শারদীয়া দুর্গোৎসব ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৩

in আমার বাংলা ব্লগ2 years ago


এবছরে ষষ্ঠীর থেকে সপ্তমীর দিনই বেশি ঠাকুর দেখেছি আমরা । ষষ্ঠীর দিনে আমাদের এদিকে সন্ধ্যা থেকেই গুঁড়ি গুঁড়ি বেশ খানিকটা বৃষ্টি হয়েছিল । তাই আর বেশি ঘুরতে পারিনি । পুজোর এ কয়টা দিন আবার ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছি । ফলে, হঠাৎ বৃষ্টিতে ঝামেলায় পড়ে গিয়েছিলাম ।

পরের দিন সপ্তমীতে মোটামুটি ভালোই দেখেছি ঘুরে ঘুরে । আমাদের পাড়া দেখে পার্শ্ববর্তী আরো অনেকগুলো পাড়ায় সন্ধ্যা থেকে রাত নয়টা অব্দি ঘুরে ঘুরে প্রচুর ঠাকুর দেখেছি । বিচিত্র সব মণ্ডপ আর বিচিত্র তাদের কারুকাজ, আলোকসজ্জা, দূর্গা প্রতিমা ।

কোনো কোনো মণ্ডপের থিম পুজো হচ্ছে, আবার কোনো কোনটায় সাধারণভাবে হচ্ছে । থিম পুজো গুলো এক একটা থিম কে কেন্দ্র করে সেই অনুযায়ী সাজসজ্জা করে থাকে । এই পুজো মণ্ডপগুলো তৈরিতে প্রচুর খরচ হয় । কোটির উপরে । এবছরে থিম পুজো মন্ডপগুলোতে উপচে পড়া ভীড় ছিল । তাই, আমি সযত্নে এসব ভীড়ের পুজো মণ্ডপগুলিকে পরিহার করে গিয়েছি ।

যেখানে যেখানে লাইন না দিয়ে পুজো দেখতে হয় সেখানে সেখানে গিয়ে দেখেছি । টিনটিন গরম আর ভীড় খুবই ডিজলাইক করে । আমিও সেম । ভীড় একদমই পছন্দ করি না । তাই, মোটামুটি ধরণের পুজো প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখেছি এবার । বড় জাঁকজমকপূর্ণ পুজো প্যান্ডেলগুলোতে যাইনি ।

তো চলুন দেখে নেওয়া যাক আজকের শারদীয়া দুর্গোৎসব ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৩


পুরোনো কলকাতার রাস্তার মতো মণ্ডপে ঢোকার পথটা করেছে । আগেকার দিনে কলকাতার রাস্তায় গ্যাসের আলো জ্বলতো । কাঁচ দিয়ে ঘেরা এই ধরণের বাতির মধ্যে থাকতো গ্যাসের আলো । খুব একটা জোরালো ছিল না সেগুলি । তাই আলো আঁধারির একটা আবছায়া রহস্যময় পরিবেশ থাকতো কলকাতার অলি-গলিতে ।

তারিখ : ০২ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মণ্ডপে ঢোকার পথের দু'ধারের আলোসজ্জা । পুরোনো কলকাতার রাস্তার ধারের সেই গ্যাসের বাতিদান ।

তারিখ : ০২ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মণ্ডপের ভিতরে পুরোনো কলকাতার আবহ । আগেকার দিনের পুজোর মতো সাজসজ্জা ভেতরে । শুধুমাত্র দূর্গা প্রতিমাখানি আধুনিক ঢংয়ে তৈরী করা হয়েছে ।

তারিখ : ০২ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩৭৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৪র্থ দিন (375 TRX daily for 7 consecutive days :: DAY 04)


trx logo.png



সময়সীমা : ০২ অক্টোবর ২০২২ ২০২২ থেকে ০৮ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ০৫ অক্টোবর ২০২২


