"আমার বাংলা ব্লগে" ভেরিফিকেশন পোস্ট করার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী

in আমার বাংলা ব্লগ3 years ago

logo.png


বিগত বেশ কিছুদিন ধরে আমাদের কমিউনিটিতে নতুন ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে । নতুনদের মধ্যে ম্যাক্সিমাম ইউজাররাই সঠিক ভাবে তাঁদের পরিচিতি মূলক পোস্ট (Introductory Post) করেছেন কিন্তু প্রায় সবাই তাঁদের একাউন্ট ভেরিফাই করতে ব্যর্থ হয়েছেন । আপনার পরিচিতি মূলক পোস্টটির মাধ্যমে আপনি খুব সহজেই "আমার বাংলা ব্লগে" নিজের ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারেন, তার জন্য আলাদা করে ভেরিফিকেশন পোস্ট করার দরকার নেই । জাস্ট কয়েকটি নিয়ম মেনে ইন্ট্রো পোস্টটি করুন আর "আমার বাংলা ব্লগে" ভেরিফাইড মেম্বার হয়ে যান ।


কেন করবেন ভেরিফিকেশন পোস্ট ?

"আমার বাংলা ব্লগ" কোনো fake একাউন্ট থেকে ব্লগিং করা সমর্থন করে না । আমাদের কমিউনিটির প্রত্যেক সাবস্ক্রাইবার-এর একটিমাত্র স্টিমিট আইডির পিছনে একজন মাত্র রিয়েল পারসন থাকা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই ভেরিফিকেশন সিস্টেম চালু করা ।

ভেরিফিকেশন পোস্ট না করলে "আমার বাংলা ব্লগে" পোস্ট curation করা হবে ?

এর উত্তর একেবারেই সিম্পল - "না" । একাউন্ট ভেরিফাইড না হলে ইউজারদের পোস্ট কোনো অবস্থাতেই কিউরেশন করা সম্ভব নয় ।

ভেরিফিকেশন পোস্ট করার নিয়মাবলী :

✯ "Steemit Newcomers" কমিউনিটি অথবা অন্য কোনো কমিউনিটিতে যদি আপনি অলরেডি ভেরিফাইড অথর হয়ে যান তবুও "আমার বাংলা ব্লগে" আপনাকে ভেরিফিকেশন পোস্ট করার মাধ্যমে ভেরিফাইড মেম্বার হতে হবে ।

✯ আপনার রেপুটেশন যদি ৮০ ও হয় কিন্তু "আমার বাংলা ব্লগে" নিউকামার হন তবে আপনার ভেরিফিকেশন পোস্ট করা বাধ্যতামূলক ।

✯ ভেরিফিকেশন পোস্টে স্পষ্ট করে আপনার সম্পূর্ণ ওরিজিনাল নাম, বয়স ও জাতীয়তা উল্লেখ করা বাধ্যতামূলক ।

✯ কোনো অবস্থাতেই ভেরিফিকেশন পোস্টে নাম, বয়স, জাতীয়তা ছাড়া আর কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক নয় ।

✯ আপনার রেফারারের নাম ও স্টিমিট আইডি প্রকাশ করা বাধ্যতামূলক । এখানে রেফারার বলতে বোঝানো হয়েছে "কার মাধ্যমে আপনি স্টিমিট ও আমার বাংলা ব্লগের সন্ধান পেলেন" । যদি কোনো ব্যক্তি বিশেষের সাহায্য ছাড়া স্টিমিট ও আমার বাংলা ব্লগের খোঁজ পান তবে সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা আবশ্যক ।

✯ যতটা পারেন বিস্তারিত ভাবে নিজের সম্পর্কে (প্রাইভেসী কভার করে) মেলে ধরুন ভেরিফিকেশন পোস্টে । আপনার স্কিল, পড়াশোনা, শখ, নিজের পূর্বের ব্লগিং অভিজ্ঞতা (যদি থাকে) ও নিজস্ব ক্রিয়েটিভিটি সম্পর্কে বিশদে মেলে ধরুন ।

✯ এক খন্ড সাদা কাগজে নিজের স্টিমিট আইডি, পুরো নাম ও তারিখ সহ "আমার বাংলা ব্লগ" লেখাটি লিখে সেটির সাথে একটি সেলফি তুলুন । এই সেলফিটি পরিষ্কার, হাই রেজল্যুশনের, চোখ অনাবৃত ও মুখের ৮০% visualized হতে হবে । চোখে সানগ্লাস সহ সেলফি গ্রান্ট করা হবে না । আর প্লাকার্ডের ভাষা অবশ্যই বাংলা হতে হবে এবং সম্পূর্ণ নিজের হস্তাক্ষরে । প্রিন্টেড কপি গ্রহণযোগ্য নয় ।

