত প্রাণী পাওয়া যায় । এমনই একটি অদ্ভুত প্রাণী আছে যাদের হাঁসের মতো ঠোঁট, মাছের মতো লেজ, কুকুরের মতো পায়ের আঙ্গুল, বিড়ালের মতো লোম আছে । এরা, উভচর প্রাণী । ডিম পাড়ে আবার বাচ্চাদের বুকের দুধ খাইয়ে পালন করে । অদ্ভুত এই প্রাণীটির নাম কি ?

০৬. ডোডোর মতো বিলুপ্ত । কথাটি অনেকেই বলে থাকে । এই ডোডো পাখি এক প্রকার ভারী, অতিকার উড্ডয়ন ক্ষমতাশূন্য পাখি ছিল । প্রশ্ন হলো কোন দ্বীপে ছিলো এদের আবাস এবং কি ভাবে এরা বিলুপ্ত হয় ?

০৭. "স্বর্গে ও মর্ত্যে এমন অদ্ভুত জিনিস আছে, হোরেশিও যা তুমি কল্পনাও করতে পারবে না ।" কার লেখা এটি ?

০৮. ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় আমরা জানি । কিন্তু, কোন স্তন্যপায়ী প্রাণী কখনোই ঘুমায় না ? তাদের ব্রেন অর্ধেক জাগ্রত থাকে সর্বদা ।

০৯. গ্রীক পুরানের এক দেবী যিনি সর্বদা নিজের রূপে নিজেই মোহিত থাকতেন । তাঁর নামানুসারে একটি বিশেষ মানসিক রোগ আছে । কি নাম সেটির ?

১০. পৃথিবীর কোন প্রাণীকে একবার উল্টিয়ে দিলে আর সোজা হতে না পেরে মারাই যায় শেষমেশ খাদ্যাভাবে ? এক সময় গ্যালাপোগাস দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় এখানে নোঙ্গর করে জাহাজের মাঝি মাল্লার দল এই নিষ্ঠুর খেলায় মেতে থাকতো । এক এক দিনে তারা কয়েক হাজার নিরীহ প্রাণীকে এই ভাবে জাস্ট উল্টে রেখে হত্যা করতো । দিনের পর দিন না খেতে পেয়ে শেষমেশ শুকিয়ে মৃত্যু হতো হতভাগ্য প্রাণীদের ।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৩য় দিন (325 TRX daily for 7 consecutive days :: DAY 03)


trx logo.png



সময়সীমা : ১৮ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৬৬ : ৩২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 3c52c7cf9713590a2a6d36fc40605e11cce9c9d3d96e8bc71d00b7887d2ef8e5

টাস্ক ৬৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  
 last year 

১.ক্রিস্কোগ্রাফ
২.লুই পাস্তুর,কুকুর কামড়ালে মানুষের যে জলাতঙ্ক হয় তার টিকা আবিষ্কার করেছিলেন
৩.সাউথপোল,আলাস্কা।
৪.ভগবদ গীতায়
৫.প্লাটিপাস
৬.মরিশাস দ্বীপে।মানুষের শিকারের কারনে।
৭.উইলিয়াম শেক্সপিয়ার
৮.ডলফিন।
৯.নার্সিসিজম
১০কচ্ছপ

 last year 

১.ক্রেস্কোগ্রাফ
২.লুই পাস্তর, মানুষের জন্য(কুকুর কামড়ালে যে রোগ হয়)
৩.সাউথপোল,আলাস্কা।
৪.ভগবত গীতা
৫প্লাটিপাস
৬.মরিশাস
৭.উইলিয়াম সেক্সপিয়ার
৮.ডলফিন
৯.নার্সিসজন
১০.কচ্ছপ

 last year 

১.ক্রেস্কোগ্রাফ
২.লুই পাস্তর, মানুষের জন্য(কুকুর কামড়ালে যে রোগ হয়)
৩.সাউথপোল,আলাস্কা।
৪.ভগবত গীতা
৫প্লাটিপাস
৬.মরিশাস দ্বীপ,মানুষের শিকারের কারণে
৭.উইলিয়াম সেক্সপিয়ার
৮.ডলফিন
৯.নার্সিসজন
১০.কচ্ছপ

 last year 

প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হল👇

১)উত্তরঃ ক্রিস্কোগ্রাফ
২)উত্তরঃ লুইস পাস্তুর।রাবিড কুকুর /জলাতঙ্ক হয় তার টিকা আবিষ্কার করেছিলেন।
৩)উত্তরঃসাউথপোল, আলাস্কা
৪)উত্তরঃবৈশেশিক সূত্র কনাদের।
৫)উত্তরঃপ্লাটিপাস
৬)উত্তরঃমরিসাস
৭)উত্তরঃশেক্সপিয়ার
৮)উত্তরঃডলফিন
৯)উত্তরঃ নার্সিসজন
১০)উত্তরঃকচ্ছপ

 last year 

🕉️
উত্তর:
১. এসকোনোগ্রাফ যন্ত্র ;
২. লুই পাস্তর, কুকুরের কামড়ের ফলে মানুষের যে জলাতঙ্ক হয়;
৩. আলাস্কা দ্বীপ এবং সাউথপোল;
৪. শ্রীমদ্ভগবদগীতা ;
৫. প্লাটিপাস;
৬. মরিশাস দ্বীপে। বিলুপ্তির প্রধান কারণ মানুষ সম্পর্কে নির্ভীকতা এবং প্রাকৃতিক দুর্যোগ, পর্তুগিজ নাবিকদের জাহাজে করে আনা সংক্রামক, ডাচ ক্ষুদার্থ নাবিকদের শিকার;
৭. উইলিয়াম শেক্সপিয়ার;
৮. ডলফিন/তিমি ;
৯. নার্সিসিজম;
১০. কচ্ছপ ।

 last year 

নাহ! আমি কোনদিনও সাধারণ জ্ঞানে দক্ষ ছিলাম না, কেন জানি আমার মাথা ঘুরায় এগুলো নিয়ে চিন্তা করলে। সবগুলো কুইজই আমার নিকট কঠিন মনে হচ্ছে, গুগল সার্চ না করে একটারও উত্তর দিতে পারবো না। গতবারতো যাও একটা পারছিলাম, এবার পুরাই ফেইল।

 last year (edited)

১.কিস্কোগ্রাফ
২.লুই পাস্তর,কুকুর কামড়ালে মানুষের যে জলাতঙ্ক হয় তার টিকা আবিষ্কার করেছিলেন।
৪ভগবত গীতা
৫.প্লাটিপাস
৬.মরিশাস দ্বীপে.মানুষের শিকারের কারণে
৭.উইলিয়াম শেক্সপিয়ার
৮.ডলস পারপয়েজ
৯.নার্সিসজন
১০.কচ্ছপ

 last year 

১. এসকোনোগ্রাফ যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের যে জীবন আছে তা তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন।

২. লুই পাস্তুর

৭ .উইলিয়াম সেক্সপিয়ার

 last year 

১.ক্রেসকোগ্রাফ
২.লুইস পাস্তুর, রাবিড কুকুর
৩.সাউথপোল, আলাস্কা
৪.বৈশেশিক সূত্র কনাদের।
৫.প্লাটিপাস
৬.মরিসাস
৭.শেক্সপিয়ার
৮.ডলফিন
৯.অ্যাফ্রোডাইট
১০.কচ্ছপ

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.10
JST 0.033
BTC 43410.74
ETH 2361.82
USDT 1.00
SBD 5.28