পুরী ভ্রমণ - পর্ব ১৫ [শেষ পর্ব]

in আমার বাংলা ব্লগ8 months ago

হোটেলে ফিরতে ফিরতে রাত সাড়ে আটটা বেজে গিয়েছিলো । হোটেল রুমে ঢুকেই আগে ল্যাপটপ খুলে একটু কাজ সেরে নিলাম । এরপর আধা ঘন্টা রেস্ট নিয়ে হোটেলের ডাইনিং রুমে গেলুম । সেখানে আগে থেকেই থার্টি ফার্স্ট নাইট গালা পার্টি জমে উঠেছিল । আমি জয়েন করেছিলাম সবার শেষে । গিয়ে দেখি টিনটিনবাবু বিশাল খুশি মনে পার্টি এনজয় করছে । হোটেলের বিশাল ডাইনিং হলের এক প্রান্তে ডান্স চলছে । আর সেই সাথে ব্যুফে ডিনারও স্টার্ট হয়ে গিয়েছে । আমি হলে ঢুকে সবার আগে প্লেট বোঝাই করে নিলুম কোনোদিন না তাকিয়ে ।

এরপরে একটা সোফায় বসে এনজয় করতে লাগলাম থার্টি ফার্স্ট নাইট গালা পার্টি । ব্যাপক ডান্স আর গান বাজনা চললো । একটানা তিন ঘন্টা ধরে পার্টি এনজয় করে আমি হোটেল রুমে চলে এলুম । পার্টি তখনও চলছিল । কিন্তু, আমার কাজ ছিল ল্যাপটপে । তাই আর দেরি না করে পার্টি শেষ হওয়ার আগেই চলে এলুম নিজের রুমে । পরের দিন সারাদিন ধরে ঘোরাঘুরি আর রাতে ট্রেন । তাই একটু ঘুমানোর দরকার রাতে ।

পরেরদিন ভোরে উঠে ব্রেকফাস্ট করেই সবাই মিলে বেরিয়ে পড়লুম "গোল্ডেন সী বীচ"-এর উদ্দেশ্যে । এটা আমাদের হোটেল থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ছিল । টিকেট কেটে ঢুকতে হয় এই সী বীচে । অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এই সী বীচ । সারি বাধা অনেক কটেজ ছিল বীচে, অনেকটা গোয়ার সী বীচের মতোই । বেশ কিছু রাইড ছিল গোল্ডেন সী বীচে । তবে এই সী বীচে চোরা স্রোতের টান একটু বেশি ছিল । তাই ট্যুরিস্টদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু কোষ্টগার্ড আর ভলান্টিয়ার দেখলাম নিয়োজিত রয়েছে ।

টিনটিন সমুদ্র সৈকতে বালির উপরে বসেই বালি খোঁড়াখুঁড়ি করলো তার প্লাস্টিকের টুলস দিয়ে । আমরা একটু এদিক সেদিক বেড়ালুম । এরপরে সবাই মিলে গ্রুপ ফোটো তুললাম । আমরা দলে ছিলাম মোট কুড়ি জন । তাই গ্রূপ সেলফি তোলা প্রায় অসাধ্য কাজ ছিল । সৈকত থেকে অন্য একজন ট্যুরিস্টকে ডেকে তাই আমাদের গ্রূপ ফোটো তোলাতে হলো ।

বেশ অনেকটা সময় সৈকতে কাটিয়ে একটা রেস্টুরেন্টে সবাই মিলে লাঞ্চ করে হোটেলে ফিরে বাড়ি ফেরার উদ্দেশ্যে ব্যাগ গোছানো শুরু করলাম । রাত সাড়ে ১০ টায় আমাদের ট্রেন ।


থার্টি ফার্স্ট নাইট পার্টি ।
তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২৩
সময় : রাত ১০ টা ০০ মিনিট
স্থান : পুরী, উড়িষ্যা, ভারত ।


পুরীর গোল্ডেন সী বীচে টিনটিনবাবু ।
তারিখ : ০১ জানুয়ারি, ২০২৪
সময় : দুপুর ১২ টা ২০ মিনিট
স্থান : পুরী, উড়িষ্যা, ভারত ।


পুরীর গোল্ডেন সী বীচ ।
তারিখ : ০১ জানুয়ারি, ২০২৪
সময় : দুপুর ১২ টা ২০ মিনিট
স্থান : পুরী, উড়িষ্যা, ভারত ।


পুরীর গোল্ডেন সী বীচে সমুদ্রের ঢেউ ।
তারিখ : ০১ জানুয়ারি, ২০২৪
সময় : দুপুর ১২ টা ৩০ মিনিট
স্থান : পুরী, উড়িষ্যা, ভারত ।


পুরীর এই সৈকতে সমুদ্র কিছুটা অশান্ত । বিশাল বড় বড় ঢেউ আর স্রোতের টান বেশ তীব্র । তবে, আমরা যখন গিয়েছিলাম তখন সমুদ্র শান্ত ছিল । কারণ, তখন ভাঁটা চলছিল । জোয়ারের সময় সমুদ্র বড় উন্মত্ত হয়ে পড়ে ।
তারিখ : ০১ জানুয়ারি, ২০২৪
সময় : দুপুর ১২ টা ৪০ মিনিট
স্থান : পুরী, উড়িষ্যা, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৭ জানুয়ারি ২০২৪

