"আমার বাংলা ব্লগের" অ্যাডমিন প্যানেলে রদবদল

দেখতে দেখতে আমাদের সবার প্রিয় "আমার বাংলা ব্লগ"-এর বয়স দু'মাস অতিক্রম করে ফেললো । এই দুই মাসে কমিউনিটি যথেষ্ঠ গ্রোও করেছে , প্রচুর নতুন ব্লগার আমাদের সাথে যুক্ত হয়েছেন । শুরুতে ছিলাম কেবল ৮-১০ জন । এখন ৬০০ পার করে ফেলেছি । আমাদের কমিউনিটির এই উত্তরোত্তর বৃদ্ধিতে আমাদের কমিউনিটির পরিচালনা পর্ষদের উপর যথেষ্ঠ প্রেশার পড়ছে । সাথে আছে আবার discord চ্যানেল । সেখানেও প্রচুর কাজ , কারণ ওখানেও দিন দিন পপুলারিটি বাড়ছে । এই সব দিক বিবেচনা করে আমি "আমার বাংলা ব্লগ"-এর ফাউন্ডার নতুন পরিচালনা পর্ষদ গঠন করার তাগিদ অনুভব করছি । কমিউনিটি প্লাস discord - দুটোই সুচারুভাবে পরিচালনা করতে নতুন অ্যাডমিন প্যানেল গঠন করা ছাড়া আর কোনো উপায় দেখি না । তাই আমাদের কমিউনিটি সঠিকভাবে পরিচালনা করার জন্য আমি "ফ্যান্টম" নতুন পরিচালনা পর্ষদ গঠন করে তার ঘোষণা করলাম :
আমাদের নতুন অ্যাডমিন প্যানেল
ID | Designation | Role |
---|---|---|
@rme | Founder | Infrastructure development & all programming works |
@blacks | Executive Admin | All administrative works |
@rex-sumon | Admin Quality Controller | Control the quality of entire community |
@hafizullah | Admin Bangladesh Region | All administrative works in Bangladesh region |
@moh.arif | Admin Bangladesh Region | All administrative works in Financial field of steemit in Bangladesh region |
@shuvo35 | Admin Bangladesh Region | All administrative works in Social Networking |
@winkles | Admin India Region | All administrative works in India region |
@rupok | Community Moderator | All moderation works within community & discord |
@amarbanglablog | Main Curator | Curation of all posts in the community |
@curators | Secondary Curator | External curator of the community |
@royalmacro | Secondary Curator | External curator of the community |
@photoman | Secondary Curator | External curator of the community |
@shy-fox | Extreme Curator | External curator of the community |
@endplagiarism04 | Steemit Watcher | Abuse Checker of the Community |
উপরের লিস্টে সবার পদ ও ভূমিকা উল্লেখ করা হলো । সবার কাছ থেকে সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করছি । নতুন এডমিনদের সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হলো । আশা করছি আপনারা আপনাদের কাজের প্রতি সৎ থেকে আমাদের কমিউনিটি কে আরো এগিয়ে নিয়ে যাবেন ।
সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই :)
আমি আমার জাইগা থেকে সর্বোচ্চ টা দেওয়ার চেষ্টা করব, কমিউনিটি কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করছি আমরা একদিন ওই পজিশনে যাব, যখন steemit মানেই বাংলা ভষা-ভাষী মানুষ বুঝবে "আমার বাংলা ব্লগ" কে।
নতুন এডমিন মডারেটর এবং সকল নির্বাচিত বন্ধুদের অসংখ্য শুভকামনা এবং অভিনন্দন আমার বাংলা ব্লগ এ । কিন্তু @photoman @curators @royalmacro এরা তো #beautyofcreativity তে দেখাশুনা করে। এখন বিউটি অফ ক্রিটিভিটি কমিউন এর অবস্থা কি হবে??
