"আমার বাংলা ব্লগ" এর বর্তমান অ্যাডমিন এবং মডারেটেডের পদ ও দায়িত্ব সম্পর্কে সংক্ষিপ্ত রেখাপাত

in আমার বাংলা ব্লগ3 years ago

logo.png


"আমার বাংলা ব্লগ" এর বয়স এখন ১১ মাস । এই দীর্ঘ এগারো মাসে "আমার বাংলা ব্লগ" বেশ বড় হয়েছে । নিত্য নতুন ব্লগার যুক্ত হচ্ছেন এখনো প্রত্যেক মাসে । অলটাইম ২০০+ অথর এবং ৩,০০০+ subscribers একটিভ রয়েছেন আমাদের কমিউনিটিতে । এছাড়াও, স্টিমিট কমিউনিটি'র পাশাপাশি রয়েছে আমাদের ডিস্কর্ড কমিউনিটি, ফেইসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল । সেখানেও প্রচুর একটিভ ইউজার রয়েছেন । এই মুহূর্তে ডিসকোর্ডে আমাদের ৭০০+ ইউজার এবং টেলিগ্রামে ৭০+ একটিভ ইউজার রয়েছেন ।

"আমার বাংলা ব্লগ" এর দিন দিন এই উত্তরোত্তর বৃদ্ধিতে কমিউনিটির পরিচালনা পর্ষদের উপর বেশ চাপ পড়ছে । এছাড়াও রয়েছে ইউটিউব, টুইটার, ফেইসবুক, টেলিগ্রাম এবং ডিসকর্ড । সেখানেও যথেষ্ঠ প্রেশার আছে অ্যাডমিন এবং মডারেটরদের উপরে , কারণ ওখানেও দিন দিন পপুলারিটি বৃদ্ধি পাচ্ছে ।

বিগত সপ্তাহে "আমার বাংলা ব্লগ" এ নতুন একজন মডারেটর নেওয়া হয়েছে । @swagata21 হলেন "আমার বাংলা ব্লগ" এর নতুন মডারেটর । মূলত কমিউনিটি'র মডারেশন প্যানেল-কে সহায়তা করার জন্যই নতুন মডারেটর নিয়োগ দেওয়া হয়েছে ।

আমাদের কমিউনিটি'র সকল সাধারণ সদস্যদের জ্ঞাতার্থে কমিউনিটি'র পরিচালনা পর্ষদ ও কমিউনিটিতে তাঁদের ভূমিকার উপরে একটি সংক্ষিপ্ত আলোকপাত করা হচ্ছে এখন ।


আমাদের অ্যাডমিন প্যানেল


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@amarbanglablogMain CuratorCuration of all posts in the community
@shy-foxExtreme CuratorExternal curator of the community
@curatorsSecondary CuratorExternal curator of the community
@royalmacroSecondary CuratorExternal curator of the community
@photomanSecondary CuratorExternal curator of the community
@abb-schoolSteemit SchoolLearning Point of Steemit
@winklesAdmin India RegionAll administrative works in India region
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in "rewards section" in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking
@kingporosCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 2
@rupokCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 1
@alsarzilsiamCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 3
@tangeraCommunity ModeratorAll moderation works within community & discord, Supervision of "Support deprived users"
@nusuranurCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 4
@ayrinbdCommunity ModeratorAll moderation works within community & discord, Newbie Guide
@swagata21Community ModeratorAll moderation works within community & discord, Newbie Guide
@endplagiarism04Steemit WatcherAbuse Checker of the Community

@rme : স্টিমিট কমিউনিটি এবং ডিস্কর্ড কমিউনিটি'র সকল প্রকারের অবকাঠামোগত উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন ।

@blacks : স্টিমিট ও ডিস্কর্ড কমিউনিটি'র সকল প্রকারের এডমিন্সট্রেশন ওয়ার্কস এর দায়িত্বে আছেন ।

@amarbanglablog : মেইন কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@shy-fox : এক্সট্রিম কিউরেটর আমার বাংলা ব্লগের ।