টাস্ক ৪৮০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 9b6d891435848a89257746ffb6768f42f3d858626091868e92cd34fe1ab32db4

টাস্ক ৪৮০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 8 months ago 

আজকে একদম সম্পূর্ণ অন্য রকমের একটা এনএফটি আর্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি । ছোটবেলায় রূপকথার বইয়ে আমরা কে না পরীদের কথা পড়েছি বলুন ? প্রায় সবাই পরীর গল্পের সাথে পরিচিত । এই পরীরা থাকে গহন অরণ্যে । তাদের দুই জোড়া ডানা থাকে । তারা অমর । আশ্চর্য সব ক্ষমতা আর জাদু শক্তি তাদের করায়ত্ত । আর সব চাইতে বড়ো কথা তারা দেখতে অনিন্দ্য সুন্দর । অপূর্ব রূপসী হয় তারা ।

এই পরী নিয়েই আমার আজকের NFT আর্ট ।

তো চলুন দেখে নেওয়া যাক আজকের এনএফটি আর্টটি -


Fairy


Screenshot 2024-01-29 013209.png

elves

This episode happens to be the most interesting of all episodes.

Having activities ranging from dancing, I love dancing so much.

And also going to the beach, I can imagine how fun-filled that will be.

Thanks so much @rme dada for sharing with us 😊❤️❤️

 8 months ago 

আপনি তাহলে দাদা ব্যস্ততার কারণে থার্টিফার্সট নাইট ভালো ভাবে উদযাপন করতে পারেননি। তবে সমুদ্র সৈকতে টিনটিন বাবু হাড়ি পাতিল নিয়ে খেলা করছে। ব্যাপারটা খুবই ভালো লাগলো। ছোটবেলায় এভাবে তুলপাতি কতো খেলেছি 🙆‍♂️। দেখতে দেখতে আপনার পুরী ভ্রমণ পর্বগুলো শেষ হয়ে গেল! নতুন কোনো পোস্টের অপেক্ষায় রইলাম দাদা 🌼

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 8 months ago 

দাদা পুরী ভ্রমণের শেষ পর্ব টা দারুন ছিল। বীচে টিন টিন বাবুকে দেখলাম প্লাস্টিকের বিভিন্ন খেলনা নিয়ে খেলতেছে। আমি চিন্তা করতেছি টিন টিন বাবু এইগুলো সেখানে নিয়ে গেল কিভাবে। সমুদ্রের ফটোগ্রাফি গুলো দারুন ছিল। ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমি হলে ঢুকে সবার আগে প্লেট বোঝাই করে নিলুম কোনোদিন না তাকিয়ে ।

দাদা পেট শান্তি তো দুনিয়া শান্তি। যাইহোক খাবার খেতে খেতে পার্টি বেশ উপভোগ করলেন দাদা। সবাই তো দেখছি বেশ ভালোই ডান্স করছে। যাইহোক পুরীর গোল্ডেন সী বীচ তো খুবই সুন্দর এবং একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। টিনটিন বাবু তো মনের আনন্দে বালি খোঁড়াখুঁড়ি করেছিল দেখছি। সমুদ্রের পানিতে নেমে গোসল করার মজাই আলাদা। তাছাড়া বড় বড় ঢেউ থাকলে আরও বেশি জমে। দাদা খুব ভালো লাগলো এই পোস্টটি। তাছাড়া সবমিলিয়ে এই সিরিজের প্রতিটি পোস্ট বেশ উপভোগ করেছি এবং ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। যাইহোক এতো চমৎকার একটি সিরিজ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 8 months ago 

সমুদ্র অশান্ত হলেই আমার আবার বেশি ভালো লাগে।তবে বাচ্চাদের নিয়ে খুব ভয়।কিন্তু আপনি যে শান্ত এর ছবি দিলেন তা ও তো অনেকটা অশান্ত!

 8 months ago 

চমৎকার একটি সময় কাটালেন দাদা আপনি পুরী ভ্রমণে। তবে শেষ পর্বটা অসাধারণ ছিল যেহেতু গালা পার্টি ছিল থার্টি ফার্স্ট নাইটে। সেই সাথে আপনার পছন্দের খাবার দাবার। এক সাথে খাওয়া দাওয়া সেই সাথে ডান্স গান সব মিলিয়ে আপনার জন্য একাকার হয়ে গেছিল মনে হয়? ফটোগ্রাফি গুলোর মাধ্যমে যা বুঝতে পেরেছি খুব সুন্দর একটি পরিবেশ ছিল। আর টিনটিন বাবু তো খেলনা নিয়ে নেমে গেল সী বীচে খুব মজা করলো। আপনার অনুভূতি পড়ে ভীষণ ভালো লেগেছে।

 8 months ago 

ভাই, এই দিন রাতে কিন্তু আমাদের কমিউনিটিতেও স্পেশাল হ্যাংআউট ছিল। তবে আপনি সেদিন উপস্থিত হতে পারেননি, পরে অবশ্য শেষের দিকে জয়েন করেছিলেন। আজকের লেখাটা পড়ে বুঝতে পারলাম, ঐদিন আপনি বেশ ভালোই ব্যস্ত ছিলেন । বেশ ভালোই উপভোগ করলাম ছবি গুলো ।

শুভেচ্ছা রইল 🙏

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60051.08
ETH 2417.58
USDT 1.00
SBD 2.43