Indian Museum ভ্রমণ -পর্ব ৩০

in আমার বাংলা ব্লগ3 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ৩০


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ২৯


শুভ সন্ধ্যা বন্ধুরা,

কেমন আছেন আপনারা ?

আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন ।

গতকাল শারীরিক অসুস্থতার জন্য পোস্ট লিখতে পারিনি । কি আর করা । তাই আজকে ভোরে ঘুম থেকে উঠে বসে গেলাম ল্যাপটপের সামনে । আজকে ভেবেছিলাম একটি কবিতা লিখবো । কিন্তু শেষমেষ সে ইচ্ছা বাদ দিলাম । তাই মিউজিয়াম পর্ব নিয়েই বসে পড়লাম টুক করে । ভাবছি, আবার গল্প লেখা শুরু করবো । তবে, এবার অণুগল্প লিখবো ভাবছি । ১৫০-২৫০ শব্দের মধ্যে একেকটা গল্প শেষ করবো ।

আজকের পর্বে থাকছে মেরিন লাইফ এর তৃতীয় এপিসোড। ভারত মহাসাগরীয় অঞ্চল, আরব সাগর এবং বঙ্গোপসাগরের বিভিন্ন সামুদ্রিক প্রাণীকুলের সংরক্ষিত স্টাফ করা দেহ এখানে শেয়ার করা হলো ।

আমাদের আজকের এপিসোডে যে সব সামুদ্রিক প্রাণীবর্গের স্টাফ করা দেহ থাকছে সেগুলো হলো :

১. পাখনায় ফুটকিযুক্ত শজারু মাছ
২. জেব্রা হাঙর
৩. অবটিইউস ব্যারাকুডা
৪. ধারালো দাঁতের জব মাছ
৫. ডাবল স্পটেড রানী মাছ
৬. ড্যানিউব স্টার্জন মাছ
৭. সোর্ডফিশ
৮. ফুগো মাছ
৯. শজারু মাছ

তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !


এই মাছটি প্রথম দেখাতে আমি বিশাল চমকে উঠেছিলাম । অদ্ভুতদর্শণ এই মাছটির সারা গায়ে শজারুর কাঁটার মতো বড় বড় কাঁটায় ভর্তি । সাইজেও বিশালাকৃতির । এদের পাখনায় গোল গোল ফুটকি আছে । তাই এই মাছের নাম হলো পাখনায় ফুটকিযুক্ত শজারু মাছ । মাছটা দেখতে অনেকটা জাপানি ফুগো মাছ বা পটকা (ট্যাঁপা) মাছের মতো দেখতে । তবে ট্যাঁপা মাছের পেট পুরো সাদা হয়ে থাকে, কিন্তু এদের সর্বাঙ্গে শুধু বড় বড় কাঁটায় ভর্তি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এখানে যে হাঙ্গর এর মতো দেখতে মাছ দুটি দেখতে পাচ্ছেন তারা আসলেই হাঙর । তবে তাদের সারা গায়ে রয়েছে জেব্রার মতো ক্রস । জেব্রার মতো ডোরা কাটা থাকার কারণে এদের নামই হলো জেব্রা হাঙর । মাঝারি আকৃতির এই হাঙর প্রজাতি মোটেও হিংস্র নয় কিন্তু । ছোট ছোট মাছ এদের একমাত্র খাদ্য ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এখানে যে দুটি মাছ দেখতে পাচ্ছেন তাদের মধ্যে যেটির আকার বিশাল দেখতে পাচ্ছেন সেটি হলো অবটিইউস ব্যারাকুডা । ব্যারাকুডা হলো হাঙরের পরে সব চাইতে হিংস্র প্রাণী ।এরা শিকারী প্রাণী । মুখ ভর্তি ধারালো দাঁতের সারি, পিরানহার মতোই । চোখের নিমেষেহ শিকারকে দুই টুকরো করে ফেলতে পারে এরা । ব্যারাকুডার নিচে রয়েছে একটি ধারালো দাঁতের জব মাছ । অপেক্ষাকৃত ছোট আকৃতির এই মাছটিও ব্যারাকুডার মতোই একটি শিকারী মাছ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ডাবল স্পটেড রানী মাছ । ইন্ডিয়ান ওশেন ও প্যাসিফিক ওশেন অঞ্চলে এই মাছের বাস । গায়ের রং উজ্জ্বল রুপোলি রঙের । সর্বোচ্চ ১০-১১ কেজি পর্যন্ত এদের ওয়েইট হয়ে থাকে । এরাও শিকারী মাছ । অন্য মাছ খেয়ে বেঁচে থাকে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ড্যানিউব স্টার্জন মাছ । এদের আকার সর্বোচ্চ ৯ মিটার লম্বা ও ওজনে সর্বোচ্চ ২০০ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে । স্টার্জন মাছও কিন্তু একটি শিকারী মাছ । এরা প্রধানত হেরিং ও গোবিস জাতীয় মাছ খেয়ে বেঁচে থাকে । এই মাছ দীর্ঘজীবী হয় । ৮০-১০০ বছর এদের গড় আয়ু । আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর সব চাইতে ব্যয়বহুল খাবারের মধ্যে রয়েছে ক্যাভিয়ার । এই ক্যাভিয়ার হলো স্টার্জন মাছের ডিম ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সোর্ডফিশ, ফুগো মাছ এবং শজারু মাছ । এই মাছ তিনটির সংক্ষিপ্ত বৰ্ণনা আগেই দিয়েছি । তাই আর নতুন করে দেয়া হলো না এখানে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