@curators : সেকেন্ডারি কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@royalmacro : সেকেন্ডারি কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@photoman : সেকেন্ডারি কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@abb-school : স্টিমিট সম্পর্কে খুঁটিনাটি সব শিক্ষা প্রদানের লক্ষ্যে এই একাউন্টটি । লেকচার শিট প্রকাশ করা থেকে শুরু করে এবিবি স্কুলের সকল শিক্ষার্থীদের পোস্ট কিউরেশন করা হয় এই একাউন্ট থেকে ।

@winkles : @blacks এর আন্ডারে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া এবং ভেনিজুয়েলা রিজিয়নের সর্বেসর্বা তিনিই । ভারত সহ উক্ত রিজিয়নে সকল প্রকারের এডমিন্সট্রেটিভ কাজের দায়িত্বে রয়েছেন তিনি ।

@hafizullah : @blacks এর আন্ডারে বাংলাদেশ রিজিয়নের সর্বেসর্বা তিনিই । বাংলাদেশ রিজিয়নে সকল প্রকারের এডমিন্সট্রেটিভ কাজের দায়িত্বে রয়েছেন তিনি ।

@rex-sumon : স্টিমিট কমিউনিটি'র কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্বে রয়েছেন তিনি । abuse চেক করা থেকে যে কোনো ধরণের লো কোয়ালিটি ও কপিরাইট প্রোটেক্টেড ইস্যু'র পর্যবেক্ষণ ও সমাধানের লক্ষ্যে নিয়োজিত আছেন বর্তমানে ।

@moh.arif : স্টিমিট কমিউনিটি'র যাবতীয় রিপোর্ট তৈরী ও প্রকাশের দায়িত্বের রয়েছেন । এরই সাথে কমিউনিটি'র রিয়ার্ডস উইথড্রয়াল এর প্রশিক্ষক ও পর্যবেক্ষককের দায়িত্বে নিয়োজিত আছেন ।

@shuvo35 : স্টিমিট ও ডিসকোর্ড এর যাবতীয় সোশ্যাল নেটওয়ার্কিং এবং অনলাইন মিটিং, হ্যাংআউট, ডিসকাশন এ গুলো সুষ্ঠুভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং ডেভেলপমেন্ট এর দায়িত্বে নিয়োজিত রয়েছেন ।

@kingporos : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ২ এ ক্লাস নেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন ।

@rupok : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ১ এ ক্লাস নেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন ।

@alsarzilsiam : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ৩ এ ক্লাস নেওয়ার দায়িত্বে এবং কমিউনিটি'র ফেসবুক গ্রূপের অ্যাডমিন হিসেবে নিয়োজিত আছেন ।

@tangera : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি "সাপোর্ট বঞ্চিত সদস্যদের সাপোর্ট নিশ্চিত করা"-র সুপারভিশনের দায়িত্বে নিয়োজিত আছেন । যে সকল ইউজার নিয়মিত কোয়ালিটি পোস্ট করেও সপ্তাহে মাত্র ১ টি বা শূন্য সাপোর্ট পাচ্ছেন তাঁদেরকে ফাইন্ড আউট করা ও সপ্তাহন্তে রিপোর্ট পাবলিশ করার দায়িত্ব পালন করছেন বর্তমানে ।

@nusuranur : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ৪ ক্লাস নেওয়ার দায়িত্বে, নতুন এবং পুরোনো ইনাক্টিভ ইউজারদের পোস্ট কোয়ালিটি চেক এবং ডিসকোর্ড কমিউনিটি'র মেয়েদের প্রাইভেসী সুরক্ষার কার্য্যে নিয়োজিত আছেন ।

@ayrinbd : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি নতুন সদস্যদের গাইডলাইন্স প্রদান ও সহায়তার দায়িত্বে নিয়োজিত আছেন ।

@swagata21 : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি নতুন সদস্যদের গাইডলাইন্স প্রদান ও সহায়তার দায়িত্বে নিয়োজিত আছেন ।