@rme
ওগুলো সব আমার আন্ডারে । বিউটি অফ ক্রিয়েটিভিটি আগে যেমন চলছিল তেমনি চলবে । নো প্রব্লেম ।
ওকে তাহলে নো প্রবলেম। কেননা আমি খুব আগ থেকেই বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটিতে রেগুলার কাজ করে আসছি। এবং পরে আমার বাংলা ব্লগ এ। সুতরাং দুইটি কমিউনিটির উপরে মায়া পড়ে গেছে
আমার বাংলা ব্লগ এর সকল এডমিন ও মডারেটরদের অভিনন্দন।
"আমার বাংলা ব্লগ " এর সকল এডমিন প্যানেলের সকল মেম্বারকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা খুবই সুন্দর ভাবে কমিউনিটি পরিচালনা করছে এবং করবে বলে আশা রাখি।
অনেক অনেক শুভ কামনা তাদের জন্যে
অভিনন্দন আমার বাংলা ব্লগ কমিউনিটি দায়িত্ব কর্তব্যরত সদস্যবৃন্দকে। শুভকামনা রইল আমার বাংলা ব্লগ কমিউনিটি জন্য।
আমি সবার সাথে সদয় ব্যবহার করবো, কমিউনিটির সকল নিয়ম নিতি মেনে চলবো। আমার বাংলা কমিউনিটির সবার জন্য শুভ কামনা রইলো।
দাদার সিদ্ধান্ত নিপুণতার ছোঁয়া রয়েছে। সবাই খুবই স্বচ্ছতার সাথেই কাজ করবে। কমুনিটির সকল নির্দেশনা মেনে। সকল এডমিন ও মডারেট এর সাথে ভালো আচরণ বিধি বজায় রাখবে সবাই এই আশা রাখি। ধন্যবাদ দাদা।
আমি খুব আগ্রহ নিয়ে এই কমিউনিটি তে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস এই কমিউনিটি একদিন অনেক বড় হবে। এই কমিউনিটি সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইলো। সবার জন্য শুভ কামনা। ধন্যবাদ দাদা আপনাকে।
নতুন পরিচালনা পরিষদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা রইল সকলের জন্য।আশা করি সবাই সততা ও নিষ্ঠার সাথে করে যাবে।
আমার বাংলা ব্লগের সকল মডারেটরদের জন্য শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ ভাই। নতুন পরিচালনা পরিষদের ওপর অর্পিত দায়িত্বশীল ভাইদের স্বাগত। আমি এই কমিউনিটির সকল নিয়ম সঠিম ভাবে পালন করবো এবং সকলের সঙ্গে সদয় ব্যবহার করবো এবং অন্যদের উৎসাহিত করে কমিউনিটির সঙ্গে কাজ করে জাবো ইনশাআল্লাহ। আমার জন্য আর্শিবাদ করবেন।
সবার প্রতি শুভকামনা রইল। আশা করি কমিউনিটির মেম্বার রা তাদেরকে সহযোগী করবেন।
আমার বাংলা ব্লগের সন্মানিত পরিচালনা পর্ষদ কে জানাই আন্তরিক অভিনন্দন
বাগুস সায়া সুকা সেকালি দেঙ্গান আদান
নামা নামা ইয়াং সুদাহ সংক্ষিপ্তকিন্তু
সায়া সাঙ্গত সেনাং ❤️👍
আপনি আপনার কমেন্ট বাংলায় অনুবাদ করে লিখুন।
সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা 🙂
সাফল্য এই প্রিয় সম্প্রদায়তৈরি করে চলেছে
সবার জন্য অনেক শুভকামনা 🥰
শুভকামনা রইল আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য
নতুন এডমিনদের জন্য শুভ কামনা রইলো।
দাদা আমার উপর অর্পিত দায়িত্ব আমি সর্বোচ্চ নিষ্ঠার সহিত পালন করার চেষ্টা করবো। যে বিশ্বাস, আস্থা আপনি আমার উপর রেখেছেন আমি তার প্রতিদান দেয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।
আমার বাংলা ব্লগকে আরো গতিশীল করার জন্য যে প্যানেল গঠন করা হইছে তাদের সবাইকে অভিনন্দ। এই কমিউনিটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি।
দাদা ডিসেন্ট্রালাইজ করেছেন। আশা করছি সবাই সবার জায়গা থেকে এডমিন এর দায়িত্ব পালন করে আমাদের কমিউনিটি কে এগিয়ে নিয়ে যাবেন। সবার জন্য অভিনন্দন ও অনেক শুভ কামনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দরভাবে নতুন পরিচালনা পরিষদ গঠন করে তার ঘোষণা করলেন।
