রং পেন্সিল দিয়ে অঙ্কন আমার বাংলা ব্লগ স্কুল (abb-school) by @rjnasim001

প্রিয় বন্ধুগন।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ পরিবার। আমি @rjnasim001 বাংলাদেশ থেকে বলছি।আমি আমার বাংলা ব্লগ নতুন সদস্য।



আজ ১৫ জুন ২০২৩


আসলামু আলাইকুম আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধু গন আশা করি আপনারা ভালো আছেন । আপনাদের দোয়ায় আর আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সকলের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ এর abb-school অংকন। দুই এক দিন ধরে ভাবতেছি একটা ছবি অংকন করে পোস্ট করবো আপনাদের সাথে কিন্তু তেমন একটা সময় হয়ে উঠেনি। গতকাল সন্ধ্যায় একটু সময় করে আকতে বসে পড়লাম। কি বিষয় নিয়ে আকব তখনো ঠিক ছিলো না। প্রায় ২ ঘন্টা পরে একটা স্কুল একে ফেললাম। আর এই স্কুলের নাম আমি দিয়েছি আমার বাংলা ব্লগ এর abb-school। আমি কিভাবে অংকন করেছি তা নিচে ধাপে ধাপে তুলে ধরেছি।
IMG_20230615_085023.jpg

প্রয়োজনীয় উপকরণ

নামপরিমাণ
রং১টি
রাবার১টি
পেন্সিল১টি
রং পেন্সিল১টি
খাতা১টি
জেল পেন১টি

IMG_20230614_211217.jpg
প্রিয় বন্ধুগন, প্রথমেই এক স্কেল পরিমান একটা দাগ কেটে নিয়েছি। দাগের উপর মাঝ বরাবর দুইটা খাড়া খাড়ি দাগ দিয়ে। আবার তার উপর দুইটা দাগ টেনে ছাদের উপরের অংশ আকিয়ে নেওয়া হয়েছে।
IMG_20230614_212027.jpg
প্রিয় বন্ধুগন, এবার স্কুলের দৈর্ঘ্য কতটুকু হবে সেই অনুযায়ী ছাদ এবং নিচের ফলোরের অংশ তৈরি করে নিয়েছি।
IMG_20230614_212402.jpg
প্রিয় বন্ধুগন, এবার মূল দরজার পুরো অংশ আকিয়ে নিয়েছি। এবং দুই পাশে দুইটা দাগ টেনে পূর্ণ রূপ দেওয়া হয়েছে।
IMG_20230614_212802.jpg
প্রয় বন্ধগন, এবার দুই পাশে দুইটা করে দরজা আখিয়ে নেওয়া হয়েছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্কুল তৈরি হয়ে গিয়েছে।
IMG_20230614_214429.jpg
প্রিয় বন্ধুগন, স্কুলটি আরো সুন্দর করার জন্য ডান পাশে একটা গাছের ছবি ও বাম পাশে একটা পতাকা আকিয়ে দিয়েছি। পতাকাটি স্টিম ইন্ডিয়া বানানোর চেষ্টা করেছি হদিও ভালো হয় নাই।

IMG-20230615-WA0000.jpg

প্রিয় বন্ধুগন, এবার জেল পেন দিয়ে সুন্দর করে আঁকিয়ে রাবার দিয়ে পেন্সিলের দাগ মুছে দিয়েছি এবং রঙ পেন্সিল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছি। রং করতে আমার অনেক সময় লেগেছিলো।

🌸আমার পরিচয়🌸

আমি মোঃ নাসিম আহম্মেদ স্টিমেট আইডির নাম @rjnasim001। বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী থানার প্রকৃতির রূপে সাজানো জুগীরগোফা গ্রামে আমার বসবাস।। নতুন নতুন কিছু শিখতে জানতে অনেক ভালো লাগে।নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে লিখতে ভালোবাসি। প্রকৃতিকে খুব ভালোবাসি তাই সময় পেলে নতুন কিছু জানা ও উপভোগ করার জন্য ভ্রমণ করি এবং ছবি আঁকি।

লাজুক খ্যাঁক" (Shy Fox)-এর জন্য ১০% বরাদ্দ।
এবিবি স্কুলের (abb-school) জন্য ৫% বরাদ্দ

steempro monilia
VOTE @bangla.witness as witness

Sort:  
 last year 

রং পেন্সিল দিয়ে অঙ্কন আমার বাংলা ব্লগ স্কুলের চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার অংকনটি দেখে মন্তব্য করার জন্য

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রং পেন্সিল দিয়ে আমার বাংলা ব্লগের স্কুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু এই পোস্টে যে আপনি তৈরি করেছেন আপনার তৈরীর সময় একটি হাতের ছবি দিলে আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই আমার পোস্ট ভিজিট করে উপদেশ মুল্লক একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88619.11
ETH 3331.99
USDT 1.00
SBD 2.95