আবার নতুন আরেকটি পর্ব পেয়ে গেলাম। নতুন নতুন মাছের সাথে পরিচয় হয়ে গেলো আমাদের। হাঙ্গর মাছ গুলো আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে।

দাদা গল্পের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কি অদ্ভুত ধরনের সব মাছ,এই প্রথম দেখলাম ও শুনলাম নামগুলো।দাদা আপনার পোষ্টের মাধ্যমে,আমার বেশি অবাক লেগেছে সজারু কাটার মতো মাছটি দেখে। কত মাছের নাম ও তাঁদের সম্পর্কে অজানা ছিল আপনার পোষ্ট পড়ে জানতে পারলাম।ধন্যবাদ দাদা।

 3 years ago 

মেরিন লাইফ এর তৃতীয় এপিসোড। ভারত মহাসাগরীয় অঞ্চল, আরব সাগর এবং বঙ্গোপসাগরের বিভিন্ন সামুদ্রিক প্রাণীকুলের সংরক্ষিত স্টাফ করা দেহ এখানে খুবই চমৎকার ভাবে তুলে ধরেছেন আপনার ফটোগ্রাফিতে।সত্যি দাদা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আপনার এপিসোডের ফটোগ্রাফি গুলো।যা কখনোই দেখা হয়নি আদৌ হবে কিনা জানি না তা আপনার পোষ্টের মাধ্যমে জানতে বুঝতে এবং দেখতে পেরে নিজেকে ধন্য মনে করছি সেই সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান বিধাতা যেন আপনাকে সব সময় সুস্থতা দান করেন।
♥♥

 3 years ago 

আজ মেরিন লাইফের তৃতীয় এপিসোড, আমরা প্রতিটি পর্বে নানান ধরনের নতুন নতুন মাছ ও তার প্রজাতি সম্পর্কে জানতে পারছি। মেরিন লাইফ সম্পর্কে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে পারছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। বিশালাকৃতির এই সজারু মাছ দেখে আমিও চমকে উঠেছি দাদা। অসাধারণ কিছু মাছ দেখতে পেলাম। শুভকামনা রইলো আপনার ও আপনার পরিবারের জন্য।

