নতুন স্টিমিট কমিউনিটির জন্য মডারেটর রিক্রুটমেন্টের ঘোষণা

in আমার বাংলা ব্লগ2 years ago

Steem Widget.png

this image is created by me using two images which were collected from copyrightfree source


স্টিমিট কোনো cryptocurrency ইনভেস্টমেন্ট বা এক্সচেঞ্জ প্রজেক্ট নয় । এটি হলো একটি স্বাধীন, বিকেন্দ্রীক ও ব্লকচেন বেসড ব্লগিং প্ল্যাটফরম যেখানে আপনি আপনার মুক্ত মতপ্রকাশ , লেখালেখি এবং নিজের সৃষ্টিশীলতাকে সবার সামনে মেলে ধরতে পারেন । চমৎকার এই প্লাটফর্মে আমাদের দুটি কমিউনিটি চলমান আছে আপনারা জানেন । সেখানে সব সাবস্ক্রাইবাররা সম্পূর্ণ ফ্রী তে ব্লগিং করে আর্ন করতে পারেন ।

অতি সম্প্রতি আমি আরো একটি কমিউনিটি রি-ব্র্যান্ডিং এর কাজে নিযুক্ত আছি, সেটা হাইভে । অনেক দিন আগে থেকেই আমার ইচ্ছে ছিলো শুধুমাত্র ব্লকচেইন কে কেন্দ্র করে একটা স্বাধীন মুক্ত কমিউনিটি থাকুক স্টিমিটে । সেই লক্ষ্যে আমি আরো নতুন একটা কমিউনিটি গড়ার কাজ শুরু করতে চাচ্ছি । হাইভ-এর কমিউনিটি-টি রি-ব্র্যান্ডিং এর কাজ সম্পন্ন হলেই স্টিমিট এর এই নিউ প্রজেক্টটি নিয়ে কাজ শুরু করবো ।

এখন আমাদের আপকামিং স্টিমিট কমুনিটির সকল কাজ সুসম্পন্ন করার জন্য কয়েকজন মডারেটর চাই । আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটি থেকে ২ জন আর "Beauty of Creativity" কমিউনিটি থেকে ২ জন মড চাইছি । "Beauty of Creativity" কমিউনিটিতে কমুনিটির অ্যাডমিন এনাউন্সমেন্ট করে দেবেন মড রিক্রুটমেন্টের জন্য ।

আমি চাইছি অন্তত ৫০% মডারেটর বাঙালি নেওয়া হোক । তাই এখানে রিক্রুটমেন্টের ঘোষণা দিলাম ।


মডারেটর হওয়ার জন্য রিকোয়রমেন্টস


১. স্টিমিটে "আমার বাংলা ব্লগ" ও "Beauty of Creativity" এবং হাইভে বর্তমানের "Beauty of Creativity" -র existing কোনো অ্যাডমিন বা মডারেটর এপ্লাই করতে পারবেন না ।

২. ব্লকচেইন, স্টিমিট এবং ট্রন (Tron) বিষয়ক ভালো জ্ঞান থাকতে হবে ।

৩. গ্রাফিক্স design সংক্রান্ত দক্ষতা প্রয়োজন ।

৪. ইংলিশে ভালো দখল থাকতে হবে । কারণ কম্যুনিটিটি সম্পূর্ণ ইংলিশ ভাষায় পরিচালিত হবে ।

৫. ম্যানেজমেন্ট ও এডমিন্সট্রেশন সেকশন এ পূর্বের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।

৬. ডিসকর্ড, টুইটার, রেডিট এবং ফেইসবুক সম্পর্কে খুঁটিনাটি জানা থাকতে হবে ।

৭. ওয়েবভিত্তিক কোনো প্রজেক্ট প্রোমোট করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে ।

৮. এবং সর্বোপরি কমিউনিটিতে সময় দেওযার মতো সময় থাকতে হবে ।


কিভাবে মডারেটর পদের জন্য এপ্লাই করবেন ?


১. কমিউনিটির অ্যাডমিন @blacks কে নিচের যে কোনো একটি ইমেইলে আপনার বায়ো ডেটা সহ কন্টাক্ট করবেন ।

২. এরপরে যাচাই বাছাই এর পরে সিলেক্টেড অপ্প্লিক্যান্টদের ইমেইল করে একটা নির্দিষ্ট ডেটে ডিসকোর্ড এ ইন্টারভিউ এ হাজির থাকতে বলা হবে ।

৩. ইন্টারভিউ এর পরেই মডারেটরদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে ও তাঁদেরকে ইমেইলে কন্ফার্ম করা হবে রিক্রুটমেন্ট এর ব্যাপারে ।


এপ্লাই করার জন্য নিচের যে কোনো একটি এড্রেস এ ইমেইল করুন :


১. [email protected]
২. [email protected]


Sort:  
 2 years ago 

ওয়াও দাদা অসাধারণ একটা উদ্যোগ নিয়েছেন, আমাদের প্রিয় দাদার কমিটিতে শুধুমাত্র স্টিমিট না হাইব ও কাজ করতে পারব । এটি আমাদের জন্য একটি অসাধারণ প্রাপ্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আপকামিং কমিউনিটির প্রতীক্ষায় রইলাম।

