আমাদের নতুন একটা ফ্রী সার্ভিস চালু করা হলো আজ থেকে - স্টিমিটে সহজে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন

in আমার বাংলা ব্লগlast year

steemit.png

বর্তমানে স্টিমিটে রেজিস্ট্রেশন প্রক্রিয়া একটা ঝামেলাযুক্ত প্রসেস । প্রথমে আপনাকে আপনার ইমেইল এড্রেস ভেরিফাই করতে হবে তারপরে মোবাইল ফোন ভেরিফিকেশন থ্রু sms অথেনটিকেশন । এই প্রক্রিয়ায় যদিও ইমেইল ভেরিফিকেশন অপেক্ষাকৃত সহজ একটা প্রসেস কিন্তু মোবাইল ফোন ভেরিফিকেশনটা খুবই ঝামেলার । প্রায়শই আমাদের উপমহাদেশের মোবাইল ফোন ক্যারিয়ার প্রব্লেমের কারণে OTP কোডটা আসে না; আর যদি আসেও তো এত ডিলে করে আসে যে ওটা দিয়ে আর কোনো কাজ হয় না । এছাড়াও ভারতে Distributed Ledger Technology (DLT) এর ইস্যুর কারণে এই ধরণের অটোমেটেড sms প্রায়শই স্প্যাম হিসাবে ব্লকড হয়ে যায় । ফলশ্রতিতে, সিম বার বার চেঞ্জ করেও অনেকেই স্টিমিটে নিউ একাউন্ট রেজিস্ট্রেশনে ব্যর্থ হন । এই সব সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা "আমার বাংলা ব্লগ" কমিউনিটি থেকে একটা উদ্যোগ নেয়া হয়েছে যাতে নতুন ইউজাররা খুব সহজেই স্টিমিটে একাউন্ট খুলে ব্লগিং শুরু করতে পারেন ।

সার্ভিস : স্টিমিটে সহজে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন

ফীস : সম্পূর্ণ ফ্রী

এলিজিবল : সম্পূর্ণ নতুন যাঁরা; যাঁদের স্টিমিট একাউন্ট নেই

রিকোয়ারমেন্টস : কিছু না; শুধুমাত্র আপনার কাঙ্খিত স্টিমিট ইউজার আইডি টা লাগবে

প্রসেসিং টাইম : মূল প্রসেস - মাত্র ৩০ সেকেন্ড

প্রক্রিয়া :

১. আমাদের ডিস্কর্ড সার্ভারে যোগ দিন : https://discord.gg/5aYe6e6nMW

২. Just Open Steemit ♨ ক্যাটেগরির ডিসকর্ড চ্যানেল register-steemit এ ঢুকুন ।

৩. register লিখে এন্টার প্রেস করুন ।

৪. আপনার কাঙ্খিত steemit user id দিতে বলবে, ওটা দিন ।

৫. ব্যাস আপনার কাজ শেষ, এর পরে Just Open Steemit ♨ ক্যাটেগরির আন্ডারে একটা প্রাইভেট সাব চ্যানেল create হবে । চ্যানেলটির নাম হবে আপনার ডিসকর্ড আইডির নামে । ওই চ্যানেলটিতে শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ একসেস করতে পারবে না ।

৬. ওই প্রাইভেট সাব চ্যানেলে ঢুকে আপনার স্টিমিট আইডি আর পাসওয়ার্ড পেয়ে যাবেন ।

৭. স্টিমিটে ফার্স্ট টাইম লগইন করে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের ইচ্ছেমত পাসওয়ার্ড দিন ।

৮. নতুন পাসওয়ার্ড, পোস্টিং কী, একটিভ কী, ওনার কী আর মেমো কী গুলো সঠিকভাবে সিকিউরড প্লেসে সংরক্ষিত রাখুন ।

৯. ব্যাস আপনার নতুন স্টিমিট একাউন্ট তৈরী সম্পূর্ণ ।

সতর্কতা :

১. নিউ একাউন্ট ক্রিয়েশনে স্প্যামিং করা কঠোরভাবে নিষিদ্ধ । স্প্যামিং সন্দেহ হলে আপনার নুতুন একাউন্ট ক্রিয়েশন এর আবেদন অগ্রাহ্য করা হবে ।

২. নিজের একটা একাউন্ট থাকলে দ্বিতীয়টি খোলার কোনো দরকার নেই । তবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ফ্যামিলি মেম্বারদের নতুন একাউন্ট খোলার আবেদন করতে পারবেন ।

৩. নতুন একাউন্টের পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথে চেঞ্জ করে নেবেন আগে । তারপরে একাউন্টটি ব্যবহার করা শুরু করবেন ।

৪. নতুন একাউন্টের আইডি, পাসওয়ার্ড, পোস্টিং কী, একটিভ কী, ওনার কী আর মেমো কী গুলো সঠিকভাবে সিকিউরড প্লেসে সংরক্ষিত মাস্ট রাখবেন । ও হ্যাঁ, সাথে ট্রন একাউন্টের ব্যাকআপটাও নিতে ভুলবেন না ।

