পুরোনো দিনের যতো ফোটোগ্রাফি - "ফুল, প্রজাপতি ও ফড়িং..."steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

বরাবরের মতো আজকেও আবার ফিরে এলুম পুরোনোদিনের কিছু আমার করা কিছু ফটোগ্রাফি নিয়ে । অন্যান্য এপিসোডগুলোর মতো এই এপিসোডেও ফোটোগ্রাফগুলো আমার নিজস্ব imgur একাউন্ট এর images ফোল্ডার থেকে নেওয়া।

ইতিপূর্বে আমি আমার imgur একাউন্ট এর images ফোল্ডার থেকে মোট ছ'টি (৬) ধারাবাহিক পর্বে দু'শোর কাছাকাছি পুরোনো দিনের ফোটোগ্রাফি শেয়ার করেছি । আজকে আবারো একটি পর্ব শেয়ার করতে চলেছি এই পুরোনো দিনের ফোটোগ্রাফি নিয়ে। তবে আমাদের আজকের এই পর্বটি একটু ডিফারেন্ট । এই পর্বে শুধুমাত্র ঠাঁই পেয়েছে "ফুল, প্রজাপতি, ফড়িং ও নানান ধরণের কীটপতঙ্গের ফোটোগ্রাফ" - এক অন্যরকমের আলোকচিত্র ।

ফুল এমনিতেই খুব সুন্দর, তাকে ক্যামেরাবন্দী করাটাও খুব একটা কঠিন কিছু নয়, কিন্তু প্রজাপতি, ফড়িং ও নানান ধরণের কীটপতঙ্গের ছবি নেওয়া খুব একটা সহজ কাজ নয় । প্রথমতঃ এরা আকারে হয় অতি ক্ষুদ্রাকৃতির, অনেকগুলো তো সহজে চোখে মেলানোই যায় না । ফুল, লতা-পাতার মধ্যে এমনভাবে মিশে থাকে যে সহজে এদের খুঁজে পাওয়াটাই কঠিন । দ্বিতীয়তঃ প্রজাপতি ও ফড়িং অতি চঞ্চল প্রকৃতির । একটুখানি সাড়া পেলেই তারা উড়ে পালায় । তাই তাদের অতি সঞ্চরণশীল অবয়বকে ক্যামেরার লেন্সবন্দী করতে রীতিমতো হিমশিম খেতে হয় । তবে এদের সৌন্দর্যে মোহিত হয়ে এই কঠিন কাজটাকেই সহজ করে তুলতে হয় । কষ্ট না করলে যে কেষ্ট পাওয়া যায় না কখনো ।

আজকের আলোকচিত্রসমূহের যেগুলো শেয়ার করতে চলেছি আমি সেগুলো তুলতে মোটামুটি ভালোই পরিশ্রমের প্রয়োজন হয়েছিল । এ কাজে আমাকে সাহায্য করেছিল নিলয়, সৈকত, আশীষ প্রভৃতি । তারা হেল্প না করলে আজকের এই আলোকচিত্রগুলো পেতাম না আমি । আর হ্যাঁ ভাগ্যও আমাদের অনেকটা সহায় ছিল । প্রজাপতি, ফড়িং ও কীটপতঙ্গের ছবি তোলা চাট্টিখানা কথা নয় ।

তো চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন । আশা করছি খুব একটা খারাপ লাগবে না আপনাদের ।


হলুদ ও কমলা ফুলের উপর মধুপানে ব্যস্ত মধুকর


কমলারঙের ফুলের মধুপান শেষ করে মৌমাছির উড়াল দেওয়ার ঠিক আগেকার মুহূর্ত


হলদে-কালো রঙের অপূর্ব জলফড়িং


পাটগাছের গোড়ায় ফড়িং


পাটগাছের শীর্ষে একটি পোকা


Millipede বা কেন্নো জাতীয় আর্থ্রোপড


রাতের আঁধারে লতার ডগায় ঘন নীল রঙের একটি পোকা, চোখে মেলানোই কঠিন


গাছের কাণ্ডে এক থোকা লাল রঙের অজানা পোকা


পাতাখেকো উজ্জ্বল কমলা রঙের পোকা


রাতের আঁধারে তোলা বীরুৎ জাতীয় লতাগুল্মের মগডালে বিরাট একটা শুঁয়োপোকা


সবুজ রঙের গার্ডেন ক্যাটারপিলার


একবিন্দু জলের খোঁজে তৃষ্ণার্ত অপূর্ব সুন্দর একটি প্রজাপতি


সাদার উপরে কালোর বুটি, অপূর্ব সুন্দর এই সাদা-কালো প্রজাপতি


এই সাদাটে তুলোট রঙের মধ্যে হালকা গোলাপি আভার ডানাওয়ালা প্রজাপতিটা দেখতে জাস্ট অপূর্ব সুন্দর