✯ ভেরিফিকেশনের পোস্টটিতে #abb-intro হ্যাশ ট্যাগটি ইনক্লুড করা বাধ্যতামূলক ।

✯ একাউন্ট ভেরিফাইড হওয়ার পরে "ভেরিফিকেশন পোষ্টের" কোনরকমের এডিটিং লক্ষ করা গেলে আপনার ভেরিফিকেশন স্টেটাস রিভোক করা হবে ।অতএব, এ ব্যাপারে এলার্ট থাকুন ।

✯ আপনার ভেরিফিকেশন পোস্টটি পাস করে গেলে আপনাকে "new member" রোল প্রদান করা হবে । এর পরে abb-school থেকে "Level 01" এচিভমেন্ট পাওয়ার পরে আপনাকে "verified member" ব্যাজ প্রদান করা হবে ।

✯ ভেরিফিকেশন পোস্টে পাস করার পরে আপনাকে অবশ্যই আমাদের কমিউনিটির discord সার্ভারে জয়েন করতে হবে । discord সার্ভারে ইনভাইটেশন লিংক : https://discord.gg/5aYe6e6nMW

✯ "আমার বাংলা ব্লগের" ডিসকর্ডে প্রথমেই আপনার স্টিমিট আইডির সাথে ডিসকর্ড আইডি লিংক আপ করিয়ে নেবেন ।

Sort:  
 3 years ago 

আমি দেখতে পাচ্ছি যে একজন যাচাইকৃত সদস্য হওয়ার জন্য আমাকে আরও কয়েকটি পদক্ষেপ নিতে হবে। 😫

স্টিমিটের সদস্য হতে পোস্ট করতে কতকত কি করতে হবে তাইতো জানিনা।খুব কঠিন লাগে ব্যাপারগুলো।শুরু হতে শেষ পর্যন্ত কিকি করবো তা কিভাবে জানবো?প্রথমে নিউকামার্স কমিনিউটিতে ইন্ট্রোপোস্ট করতে হবে।তা করেছি।এচিভমেন্ট ১। আর কি কি করবো?আমি জানতে চাই প্রতিটা কমিউনিটি তেই কি ইন্ট্রোপোষ্ট করবো?কখন আমি যেকোন কমিউনিটিতে পোস্ট করতে পারব?আপভোট,কিউরেশন,আরো কতকত নিয়ম বুঝিনা।কোন স্টেপবাই স্টেপ আগাতে হয়।

 3 years ago 

নতুন সদস্যদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। আমার বাংলা ব্লগে যারা নতুন সদস্য এসেছেন তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছে আমার মনে হয় এই পোষ্টটি তাদের সকল প্রশ্নের একমাত্র সমাধান। আইডি ভেরিফিকেশন সম্পর্কে খুব সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর উপস্থাপন করা হয়েছে। এই পোষ্টটি ভেরিফিকেশন পোষ্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি নতুন সদস্যরা সকল নিয়ম কানুন মেনে ভেরিফিকেশন পোষ্ট করবে। সকলের জন্য শুভকামনা রইলো।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর ভাবে নতুনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন। গুরুত্বপূর্ণ বিষয়টি আমার কাছে স্বচ্ছ ও শৃংখলাবদ্ধ বলে মনে হয়েছে। এতে করে নতুনরা অনেক অনেক উপকৃত হবে।

 3 years ago 

সত্যিই অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন দাদা নতুনদের উদ্দেশ্যে, এই পোস্টটি পেয়ে নতুনরাও উপকৃত হবে এবং আমার বাংলা ব্লগ তার স্বচ্ছতা ধরে রাখতে পারবে।

 3 years ago 

Helpful information. Thanks 👍

 3 years ago 

তথ্যবহুল পোস্ট। আশাকরি নতুন ইউজারদের জন্য কাজে লাগবে । শুভেচ্ছা রইল সকলের জন্য।

 3 years ago 

ধন্যবাদ দাদা আপনার এই পোস্টটা থেকে নতুন যারা আসছে তাদের পক্ষে অনেকটা সুবিধা হবে ভেরিফিকেশন পোস্ট করতে। আর আমাদের সুবিধা হবে নতুন যারা আসছেন তাদেরকে সঠিকভাবে চিনে নিতে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64886.88
ETH 3516.64
USDT 1.00
SBD 2.37