Untitled.png


[শেষ]

Sort:  
 last year 

সবার জন্য সুন্দর ও সহজ একটি প্রসেসিং করায় বা সুবিধা দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে নতুন স্টিমিট একাউন্ট খুলতে অনেক সমস্যায় পড়তে হয়।ইমেই ও ✆ ফোন নম্বার ভেরিফাইড করতে হয়। করতে গেলে সহজেই হয় না।ইমেল কোড সাপোর্ট করে তো,ফোন নম্বার সাপোর্ট করে না,✆ ফোন নম্বার সাপোর্ট করে তো ইমেল করে না ইত্যাদি ইত্যাদি। সমস্যা সম্মুখীন হতে হয়।
এই ব্যবস্থা করে অনেক ভালোই করেছেন।
আবারো আপনাকে ধন্যবাদ জানাই, ভাই।

 last year 

আমাদের অনেকেই একাধিক একাউন্ট বহন করতে চাই। কিন্তু সঠিক নির্দেশনা বা সাহসের অভাবে করতে পারে না। আপনি খুব ভালো একটি ব‍্যবস্থা করেছেন দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

ডিজিটাল সব কিছু যেমন আমাদের জন জীবনকে দিনদিন সহজ করে দিচ্ছে। ঠিক তেমন ই আপনি স্টিমিট প্লাটফর্মে বাঙ্গালীদের জন্য সব কিছু সহজ থেকে সহজতর করে দিচ্ছেন।তার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই দাদা।

 last year 

খুব সুন্দর করে গুছিয়ে সহজে নতুন একাউন্ট খোলার বর্ণনা করেছেন দাদা। এই সার্ভিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমিও খুব সহজে আমার পরিচিত বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদেরকে স্টিমিট একাউন্ট খুলে দিতে পারবো। নতুন করে অ্যাকাউন্ট খুলতে অনেকেই ঝামেলায় পড়ে। আপনার এই সার্ভিসের মাধ্যমে অনেকেই খুব সহজে স্টিমিট একাউন্ট খুলতে পারবে। আমি মনে করি নতুনদের জন্য স্টিমিট একাউন্ট খোলার এরকম সুবর্ণ সহজ পদ্ধতি আর কেউ দেয়নি যা "আমার বাংলা ব্লগ" কমিউনিটি দিয়েছে। আশা করি নতুনরা খুবই উপকৃত হবে। ধন্যবাদ দাদা এরকম একটি ফ্রি সার্ভিস চালু করার জন্য। শারদীয় শুভেচ্ছা রইলো দাদা।

 last year 

সত্যি দাদা এটা অনেক প্রশংসনীয় একটি কাজ। আমরা যখন একাউন্ট খুলেছি তখন অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছে কিন্তু এখন যারা নতুন একাউন্ট খুলবে তারা যদি আপনার এই প্রসেসিং ভালোভাবে জানে এবং ব্যবহার করে তাহলে তারা খুব সহজেই একাউন্ট খুলতে পারবে।এটি সত্যি অনেক উপকারী গুরুত্বপূর্ণ কাজ বলে আমি বিশ্বাস করি।

 last year 

এই প্রক্রিয়াটা খুব ই সুন্দর ।এতে অনেকেই খুব সহজেই একাউন্ট খুলতে পারবে ।ধন্যবাদ এই সহজ প্রক্রিয়াটি উপহার দেওয়ার জন্য দাদা।

 last year 

খুব সুন্দর একটা উদ্যোগ। যার মাধ্যমে একজন ব্যক্তি খুব সহজেই এবং কোন প্রকার ঝামেলা ছাড়াই নতুন একটি স্টিমিট একাউন্ট ক্রিয়েট করতে পারে।

@rme আসলে কৃতজ্ঞতার কথা বলে শেষ করা সম্ভব নয়। নতুন নতুন এমন সুন্দর উদ্যোগগুলোকে সাধুবাদ জানাই। সাধুবাদ জানাই আপনার প্রতিনিয়ত ক্রিয়েটিভ চিন্তা ধারা গুলো কে

 last year 

দাদা আপনার এই সার্ভিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে।আমার একাউন্ট খোলার সময় অনেক ঝামেলা হয়েছিলো। বিশেষ করে ভেরিফাই করার সময় বেশি ঝামেলায় পড়তে হয়েছিলো।তবে এই ব্যবস্থা করাতে নতুন করে যারা একাউন্ট খুলবে। তাদের আরকোনো ঝামেলাই পড়তে হবে না।অসংখ্য শুভেচ্ছা রইল দাদা আপনার জন্য। এমন সুন্দর ফ্রি সার্ভিস চালু করার জন্য ।

Son muy buenas noticias. Aquí en Venezuela el servicio de telefonía es pésimo,y eso ayudará mucho a las personas nuevas. Muchas gracias.

 last year 

দাদা আপনার এই সিস্টেমটির জন্য অনেকেই উপকৃত হবে।অথবা আমরাও যদি কাওকে এড করাতে চাই তাহলে অনেক সহজেই এড করাতে পারবো। অনেক বেশি ধন্যবাদ দাদা।

