একটি বিশেষ ঘোষণা
মানুষকে সহায়তা করা একটি বিশাল গুণ । মানুষ যদি বিপদে মানুষের পাশে না দাঁড়ায় তাহলে সে আবার কিসের মানুষ । যাঁর যাঁর সাধ্যমত মানুষকে হেল্প করাটা অবশ্য পালনীয় একটি কর্তব্য । আমার বাংলা ব্লগে আমরা abb-charity নামক একটা একাউন্ট খুলেছি শুধু মাত্র এই উদ্দেশ্যে । এটা সম্পূর্ণ একটা নন প্রফিটেবল ইনিশিয়েটিভ ।
ছোট্ট একটি গল্প বলি । ফেসবুকে পড়েছিলাম অনেক দিন আগে । বিল গেটসকে তো আমরা সবাই চিনি । সারা বিশ্বের এক সময়কার শীর্ষ ধনী, মাইক্রোসফট এর সাবেক প্রধান নির্বাহী এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম সহ অসংখ্য সফটওয়্যার এর প্রধান প্রোগ্রামার তিনি । মোটামুটি স্বচ্ছল ফ্যামিলির সন্তান ছিলেন । তাস্বত্তেও ছাত্রাবস্থায় খুব বেশি হাতখরচ পেতেন না । তাই নিউজপেপার পড়া কষ্টকর ছিল, কারণ মার্কিন মুলুকে নিউজ পেপারের দাম খুব একটা কম ছিলো না ।তো এই অবস্থায় এক গরীব নিউজ পেপার বিক্রেতা তাঁকে বিনামূল্যে প্রতিদিন একটি নিউজপেপার দিতো ।
বিল গেটস কিন্তু কোনোদিনই এই নিঃস্বার্থ উপকারকে ভুলতে পারেননি । তাই মাইক্রোসফট প্রতিষ্ঠার পরে যখন তিনি বিশ্বের এক নম্বর ধনী হলেন তখন খুঁজে বের করলেন সেই গরীব নিউজ পেপার বিক্রেতাকে । বেচারীর তখন বয়স হয়ে গিয়েছে অনেক । নিউজ পেপার বিক্রিও ছেড়ে দিয়েছে । আরো গরীব হয়ে পড়েছে সে । বিল গেটস তাকে ১ মিলিয়ন ডলার দিতে চাইলেন ।
কিন্তু, তা সরাসরি প্রত্যাখ্যান করলো সেই গরীব লোকটি । সে বললো -
"স্যার, আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন আমি আপনাকে এই জন্য হেল্প করিনি যে বড় হয়ে আমাকে হেল্প করবেন । আজ আপনি বিশ্বের এক নাম্বার ধনী, আপনার কাছে ১ বিলিয়ন ডলারও কিছু নয় । কিন্তু, আমি যখন আপনাকে হেল্প করেছিলাম তখন আমার কাছে ১ ডলারও ছিল বহু মূল্যবান । তবুও আপনাকে আমি নিঃস্বার্থ ভাবে সাহায্য করেছি । আমার অবস্থান থেকে আমি দৈনিক ৩ ডলার মূল্যের নিউজ পেপার বিনামূল্যে দিয়ে আপনাকে হেল্প করেছি যেখানে আমার দৈনিক আয় ছিল মাত্র ২৫ ডলার ।আজ আপনার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে । আপনার আর আমার হেল্প করার সিচুয়েশনটা এক নয় । আমি আপনাকে হেল্প করেছিলাম তখন যখন আমার নিজেরই হেল্প এর দরকার ছিল খুব । আপনাকে আমি হেল্প করতে পেরেছি যখন আমার কিছুই ছিল না । আজ আপনার সবই আছে তাই দয়া করে আমাকে আমার সাহায্যের প্রতিদান দেবেন না, আমি আপনাকে সাহায্য করেছিলাম মানুষ হয়ে এক জন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আর কিছুর জন্যই নয় ।"
পরিশেষে আমি একটি কথাই বলবো নিজ সাধ্যমত সাহায্য করুন মানুষের বিপদে । "আমি গরিব মানুষ, আমি আবার কি হেল্প করবো ?" - এই ধরণের মানসিকতা পরিহার করুন । নিজ অবস্থানে থেকে নিজের সাধ্যমত মানুষের পাশে গিয়ে দাঁড়ান । দানের মহানুভবতা কখনোই দানের পরিমানের উপরে নির্ভর করে না । মানুষকে ভালোবাসুন ।
"সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই ।।"