আমাদের পরিচালনা পরিষদের সকলের জন্য থাকলো আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
ভালোবাসা অবিরাম।
এডমিন প্যানেলের সকল নবনির্বাচিত এডমিন এবং মডারেটরদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং সেইসাথে আমি এটা বিশ্বাস করি যে আপনারা আপনাদের যার যার দায়িত্ব সৎ ও নিষ্ঠার সহিত সঠিকভাবে পালন করবেন।
আমি কৃতজ্ঞ। সঠিক ভাবে বিশ্লেষণ করে দায়িত্ব ভাগ করে দেওয়ার জন্য। সকলের জন্য শুভেচ্ছা রইল।
আমার বাংলা ব্লগ এর সকল এডমিন ও মডারেটরদের অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভ কামনা রইলো 🥀
"আমার বাংলা ব্লগের" সকল এডমিন ও মডারেটরদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আশা করি, এভাবেই নিষ্ঠা ,স্বচ্ছতার সহিত এগিয়ে যাবে আমাদের কমিউনিটি।ধন্যবাদ সবাইকে।
সকল অ্যাডমিনদের প্রতি শুভ কামনা রইল
আমার বাংলা ব্লগের সকল সম্মানিত এডমিন ও অন্যান্য সদস্যদের কে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তারা সর্বদা এই কমিউনিটির জন্য ভালো কিছু করবেন। এবং এই কমিউনিটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলকে সহযোগিতা করবেন। সকলের জন্য শুভকামনা।
আমার বাংলা ব্লগের অ্যাডমিন প্যানেলের নির্বাচিত সকল শ্রদ্ধেয় ভাইদের আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।আপনারাই এই কমিউনিটির বর্তমান এবং ভবিষ্যৎ।আশা করছি আপনাদের মাধ্যমেই এই কমিউনিটি আরো অনেক অনেকদূর পর্যন্ত এগিয়ে যাবে।
নির্বাচিত সকলকে স্বাগতম এবং অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা প্রকাশ করছি।❤️
দাদা অনেক ধন্যবাদ এভাবে সবার নামগুলো সুন্দর ভাবে দিয়ে দিলেন।এতোদিন আমি নিজেই একটু ভাবনায় ছিলাম যে কে কি এখানে।এখন আর কোনো সমস্যা হবেনা।
নির্বাচিত সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি এই কমিউনিটি আরো অনেক বেশি সুন্দর এবং উপকৃত একটি প্ল্যাটফর্ম হবে আমাদের জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া.....এবং সকল এডমিন মডারেটরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন....❤️❤️
নতুন এডমিন মডারেটর দের অভিনন্দন! নতুন রদবদলের মাধ্যমে এই কমিউনিটি এগিয়ে যাবে বহুদুরে!
অনেক অনেক অভিনন্দন সব এডমিনদের। আশা করি আমাদের সব ভুলত্রুটি এডমিনগণ শুধরে দিবেন আর আমরাও অবশ্যই সব ধরণের ভুলত্রুটি থেকে দূরে থাকার চেষ্টা করবো।
নতুন এ্যাডমিন সকল সদস্যদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমি আমার প্রিয় আমার বাংলা ব্লগের সকল নিয়ম নীতি মেনে চলবে।আর ভালো কিছু দেওয়া চেষ্টা করবো।আমার বাংলা ব্লগ অনেক দুর এগিয়ে যাক ।এই প্রার্থনা করি ঈশ্বর কাছে।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।আমি মনে করি আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে একটু নিয়মকানুনগুলো মেনে চলি তাহলে সবার পথ চলতে অনেক সুবিধা হবে অ্যাডমিন প্যানেল ও মডারেটরদের অনেক সুবিধা হয়ে থাকবে তাই আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে নিয়মকানুনগুলো মেনে চলা এবং সবসময় একটিভ থাকা
নতুন এডিমন ও মোডেটর ভাইদের রইলো শুভ কামনা ও এক সাথে কাজ করার আত্মবিশ্বাস ।
ভরসা রাখার জন্য ধন্যবাদ দাদা, আমার বাংলা ব্লগ আমাদের কমিউনিটি। আর এটা এখন শুধু কমিউনিটি না বরং একটি পরিবারের মতো। সুতরাং আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে এই পরিবারের বন্ধন ঠিক রাখার।