 3 years ago 

এই মাছের নাম হলো পাখনায় ফুটকিযুক্ত শজারু মাছ ।

এই মাছ আসলেই দেখে আমিও চমকে উঠেছি দাদা।কি অদ্ভুত মাছ দেখতে।

দাদা গল্প লিখুন একটু সুস্থ হলে।

 3 years ago 

ইশ্বর এর কাছে দাদার সুস্থতা কামনা করি।

গল্প গুলো বেশ মজার হবে তাহলে অপেক্ষাই রইলাম দাদা

উল্লেখিত মাছ গুলো এর আগে কখুনো দেখার সোভাগ্য হয়নি।আজ প্রথম।দেখলাম এবং এদের সম্পর্কে জানতে পারলাম।

 3 years ago 

সচরাচর এই মাছগুলো আমাদের দেখা হয়ে ওঠেনা। তবে আপনার এই পোষ্টের মাধ্যমে মাছ যেমন দেখতে পেরেছি তেমনি এই সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি। সত্যিই দাদা মিউজিয়ামের এসব তথ্য ও ছবি গুলো আমাদের সাথে শেয়ার করে আপনি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছেন। অনেক ভালো লাগে আপনার এই পোস্টের মাধ্যমে সবকিছু সম্পর্কে ধারণা দেয়ার ব্যাপারটা।

 3 years ago (edited)

প্রথমে দাদার সুস্থতা কামনা করি । ত্রিশ তম পর্বে দাদা আমাদের সামনে হাজির করেছেন ,

সামুদ্রিক প্রাণীবর্গের স্টাফ করা দেহ ,
১. পাখনায় ফুটকিযুক্ত শজারু মাছ
২. জেব্রা হাঙর
৩. অবটিইউস ব্যারাকুডা
৪. ধারালো দাঁতের জব মাছ
৫. ডাবল স্পটেড রানী মাছ
৬. ড্যানিউব স্টার্জন মাছ
৭. সোর্ডফিশ
৮. ফুগো মাছ
৯. শজারু মাছ

এগুলো দেখে বিমহিত হলাম।এক থেকে 29 তম পর্ব পর্যন্ত প্রত্যেকটা পর্বই মিস করিনি ।কারন প্রত্যেকটা পর্বই দামি ও দুষ্কর ছিল ।যা দাদা আপনার মাধ্যমে দেখার ভাগ্য হলো ।ধন্যবাদ ও দোয়া রইল দাদা এতো দামি দামি ইন্ডিয়ান মিউজিয়াম প্রানীকুল দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

১. পাখনায় ফুটকিযুক্ত শজারু মাছ
২. জেব্রা হাঙর
৩. অবটিইউস ব্যারাকুডা
৪. ধারালো দাঁতের জব মাছ
৫. ডাবল স্পটেড রানী মাছ
৬. ড্যানিউব স্টার্জন মাছ
৭. সোর্ডফিশ
৮. ফুগো মাছ
৯. শজারু মাছ

আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। মাছ গুলোর নাম আমার কাছে একেবারে নতুন। এর আগে হয়তো আমি বই পড়ছিলাম। দাদা আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে যেন মাছ গুলোর জীবন্ত এরকম টা মনে হচ্ছে আমার। দাদা আপনার সুস্থতা কামনা করতেছি আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এই প্রার্থনাই করি। শুভকামনা রইল দাদা আপনার জন্য।
 3 years ago 

প্রথমেই আপনার সুস্বাস্থ্য কামনা করছি উপর ওয়ালার কাছে 🤲
সজারু মাছ 🐟 , জেব্রা মাছ 🐟 , তাছাড়াও সবগুলো মাছের ছবি অসাধারণ সুন্দর ছিল ♥️
সত্যিই আপনার বদৌলতে এতো সুন্দর মাছগুলো দেখতে পেলাম ☺️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60777.85
ETH 2609.63
USDT 1.00
SBD 2.65