গাবলু বাবুর ডে আউট

in আমার বাংলা ব্লগlast month (edited)

IMG_20250216_172831.jpg


গত পরশু আমাদের গাবলু বাবুর ৪ মাস পূর্ণ হয়ে গেলো । তাই গতকাল ভাবলাম একটু বেড়িয়ে আসি । বাড়ির সব চাইতে কাছাকাছি বেড়ানোর জায়গা একটাই আছে । সে হলো আমাদের ইকো পার্ক । বিকেল হতেই তাই আমরা টুনকু-কে নিয়ে বেরিয়ে পড়লুম । আমি, তনুজা, টিনটিন, আমার ভাই, স্বাগতা, আমার শালা আর দীপ্র সবাই মিলে আমাদের বড় SUV কারটা নিয়ে রওনা হয়ে গেলুম ইকো পার্ক অভিমুখে ।


চার মাস পূর্ণ করে ফেলেছে আমাদের গাবলু বাবু


৪ নাম্বার গেট দিয়ে ঢুকলাম আমরা । ঢুকেই টিনটিন ব্যস্ত হয়ে পড়লো খেলনা কেনার জন্য । গাবলুকে বসিয়ে দিলুম প্যারাম্বুলেটরে । আর আমি গেলুম টিকিট কাটতে । বহুদিন আর টিকেটের দাম বাড়েনি । প্রথমে ছিল ১০ টাকা, এরপরে বেড়ে ২০ আর এখন ৩০ আছে বেশ ক'বছর ধরে ।

বারোশো বিঘার বিশাল এই ইকো পার্কের টিকিট ৩০ টাকা, বেশ কমই বলতে গেলে । টিকিট কেটে আমরা ইকো পার্কে তো ঢুকলাম, কিন্তু ঢোকার পরপরই খাবারের দোকান দেখে টিনটিন দাঁড়িয়ে পড়লো । বার্গার, কোল্ড ড্রিঙ্কস না খেয়ে সে আর এক পাও হাঁটতে রাজি নয় । অগত্যা, কি আর করা ! বার্গার, কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল কিনলাম । টিনটিন দোকানে বসেই খাবে । তাই ওকে দীপ্র আর ওর মামার কাছে রেখে আমি আর তনুজা গাবলুকে নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিলাম ।


প্যারাম্বুলেটরে গাবলু বাবু


বেলা একটু পড়ে যেতেই শুরু হলো মশার উপদ্রব । গাবলুকে প্যারাম্বুলেটর থেকে বের করে কাঁধে নিলাম, কারণ মশারা একদম ছেকে ধরেছিলো ওর প্যারাম্বুলেটরের চারিপাশে ।

শীতের শেষ, বসন্ত সমাগত, শীতকালীন ফুল বিদায় নিয়েছে । আর তার স্থলাভিষিক্ত হয়েছে বসন্তের নানান ফুলের সমারোহ । পার্কে দখিনা ফুরফুরে হাওয়া সেবন করতে করতে, ফুলের শোভা দু ' চোখ ভোরে দেখতে দেখতে আর সুগন্ধ গায়ে মেখে পার্কে ঘুরতে থাকলাম আমরা । এর মধ্যে সন্ধ্যা নেমে এলো । টিনটিনও খাওয়া সেরে আমাদের সাথে যোগ দিয়েছে ততক্ষণে । আমরা ঘুরতে লাগলুম ।

গাবলু অবাক নয়নে চারপাশের দৃশ্য দেখছিলো । মুখের ভাব দেখে বোঝাই যাচ্ছিলো যে বেশ ভালো লাগছে তার প্রাকৃতিক দৃশ্যাবলী , নানান রকম ফুল আর বিভিন্ন ধরণের মানুষ দেখতে । গতকালের আউটিং বেশ এনজয় করেছিল গাবলু বাবু ।

সন্ধ্যা নামার অল্প কিছুক্ষণ পরেই মশার উপদ্রব আরো বেড়ে গেলো । অগত্যা ফেরা মনস্থির করলুম । পার্ক থেকে ফেরার সময় আরেক প্রস্থ খেলনা আর খাবার কিনলো টিনটিন বাবু ।

আর গাবলু গাড়িতে উঠেই দুধ খেয়ে ঘুমিয়ে পড়লো । এই ছিল আমাদের গতকালকের আউটিং ।


পার্কে ব্যাপক ঘোরাঘুরি চলছে গাবলু বাবুর


Sort:  
 last month 

বাহ! বেশ দারুণ একটা আনন্দময় সময় উপভোগ করেছে তাহলে আমাদের টুনকু বাবু, চার মাস পূর্ণ হওয়ার অভিনন্দন টুনকু বাবুকে। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠুক, এই দোয়া করি।

