সাহারবাটি বধ্যভূমি ভ্রমণ এবং কিছু অভিজ্ঞতা | লোকেশনঃ- গাংনী,মেহেরপুর, বাংলাদেশ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আমি @rjnasim001 বাংলাদেশ থেকে। আমি #amerbanglablog এর সদস্য। আজকে আমি খুব মজাদার একটা জাইগা নিয়ে লিখতে চলেছি। কিছুদিন আগে আমি Facebook এ একটা ভিডিও দেখি যেটা আমার গাংনী থানার এবং আমার গ্রামের খুব নিকটে। জাইগাটা একটা বধ্যভূমি। জাইগাটা আমার খুব ভালো লাগে। ভালোলাগার জিনিস গুলো আমার কাছে না থাকলে না দেখলে আমার মনে শান্তি পাই না। শুক্রবার যাব ভাবছিলাম কিন্তু বিকেলে যাওয়ার সময় খুব জরে পানি হয়াতে যেতে পারলাম না। তাই আজ কাজ বন্ধ করে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা দুপুর ১২ টার দিকে দিয়ে পোছালাম। ওখানে গিয়ে অনেক কিছু জানলাম চলুন শেয়ার করি।



জাইগাটির নাম এবং লোকেশন

FRAME_COLLAGE1630143558359.png

আজকে আমি বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী থানার কাথুলি ইউনিয়নের সাহারবাটি, নওপাড়া ও হিন্দা এই গ্রাম গুলোর মাঠের মাঝখানে আট মরা মাঠের সাহারবাটি বধ্যভূমি।

কেই এই বধ্যভূমি

IMG_20210828_112349.jpg

প্রতিটা দেশ স্বাধীন হতে গিয়ে কোন না কোন জিনিস ত্যাগ করতে হয়েছে। আমাদের বাংলাদেশ স্বাধীন হয় ১৯৭১ সালে দিঘ্র ৯ মাস যুদ্ধ হবার পর আমরা লাল সবুজ পতাকা অর্জন করি। এক সাগর মানুষের বুকের তাজা রক্ত দিয়ে পাওয়া এই দেশ। আর এই লাল সবুজ পতাকা পাওয়ার জন্য ৩০ লক্ষ মানুষ প্রান হারায় যাতের আমরা শহিদ বলে থাকি। আর এই ৩০ লক্ষ শহিদ হওয়া মানুষের মধ্যে ৮ জনকে করব দেওয়া হয় এই জাইগাতে। এই ৮ জন শহীদের স্বরনে গড়ে তুলেছেন এই বধ্যভূমি।



৮ জন শহীদের নাম ও পরিচয়

আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ৮ জন শহীদের নাম ও পরিচয় দেওয়া আছে। তাও আমি ক্লিয়ার করে লিখে দি।

ক্রমিকনামঠিকানা
শহীদ বাবার আলীহিন্দা, গাংনী মেহেরপুর।
শহীদ আজিজুল হকহিন্দা, গাংনী মেহেরপুর।
শহীদ মুনসুর আলীহিন্দা, গাংনী মেহেরপুর।
নূর বক্সহিন্দা, গাংনী মেহেরপুর।
শহীদ মজিবর রহমাননওপাড়া, গাংনী, মেহেরপুর।
আফসার মালিখানওপাড়া, গাংনী, মেহেরপুর।
শহীদ জবতুল্লাহনওপাড়া, গাংনী, মেহেরপুর।
শহীদ সাকের আলীনওপাড়া, গাংনী, মেহেরপুর।


করব গুলোর অবস্থান

IMG_20210828_113103.jpg
IMG_20210828_112959.jpg

  • এই দুইটা কবর বধ্যভূমি ডান পাশের

IMG_20210828_113010.jpg

  • এইটা কবর টা বধ্যভূমি বাম পাশের

কবর গুলো বধ্যভূমি দুই পাশে অবস্থিত। এখানে মোট দুইটা কবর রয়েছে। ডান পাশে একটা বাম পাশে একটা। একটা কবরে ৪ জন মানুষকে দাফন করা হয়েছে। আর একটা কবরে ৪ জন মানুষকে দাফন করা হয়েছে।



নিচের তিনটি ছবি গুলো বধ্যভূমি সামনের দিকের।

IMG_20210828_113238.jpg

IMG_20210828_113215.jpg

বধ্যভূমি টা লাল কালারের ইট কালো কালারের ফ্লোর এবং ডান দিকে একটা কালোর উপর সাদা দোড়া কাটা দাগ হয়াতে খুব সুন্দর লাগছে।



IMG_20210828_112638.jpg
এই ছবি টা বধ্যভূমি সামনে বাম দিক থেকে পুরা অংশ।



IMG_20210828_113812.jpg

IMG_20210828_112402.jpg
উপরের ছবি দুই টা বধ্যভূমি ডান দিক থেকে প্রাচীর ঘেসে এক অংশ।



IMG_20210828_112414.jpg
এই ছবি টা বধ্যভূমি বাম দিকের প্রাচীর ঘেসে কিছু অংশ।



IMG_20210828_113145.jpg
এই ছবি টা বধ্যভূমি ডান দিকের কবর সহ পুরো বোদ্ধ ভূমির।



IMG_20210828_112722.jpg
এই ছবি টা বধ্যভূমি পিছনের ডান দিকের কিছু অংশ।



IMG_20210828_112710.jpg
এই ছবি টা বধ্যভূমি পিছনের পুরো অংশ।



IMG_20210828_112652.jpg
এই ছবি টা বধ্যভূমি পিছনের বাম দিক থেকে পুরো অংশ।



IMG_20210828_112209.jpg
এই ছবি টা বধ্যভূমিতে যাওয়ার মূল গেট। গেটে তালা মারা ছিলো আমরা প্রথমে মনে করলাম ভিতর যাওয়া নিষেধ। কিন্তু একটা মামা বল্লো ভিতর যাওয়া যাবে। তখন মনে অনেক শান্তি পালাম।