 2 years ago (edited)

ওয়াও দাদা আরো একটি নতুন কমিউনিটি বিষয়টা অনেক ভালো লাগলো।স্টিমিট আরাও এগিয়ে যাবে এভাবে।আশা করছি কমিউনিটির সবাই নিজের দক্ষতা দেখানোর চেষ্টা করবে আমি নিজেও করবো।

 2 years ago 

সত্যি দাদা অনেক দারুণ একটি উদ্যোগ নিয়েছেন।
যাদের এইসব সুদক্ষতা রয়েছে তারাই মডারেটরে সুযোগ পেতে যাচ্ছে।
আমাদের প্রিয় আমার বাংলা ব্লগ ইনশাআল্লাহ আরো অনেক শক্তিশালী হবে।

 2 years ago 

অনেক সুন্দর একটি পরিকল্পন, অনেক সুন্দর একটি পদক্ষেপ। আপনার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন হবে সুন্দরভাবে এটা আমি নিশ্চিত। দাদা আপনার জন্য শুভ কামনা রইলো চিরন্তন।

 2 years ago 

শুভকামনা রইল দাদা আপনার জন্য, অভিনন্দন আপনাকে খুবই সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা নতুন একটি কমিউনিটি পাবো বলে আনন্দিত। সেইসাথে 2 কমিউনিটি থেকে দুইজন করে চারজন মডারেটর নিযুক্ত হবে এটা ভেবে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আশা করছি,
আমি খুব দ্রুতই এই বিষয়ে এপ্লাই করব। এবং আমি সকল রিকুটমেন্ট ভালোভাবে পার করে যাব। কারণ এসবের পূর্ব অভিজ্ঞতা আমার আছে।
এখন শুধু সময়ের অপেক্ষা, আবেদন করার।

দাদা কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি দাদা আপনার কোন তুলনাই হয়না। 🥰

 2 years ago 

শুভ কামনা এবং দোয়া সবসময়ই রয়েছে ❣️
এগিয়ে যান ✨

 2 years ago 

দাদা সত্যিই ব্যাপারটি দারুণ হবে।মডারেটর হওয়ার জন্য যে যে দক্ষতার প্রয়োজন সেসব দক্ষতা যাদের থাকবে তারা আশা করি বেশ ভালো একটি সুযোগ পেতে যাচ্ছে। আর এতো বড় একটি সুযোগ কখনোই মিস করা উচিত নয় বলেই আমি মনে করি।

 2 years ago 

স্টিমিট আমার অত্যন্ত প্রিয় একটি ডিসেন্ট্রালাইজড ব্লগিং প্ল্যাটফর্ম। আমি সবসময়ই প্রত্যাশা করি এই প্লাটফর্ম টা যেন অনন্য উচ্চতায় অবস্থান করে। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্ম এর ভবিষ্যত উজ্জ্বল। আপনার উপর এ বিষয়ে সম্পূর্ণ আস্থা রাখতে পারি আমরা।

আপনার মহৎ উদ্যোগ টি খুব দ্রুত সফলতা পাবে, সেই প্রত্যাশা করি।

 2 years ago 

এই প্ল্যাটফর্মটি আরও ভাল কাজ করবে যদি ফ্যান্টমের মতো আরও লোকেরা এই প্ল্যাটফর্মে বিশ্বাস করে এবং এটিকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করে এবং তাদের নিজের সুবিধার কথা না ভেবে, স্টিমিট একটি সুন্দর প্ল্যাটফর্ম যা এটিতে আরও সময় এবং ভালবাসা উত্সর্গ করার মূল্যবান।

 2 years ago 

অনেক ভাল একটি উদ্যোগ এবং স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদে এই সবগুলো কমিউনিটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একসাথে এগিয়ে যাওয়ার পথে এটা অনেক দীর্ঘমেয়াদী এবং ফলপ্রসূ একটি উদ্যোগ। আমি এ ধরনের উদ্যোগ-কে সব সময় স্বাগতম জানাই। আমি ব্যক্তিগতভাবে আপনার টিমে কাজ করতে পারলে অনেক ভালো লাগবে। খুব শীঘ্রই আমি মডারেটর এর জন্য এপ্লাই করব। ধন্যবাদ

 2 years ago 

অসাধারণ একটি সুযোগ সবার জন্য অপেক্ষা করছে। যারা মডারেটর প্যানেলের যোগ্য তারা ইনশাল্লাহ এখানে নিজের নামটি লেখাতে পারবে বলে আমি মনে করি। সবকিছু মিলেই অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় দাদা। অনেক অনেক শুভেচ্ছা রইল তাদের জন্য যারা অংশগ্রহণ করবেন। আমি মনে করি ভয় না পেয়ে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এখানে এপ্লাই করা উচিত।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 61191.20
ETH 2972.28
USDT 1.00
SBD 3.48