আপনাদের গাবলু বাবুর চার মাস পূর্ণ হয়ে গেছে জানতে পেরে ভালো লাগলো আসলে শিশুরা জন্মের পর থেকে ঘরের মধ্যেই থাকে আপনার আজকে তাকে নিয়ে ঘুরতে বের হয়েছেন বিশেষ করে আপনার পরিবারের সবাই মিলে ঘুরতে বের হয়েছেন জানতে পেরে ভালো লাগলো দোয়া করি সে ভালোভাবে বড় হোক এবং মানুষের মত মানুষ হোক অসংখ্য ধন্যবাদ পরিবারের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 last month 

মাশাল্লাহ 🥰গাবলু বাবু দেখতে দেখতে চার মাস পার করে ফেলে বড় হয়ে উঠেছে।গাবলু দেখতে কিন্তু দাদা আপনার মতোই হয়েছে।😍মশার কথা আর কি বলবো। মশা সব জায়গাতেই বেশি। তবে গাছপালা বেশি হলে মশার উপদ্রব একটু বেশীই হয়।অনেক ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ দাদা। সবাইকে নিয়ে ভালো থাকবেন সব সময়।💕💕

 last month 

মাশাল্লা গাবলু বাবলু তো দেখতে দেখতে চার মাস পার করে ফেলছে দাদা। সেই তো বেশ ভালো হাসতে পারে। আর দেখতে আপনার মত গোলগাল চেহারা। আর সবাই মিলে পার্কে যাওয়ার মজা আলাদা। এত বড় পার্কে মাত্র ৩ টাকা মানে দাদা এখনো পানির দামে। সবার ঘুরাঘুরি দেখে ভালো লাগলো। সবার জন্য শুভকামনা রইলো।

 last month 

গাবলু বাবুর চার মাস পূর্ণ হওয়া উপলক্ষে পরিবারের সঙ্গে পার্কে সময় কাটানো একেবারে আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল। টিনটিনের খাবার খাওয়ার পর্ব এবং গাবলুর প্রাকৃতিক দৃশ্যের প্রতি আগ্রহ সবই খুব মিষ্টি লাগছে দাদা। আপনার পোস্ট এর মধ্যে দিয়ে পরিবারিক বন্ধন এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সুন্দরভাবে ফুটে উঠেছে।

 last month 

আমাদের আদরের টুকনু তথা গাবলু বাবু পুরোপুরি দাদা আপনার মত হয়েছে। কত কিউট, বিশাল বড় ইকো পার্কে ঘুরে অনেক মজা পেয়েছে। তার হাঁসি মুখ দেখেই সেটা বুঝা যায়। আর আমাদের টিন টিন বাবু ব্যস্ত খাওয়া-দাওয়ার খেলনা নিয়ে। পার্কে এসে ছোট ভাইয়ের দিকে কোন খেয়াল নেই,হা হা হা।

 last month 

গাবলু বাবুকে দেখে অনেক ভালো লাগলো। আসলে এখন মশা অনেক বেড়ে গিয়েছে। গাবলু বাবু চোখ মিলে বেশ ভালো করে চারপাশ দেখছে। নিশ্চয় অনেক আনন্দ করেছেন আপনারা সবাই মিলে। গাবলুকে দেখে অনেক ভালো লেগেছে।

 last month 

মাশাল্লাহ অনেক কিউট লাগছে গাবলু বাবুকে। সব সময় গাবলু বাবুর অনেক সুস্থতা কামনা করছি। দেখতে দেখতে বাবু অনেক বড় হয়ে গেছে।টিনটিন বাবুও অনেক মজা করেছে দেখছি।বাচ্চারা তো খেলনা কেনার বায়না করবেই। পুরো পরিবার তাহলে অনেক আনন্দঘন সময় উপভোগ করেছেন।

 last month 

লক্ষীছানা গাবলু বাবুর জন্য অনেক অনেক আশির্বাদ শুভকামনা ও ভালোবাসা।গাবলু বাবুর মুখের দুষ্ট মিষ্টি হাসি দেখেই বোঝা যাচ্ছে কতোটা খুশি সে।টিনটিন বাবু ভাইয়ের সাথে ঘুরতে গিয়ে দেখছি বেশ খেলনা ও খাওয়া দাওয়া করেছে।দুভাই খুশি হয়েছে। সবাই মিলে বেশ ভালো একটি দিন কাটিয়েছেন জেনে ভালো লাগলো দাদা।

 last month 

আমাদের সকলের প্রিয় গাবলু বাবুর চার মাস পূর্ণ হল।দেখতে দেখতে বাবু বড় হয়ে যাচ্ছে।বাবুকে নিয়ে পার্কে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। বাবু নিশ্চয়ই অনেক খুশি হয়েছে।মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার পরিবারের প্রত্যেক সদস্য অনেক অনেক ভালো এবং সুস্থ থাকুক।গাবলু বাবুকে দেখতে পেয়ে ভীষণ রকমের ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 87172.41
ETH 2050.99
USDT 1.00
SBD 0.80