কুচকুচে কালোর ওপরে সাদা ব্যান্ড পরানো ডানাওয়ালা অপূর্ব সুন্দর প্রজাপতি


কালোর উপর উজ্জ্বল অগ্নিবর্ণের নকশা, এই অগ্নিশিখার মতো প্রজাপতিটি দেখতে ভারী সুন্দর


ফুলের মধুপানে ব্যস্ত কালো ভ্রমর


হলুদ-সবুজ রঙের অপূর্ব সুন্দর জলফড়িং


এটি একধরণের বীটল জাতীয় পোকা, নাম Hycleus, গাঢ় কালোর ওপর কমলা রঙের তিনটে ব্যান্ড পরানো


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)


তারিখ : ০৬ জুন ২০২৩

টাস্ক ২৮৭ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 1acc1f21f4cd68f0a79bcc910c894a3bba86f8630d4f229d358fe3b7b51f6e62

টাস্ক ২৮৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

বাহ! দারুণ সকল দুর্দান্ত ফটোগ্রাফি দাদা। তবে হ্যা, এটা সত্য যে প্রজাপতি, ফড়িং ও কীটপতঙ্গের ফটোগ্রাফি করা বেশ কষ্টকর এবং সময় সাপেক্ষ। আমি বহুবার ট্রাই করেছি প্রজাপতি ও ফড়িং এর খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারি নাই। ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রিয় দাদা আপনার তোলা পুরনো দিনের সমস্ত ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। খুবই চমৎকার ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।জলের খোঁজে তৃষ্ণার্ত প্রজাপতির ফটোগ্রাফি টি দেখে প্রজাপতির প্রতি আমার খুবই মায়া লাগছে। একই সাথে প্রত্যেকটি প্রজাপতির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও! দাদা আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছি না। প্রজাপতি, ফড়িং এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গের ফটোগ্রাফি গুলো মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। এই ধরনের ফটোগ্রাফি করা খুবই কঠিন কাজ। বিশেষ করে প্রজাপতি এবং ফড়িং এর ফটোগ্রাফি করতে অনেক কষ্ট হয়। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে দাদা আপনি একটা কথা ঠিকই বলেছেন ফুলের ফটোগ্রাফি করা সহজ হলেও কীটপতঙ্গ, প্রজাপতি এগুলির ফটোগ্রাফি করা খুবই কঠিন। তবে আপনি প্রতিটি ফটোগ্রাফি দারুণভাবে করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি এতটা প্রাণবন্ত হয়েছে যা মন ছুঁয়ে যাওয়ার মত। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জলফড়িং ও প্রজাপতির ফটোগ্রাফি। এগুলো একদম প্রাণবন্ত লাগছে। সত্যি দারুন ফটোগ্রাফি করেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

ঠিকই বলেছেন দাদা ফুল এমনিতেই সুন্দর ।এটা ক্যামেরাবন্দি করতে তেমন একটা কষ্ট পেতে হয় না ।এমনিতেই সুন্দর হয়ে যায় ক্যামেরাতে।।
তবে ছোট ছোট কিট পতঙ্গ এবং উড়ন্ত প্রাণীর ফটোগ্রাফি করা খুবই কঠিন।। ছোট গুলা এমনিতে চোখে পড়ে না আর যেগুলো একটু বড় উড়ে বেড়ায় এগুলো তো মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে।।
আজকের পর্বের প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে বিশেষ করে প্রজাপতির আলোকচিত্র গুলো সব থেকে বেশি ভালো হয়েছে।।

 2 years ago 

দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। কোনটা রেখে কোনটা ভালো বলবো বলেন তো। 😍তবে পোকার ফটোগ্রাফিগুলো দেখে গা শিরশির করে উঠলো।এতেই বোঝা যাচ্ছে আপনার ফটোগ্রাফি তোলা সার্থক হয়েছে।প্রজাপতির ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে এক কথায়। 👌👌 আমার কাছে খুব ভালো লেগেছে। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ফুল, প্রজাপতি ও ফড়িং দেখতে অসাধারন লাগতেছে দাদা। আপনার তোলা জলফড়িং গুলো দেখতে অসাধারন লাগতেছে। চমৎকার চমৎকার ফটোগ্রাফির পোস্ট উপহার দিয়েছেন 👌
অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।

 2 years ago 

প্রিয় দাদা আপনি দেখছি আমাদের মাঝে আজ অনেক সুন্দর।পুরোনো দিনের যতো ফোটোগ্রাফি ফুল, প্রজাপতি ও ফড়িং এর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি দাদা। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি ভেবেছি ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে। এত সুন্দর ছিল সব ফটোগ্রাফি গুলো, প্রজাপতি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে।আর আপনার প্রজাপতির ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার টাইমিং কে স্যালুট জানাই দাদা। প্রত্যেকটি ফটোগ্রাফ একদম মোক্ষম সময়ে ক্যাপচার করা।আর কীট পতঙ্গের যে আলাদা সৌন্দর্য রয়েছে তা আপনার ফটোগ্রাফ গুলো দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ দাদা ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 96612.01
ETH 3387.37
USDT 1.00
SBD 3.05