নিচের লিস্টে যাঁরা যাঁরা রুজমারিয়ার বিপদে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তাঁদেরকে অনেক ধন্যবাদ । আমার তরফ থেকে তাঁদের দান কে ছোট না করে সর্বোচ্চ সম্মান দিয়ে সমপরিমাণ অর্থ পুরস্কার হিসাবে প্রদান করা হবে ।"আমার বাংলা ব্লগ" থেকেই নেক্সট ওয়ান উইক এর মধ্যে পুরস্কার প্রদান সম্পন্ন করা হবে ।
বি: দ্রঃ আর যাঁরা দান করতে লজ্জা পেয়েছেন তাঁদেরকে কোনোরকমের সাপোর্ট দিতে আমারও ভবিষ্যতে দারুন লজ্জা করবে ।
ক্রমিক নং | ডোনেটর | এমাউন্ট |
---|---|---|
1 | @rupok | 20.000 STEEM |
2 | @rex-sumon | 7.000 STEEM |
3 | @abusalehnahid | 0.765 STEEM |
4 | @moh.arif | 7 STEEM |
5 | @ayrinbd | 5 STEEM |
6 | @shuvo35 | 7 STEEM |
7 | @rayhan111 | 1 STEEM |
8 | @rex-sumon | 7 STEEM |
9 | @green015 | 2 STEEM |
10 | @steem-for-future | 1 STEEM |
11 | @shopon700 | 1 STEEM |
12 | @emon42 | 1 STEEM |
13 | @haideremtiaz | 2 STEEM |
14 | @engrsayful | 10 STEEM |
15 | @nusuranur | 5 STEEM |
16 | @sajjadsohan | 1 STEEM |
17 | @labib2000 | 3 STEEM |
18 | @alsarzilsiam | 4 STEEM |
19 | @saifulraju | 2 STEEM |
20 | @sajjadsohan | 5 STEEM |
21 | @sagor1233 | 5 STEEM |
22 | @narocky71 | 5 STEEM |
23 | @haideremtiaz | 10 STEEM |
24 | @razuahmed | 5 STEEM |
25 | @santa14 | 10 STEEM |
26 | @razuan12 | 30 STEEM |
27 | @tauhida | 10 STEEM |
28 | @tania69 | 10 STEEM |
29 | @emranhasan | 10 STEEM |
30 | @limon88 | 10 STEEM |
31 | @labib2000 | 25 STEEM |
32 | @green015 | 5 STEEM |
33 | @munna101 | 4 STEEM |
34 | @kitki | 5 STEEM |
35 | @emon42 | 5 STEEM |
36 | @bd-charity | 15 STEEM |
37 | @shuvo35 | 10 STEEM |
38 | @kibreay001 | 2 STEEM |
39 | @mostafezur001 | 5 STEEM |
40 | @isha.ish | 30 STEEM |
41 | @rayhan111 | 5 STEEM |
42 | @abusalehnahid | 5 STEEM |
43 | @roy.sajib | 5 STEEM |
44 | @hafizullah | 7 STEEM |
45 | @wahidasuma | 15 STEEM |
46 | @hafizullah | 20 STEEM |
47 | @mahamuddipu | 3 STEEM |
48 | @rex-sumon | 20 STEEM |
49 | @tangera | 25 STEEM |
50 | @shuvo2021 | 10 STEEM |
51 | @rex-sumon | 7 STEEM |
52 | @emonv | 2 STEEM |
53 | @nusuranur | 20 STEEM |
54 | @alsarzilsiam | 10 STEEM |
55 | @kingporos | 20 STEEM |
56 | @brishti | 100 STEEM |
57 | @ayrinbd | 20 STEEM |
58 | @rupok | 15 STEEM |
59 | @hafizullah | 5 STEEM |
60 | @alsarzilsiam | 15 STEEM |
61 | @rupok | 10 STEEM |
62 | @moh.arif | 5 STEEM |
63 | @nusuranur | 5 STEEM |
64 | @shuvo35 | 15.006 STEEM |
65 | @rex-sumon | 5 STEEM |
66 | @kingporos | 5 STEEM |
67 | @winkles | 25 STEEM |
68 | @saifulraju | 10 STEEM |
69 | @blacks | 30 STEEM |
70 | @steem-for-future | 2.5 STEEM |
71 | @ayrinbd | 5 STEEM |
72 | @alomgirkabir50 | 2 STEEM |
73 | @shuvo35 | 7 STEEM |
74 | @haideremtiaz | 1 STEEM |
75 | @hseema | 1 STEEM |
76 | @rayhan111 | 1 STEEM |