@endplagiarism04 : স্টিমিট কমিউনিটি'র ভলান্টারী abuse checker ।


ধন্যবাদ । হ্যাপি ব্লগিং ।


Sort:  
 3 years ago 

আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা খুবই সহজ ভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের দায়িত্ব সম্পর্কে জানতে পারলাম দাদা। এগুলো জানার ফলে আমরা যেকোন সমস্যার সমাধান অতি সহজেই করে নিতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা সকল বিষয়গুলো গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমার পক্ষ থেকে নতুন মডারেটর এর জন্য রইল শুভেচ্ছা। আশা করি প্রত্যেকের সহযোগিতায় আমার বাংলা ব্লগের অগ্রযাত্রা এভাবেই অব্যাহত থাকবে। কমিউনিটির সমৃদ্ধি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

@swagata21 আপুকে আমাদের পরিবারের স্বাগত জানাচ্ছি। সবকিছু একটি সুন্দর নিয়মের মধ্যে চলছে জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি এতো ভালো ভাবে কাজ করে যাচ্ছে।

 3 years ago 

অনেক সুন্দরভাবে সকল মডারেটর ও এডমিনদের দায়িত্ব গুলো উপস্থাপন করেছেন। আমার জায়গা থেকে আমি অবশ্যই চেষ্টা করবো নিজের দায়িত্বকে আরো নিখুঁতভাবে সম্পূর্ন করার।

 3 years ago 

অন্য আ্যডমিন ও মডারেটসদের নিয়ে কিছু বলার নেই। সবাই সবার জায়গায় খুব সুন্দর ও সুষ্ঠু ভাবে কাজ করে যাচ্ছেন। তারা আমাদের যে কোন সমস্যায় এগিয়ে আসেন ও সমাধান করতে সক্ষম হন। এখন নতুন করে @swagata21 আপুকে নতুন মডারেটর পদে স্বাগত জানাচ্ছি। আর কমিউনিটি ফাউন্ডার দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাঙ্গালীদের জন্য এই শক্ত স্থানটি তৈরি করে দেওয়ার জন্য। আশা করি এই কমিউনিটির সকল নিয়ম মেনে সামনে এগিয়ে যেতে পারবো। ❣️❣️

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

খুবই চমৎকারভাবে সকলের দায়িত্বগুলোর উপস্থাপন করেছেন। আশা করছি আমার বাংলা ব্লগের ইউজারদের কাংখিত সুবিধা দেয়ার ক্ষেত্রে আমরা সবাই স্ব স্ব অবস্থান হতে অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। অফিসিয়ালি @swagata21 আপুকে স্বাগতম জানাচ্ছি।

 3 years ago 

আমাদের সকলের প্রিয় দাদার সঠিক দিক নির্দেশনা এবং এই পরিবারের সাথে জড়িত সকল এডমিন মডারেটর ও সদস্যদের নিরলস পরিশ্রম এবং নিষ্ঠার কারণে আজ আমার বাংলা ব্লগ এতটা নিষ্ঠার সাথে দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে। এই পরিবারের সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ভালোবাসার এই বন্ধন যেন অটুট থাকে সব সময়।

 3 years ago 

আশাকরি ইউজাররা এই পোস্টের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবে যে, কে কোন দায়িত্বে আছে এবং আমাদের নতুন মডারেটর স্বাগতা দিদিকে আমাদের মাঝে স্বাগতম । আমরা আশাকরি সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং আমরা এটাও বিশ্বাস করি , আমাদের ইউজাররা তাকে যথার্থ ভাবে সহযোগিতা করবে এবং আমাদের ইউজাররা কমিউনিটির সকল কার্যক্রম সঠিকভাবে মেনে নিবে এ প্রত্যাশা ব্যক্ত করছি । আমি মনেকরি যে, এটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত ।ইউজারদেরকে বিষয়টি জানানোর জন্য ।

ধন্যবাদ ভাই ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.32
JST 0.051
BTC 100000.22
ETH 3992.44
SBD 4.12