দাদা,, আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য। এই ধরনের সুবিধার জন্য একজন নতুন ইয়ুজার খুব সহজেই নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা এবং ভালোবাসা দাদা।

আমার বাংলা ব্লগ মানেই সহজ কিছু উৎপত্তি এবং উদ্ভাবন এর মূল। এর আগেও আমার বাংলা ব্লগ প্রমাণ করেছে এবার আরও ভালোভাবে প্রমাণ করেছে স্টিমিট একাউন্ট খোলার পদ্ধতিটি discord মাধ্যমে বের করে। আমার মনে হয় এখন ইউজাররা খুব সহজেই এর মাধ্যমে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবে। এবং পাশাপাশি আমারব্লগ বাংলা ব্লগে বাঙালিরা যুক্ত হতে পারবে। অসংখ্য শুভেচ্ছা রইল দাদা আপনার জন্য এভাবে আমরা এগিয়ে যাব আমার বাংলা ব্লগ নিয়ে এই প্রত্যাশা রাখি।

 last year 

এটি নতুনদের জন্য খুব সহজেই খুবই গুরুত্বপূর্ণ কাজ।প্রথমে আমার একাউন্ট খুলতে গিয়ে তখন একটু ঝামেলা পোহাতে হয়েছিল ।কিন্তু এখন যারা একাউন্ট খুলবেন তাদের জন্য এটি দারুণ সুযোগ ও ঝামেলা ছাড়াই খুলতে পারবেন একাউন্ট।খুবই গুরুত্বপূর্ণ এটি।অনেক ধন্যবাদ দাদা।

 last year 

দাদা একথায় দারুন একটা উদ্যোগ। এতে অনেক মানুষের উপকার হবে যারা অনলাইনে একেবারেই নতুন। তবে স্প্যামিং এর দিকে আমাদের নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ।

নতুনদের জন্য চমকপ্রদ একটি বিষয়। ব্যাবহার কারি পাওয়া যাবে। স্বাগতম আপনাকে

 last year 

আজকের পোস্টটি পড়ে আসলে মনের ভিতর যেন কোন একটা কষ্টের হাতছানি দিচ্ছিল কেননা আমি যখন আমার এই একাউন্টটি করেছিলাম তখন ওটিপি প্রবলেমের কারণে প্রায়ই তিনটা সিম পর্যন্ত ট্রাই করেছি যা হয়তো অনেক কষ্টকর ছিল না তখন যদি এভাবে ক্রমাগত সিম চেঞ্জ করতে হতো তাহলে হয়তো আমার এই পর্যন্ত ব্লগিং করা সম্ভব হতো না ।আমাদের প্রিয় @rme দাদা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এবং তা বাস্তবায়িত করেছেন এটি ভেবে আসলেই অনেক ভালো লাগছে । আমার যেহেতু স্টিমিট অ্যাকাউন্ট রয়েছে সে হে তু আমি আমার কোন বন্ধুকে যদি রেফার করি তাকে অবশ্যই এই প্রসেস এ এ্যাকাউন্ট করাবো। ধন্যবাদ এত সুন্দর একটি সার্ভিস আমাদেরকে ফ্রিতে দেওয়ার জন্য।

 last year 

নতুন সদস্যদের জন্য খুবি সহজ একটি মাধ্যম।সত্যি দাদা এটা অনেক প্রশংসনীয়। আমরা যখন একাউন্ট খুলেছি তখন অনেক সময় অপেক্ষা করতে হত। কিন্তু এখন যারা নতুন একাউন্ট খুলবে তারা যদি আপনার এই প্রসেসিং ভালোভাবে জানে ব্যবহার করে, তাহলে তারা খুব সহজেই একাউন্ট খুলতে পারবে।এটি অনেক উপকারী ও গুরুত্বপূর্ণ।

 last year 

খুবই গুরুত্বপূর্ণ এবং দারূন একটি উদ্যোগ নিয়েছেন দাদা
এটা করলে সত্যি খুব উপকার হয়
আশা করছি খুব শীঘ্রই নতুন এই উদ্যোগটি সফল হোক

 last year 

স্টিমিটে সহজে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন চমৎকার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।সেই সাথে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

 last year 

দাদা এই প্রক্রিয়াটি খুবই সুন্দর লেগেছে। স্টিমে এখন সবাই খুব সহজে একাউন্ট খুলতে পারবে এবং সুন্দরভাবে কাজ করতে পারবে।

 last year 

দাদা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন।
স্টিমিট একাউন্ট খোলা খুব সহজ করে দিয়েছেন।

অনেক অনেক ধন্যবাদ দাদা।

 last year 

নতুনদের জন্য এটি একটা সহজ প্রক্রিয়া আমি মনে করি । দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সকলের জন্য চিন্তা করেন এবং সেটি সুন্দর ভাবে বাস্তবায়ন করেন। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন। ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.07
JST 0.027
BTC 27845.76
ETH 1752.36
USDT 1.00
SBD 2.98