77 | @shopon700 | 1 STEEM |
78 | @brishti | 10 STEEM |
79 | @engrsayful | 10 STEEM |
80 | @engrsayful | 20 STEEM |
81 | @alsarzilsiam | 7 STEEM |
82 | @ruzmaira | 2.938 STEEM |
83 | @rme | 300 STEEM |
84 | @tanuja | 100 STEEM |
সাহায্য করা একটা মানবিকতার বিষয়।সত্যিই আজকে আমরা গর্বিত একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে।সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন🖤।
একজন মানুষ কখনোই তার সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারে না যতক্ষণ সে তার সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি সহনশীল হচ্ছে এবং ভালোবাসা প্রকাশ করছে। দান এর উপর কোনো ইবাদত হয় না। মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য।
খুব সুন্দর একটা কথা বলেছেন দাদা, আসলে আমরা সর্বদা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকি অন্যদের পাশে দাঁড়ানোর বিষয়টি আমাদের কাছে কখনোই প্রাধান্য পায় না। তবে আমার বাংলা ব্লগ কিছুটা হলেও সেই সুযোগটা করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে
দান করার মানসিকতা অনেক বড়ো একটি মানবিকতা।আমি নিজেও এই কাজে সামিল হতে পেরে আনন্দবোধ করছি।বিপদে মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত।।রুজমারিয়া আপুর সমস্যার সমাধান হোক এই কামনা করি।
বিপদে মানুষকে সাহয্য করাই হলো আসল মনুষ্যত্বের পরিচয়।
The coffee plant is believed to have been first discovered in Africa. Launching the Encyclopedia Britannica, the Kefa (Kaffa) area, Ethiopia is where the coffee plant was first discovered. history of coffee A goat herder accidentally discovered something strange about his goat. This oddity is seen after the herding animals eat certain plants.
"Life is like a cup of coffee where bitter and sweet meet in warmth."
253570_ilustrasi-kopi_665_374.jpg
মানুষ মানুষের জন্য। কারো বিপদে এগিয়ে আসা আমাদের একটি মানবিক গুণ। অন্যের বিপদে সাহায্য করা সকলের কর্তব্য। যে যার সাধ্যমতো সাহায্য করেছে এবং ভদ্র মহিলার বিপদে পাশে দাঁড়িয়েছে এটা দেখে খুবই ভালো লাগলো। যারা তাদের সাধ্য অনুযায়ী এই বিপদ গ্রস্থ ভদ্রমহিলার পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রইল।
দাদা আপনার গল্পটি পড়ে অনেক ভালো লাগলো।তবে হ্যা আমি আশা বাদি। শুভকামনা
দাদা আজকে আপনি পোস্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। মানুষ কে সাহায্য করতে গেলে বড়লোক হওয়ার প্রয়োজন নেই গরিব হয়েও সহযোগিতা করা যায়। আজকের পোস্টটি পরে আমি কি লিখবো লেখার ভাষা খুঁজে পাচ্ছিনা না। আসলে আমাদের প্রত্যেকের মন পরিষ্কার করা জরুরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি
স্বামীজির বাণীই আমাদের পাথেয় হওয়া উচিত। দুর্দিনে দুঃসময়ে কোনো মানুষের পাশে দাঁড়ানো মনুষ্যত্বের পরিচয় দেয়।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি @ruzmaira তাঁর মেয়েদের নিয়ে ভালো থাকুক।