টাস্ক ৮১ : ৩৭৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 2bcedc6e513b06e4fdbfb2a76ab9daea0c12d8750cf55e56233bf2cecec16a36

টাস্ক ৮১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আজকে শেষ বিকালেও অনেকক্ষণ মুষলধারে বৃষ্টি হয়েছিল। তাই সন্ধ্যার সময় ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও আর যাওয়া হয়নি। এই কিছুক্ষণ আগে ওই দিকটা ঘুরে বাসায় আসলাম। শেষসময়ের এই দৃশ্য গুলো আমার খুব ভালো লাগে। যাইহোক দাদা আপনার আজকের পূজা মন্ডপের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। পুরনো দিনের সাজসজ্জার মাঝে আধুনিক ঢংয়ে দুর্গা প্রতিমা। সব মিলিয়ে বেশ ভালই লাগছে।
ধন্যবাদ দাদা, ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

You're a good person, at times like this you give your driver time off, where he can rest. We don't expect rain, it could be when it's sunny it will suddenly rain. That's what I'm experiencing right now, where in the past few days in my area it was raining heavily, due to the heavy rain, several areas of mine had to be flooded.

 2 years ago 

আমাদের এদিকে আজ বাদে বাকি তিনদিনই বৃষ্টি হয়েছে।বৃষ্টিতে ভিজে পুজো দেখে আজ জ্বরে পড়েছি।আমাদের এদিক থিম পুজা হয়না।তাই আপনাদের পোস্টের মাধ্যমে দেখে মন কে শান্তনা দেই।ধন্যবাদ দাদা আমাদের সাথে সুন্দর মন্ডপটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমরা যেদিন গিয়েছিলাম ঐদিন অবশ্য বৃষ্টি হয় নি , তবে ভীড় লেগে ছিল আমাদের এখানেও শহরের মন্দির গুলোতে । তবে আমি তাও ভালোই উপভোগ করেছিলাম সময়টা । আপনার ফটোর এই প্যান্ডেলের কারুকাজ বেশ সুন্দর, অনেকটা সময় আপনার ছবি গুলো দেখলাম ভাই , বুঝতে পারছি বেশ ভালোই উপভোগ করেছেন সময়টা ।

 2 years ago 

দাদা কাঁচ দিয়ে ঘেরা এই ধরণের বাতির মধ্যে যে গ্যাসের আলো জলতো সেটা আমি আজকে আপনার পোষ্ট পড়ে জানলাম। অনেক আগে ঢাকার রাস্তার মধ্যে এমন বাতি দেখা যেত। এখন আর দেখা যায় না। এখন বৈদ্যতিক লাইট জলে। ধারুন একটি তথ্য জানতে পারলাম। ধন্যবাদ দাদা।

বেশ ভালই ঘোরাঘুরি করছেন দেখা যাচ্ছে। তবে আপনাদের বুদ্ধিটা খুব ভালো হয়েছে। জাঁকজমকপূর্ণ বড় মণ্ডপ গুলিতে ভিড় থাকে অনেক বেশি। বেশি ভিড়ের ভেতর না যাওয়াই ভালো। তাহলে ঘোরাফেরা করার মজাটা আর পাওয়া যায় না।

 2 years ago 

অনেক ভাল লাগলো দাদা, পরিবেশটা খুব সুন্দর। ভীড় আসলে আমারও পছন্দ নয়। শান্তিপ্রিয় মানুষ শান্ত পরিবেশই পছন্দ করে। 🥰 🥰শেয়ার করেছেন, তাই দেখতে পেলাম, বেশ ভাল লাগলো। সবাই সুস্হ থেকে পূজোর সময়টা কাটান এটাই কামনা করি। 🙏😊 অনেক অনেক ভাল থাকবেন পরিবারের সবাইকে নিয়ে। ধন্যবাদ দাদা। 🙏

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.040
BTC 92600.29
ETH 3225.61
USDT 1.00
SBD 8.08