IMG_20210828_112811.jpg
এই ছবি টা বধ্যভূমি থেকে রাস্তার দিকের। এই ছবি টা দেখে মনে হচ্ছে কিছু দূরে মেঘ মাটিতে নেমে এসেছে।



IMG_20210828_112600.jpg
এই ছবি টা বধ্যভূমি সামনের ডানের দিকের কিছু অংশ। কালো লম্বা যে পিলার শুধু পিলার নয় মনে হচ্ছে অনেক বড় অট্টালিকা। আর এর আট টি সাদা দোড়া কাটা দাগ ৮ জন শহীদের প্রতিক।


--------- --------- --------- --------- ---------

এই ছবি টা বধ্যভূমি সামনের দিকের বামের কিছু অংশ।



IMG_20210828_112157.jpg

IMG_20210828_112152.jpg

এই ছবি দুই টা হলো বধ্যভূমিকে ক্রেন্দ্র করে চারিদিকে ঘিরে রাখার প্রাচীর। যাতে এখানে গবাদি পশু প্রবেশ করতে না পারে। কিন্তু এই প্রাচীর বোদ্ধ ভূমিকে অনেক সুন্দর করে তুলেছে।



আমার মন্তব্য

ভ্রমণ আমার খুব ভালো লাগে। আর ভ্রমণে গিয়ে যদি কিছু জানা আর শেখার বিষয় থাকে তাহলে তো কোন কথা নেই। এখানে গিয়ে ৮ জন শহীদের কবর দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে পেয়ে অনেক ভালো লাগলো।মন ভালো রাখার আর নতুন কিছু জানতে ভিন্ন ভিন্ন জাইগা ভ্রমণ করা দরকার।

ধন্যবাদ সবাইকে

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png
cc:-
@rme
@blacks
@hafizullah

Sort:  
 3 years ago 

নতুন একটি তথ্য জানতে পারলাম বদ্ধ ভূমি সম্পর্কে। বদ্ধভূমির চিহ্ন মুক্তিযুদ্ধকে স্মরণ করিয়ে দেয়।আপনার ভ্রমণ দেখে জায়গাটি দেখার ইচ্ছে জাগছে।ধন্যবাদ ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ♥️

 3 years ago 

মেহেরপুর জেলায় এরকম একটি বদ্ধ ভূমি আছে আগে জানা ছিল না। আপনি অনেক সুন্দর ভাবে এটি উপস্থাপন করেছেন, বিশেষ করে আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে।। আপনার জন্য শুভকামনা রইল।।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য ♥️

ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ফটোগ্রাফার সাথে বধ্যভূমির অনেক সুন্দর তথ্য দিয়েছেন।সর্বদা শহীদ দের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই❤️

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য ♥️

 3 years ago 

বধ্যভূমির সামনের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে তবে লোকেশন টা দিলে আর ভালো হইতো।

 3 years ago 

IMG_20210828_193831.jpg

উপরে দেখেন লেখা আছে। ছবি গুলোর লোকেশন। ছবি গুলো এক জাইগার তাই লিখেছি (ছবি গুলোর) লোকেশন।

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য ♥️

 3 years ago 

IMG_20210828_193831.jpg

লোকেশন দেওয়া আছে উপরে দেখেন। ছবি গুলো সব এক জাইগার তাই একবারে লিখেছি ছবি গুলোর লোকেশন

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

 3 years ago 

জায়গাটা অনেক সুন্দর,আপনি অনেক সুন্দর ভাবে এটি উপস্থাপন করেছেন, বিশেষ করে আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে।। আপনার জন্য শুভকামনা রইল।।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য ♥️♥️♥️

 3 years ago 

ফটোগ্রাফি গুলো চমৎকার ভাই। অনেক তর্থ জানলাম। নতুন জায়গার সাথে পরিচয় হলাম। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য। ♥️♥️🙏🙏

 3 years ago 

ভাই সুন্দর একটি জায়গায় ভ্রমণ করেছেন।এখানে আমাদের বীর সন্তানেরা শুয়ে আছে। তাদের অবদান আমরা অস্বীকার করতে পারব না কখনো।এবং একটি বিষয় আজ আপনার পোস্টে কিছু বানান ভুল ছিল যেটা কখনোই আপনার কাছে কাম্য নয়। আশা করি পরের বার ভুলগুলো ঠিক করবেন।ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য 🙏♥️♥️♥️

 3 years ago 

আপনার বদ্ধভূমি ভ্রমণ কাহিনীটি পড়ে আমার অসাধারণ লাগল। অনেক অভিজ্ঞতা হল ধন্যবাদ আপনাকে♥

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্য করার জন্য

অনেক সুন্দর ভাবে আপনে আপনার পোষ্টটা সাজিয়েছেন। তবে জায়গাটিতে আমার যাওয়া হয় নাই। জায়গাটা সম্পর্কে জেনে বেশ ভালোই লাগল। শুভ কামান রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48