আমাদের মৎস্য পুকুরের মাছ বিক্রি জন্য ভ্রমণ ➡️৫-৮-২০২১

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা।
কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াতে অনেক ভালো আছি।

আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি @rjnasim001 বাংলাদেশ থেকে। আশা করছি আমার ব্লগ টি আপনাদের ভালো লাগবে চলুন দেখা যাক।

79794d2e.jpg



আমাদের একটা পুকুর আছে শীতের আগে কিছু মাছ দিয়েছিলাম। মাছ গুলো অনেক বড় হয়ে গিয়েছে আর দেখতে অনেক ভালো তাই ভালো দাম পেয়েছি। ৮৪ টাকার মাছ এখন ১০৬ টাকা কেজি প্রতি ২০ টাকা বেশি। ভালো দাম পাওয়াই কিন্তু মাছ আজ বিক্র করে দিলাম। আর কিছু মাছ কাল বিক্রি করবো। আশা করছি এবার ২ লক্ষ টাকার মাছ বিক্রি করবো।

মাছ চাষে প্রথম যা করনিও

বেশি লাভবান হতে হলে আপনাকে প্রথমে লক্ষ করতে হবে মাছ যেন নষ্ট না হয়ে যাই। মাছ নষ্ট হয়ে গেলে একজন মাছ চাষির সব থেকে বড় কারণ হয়ে যাই লস হবার। মাছ নষ্ট হয়ে যাই কিছু কিছু কারণে।

ক্রমিককারণ
পানির কারণে
কাদার কারণে
অতিরিক্ত খাবার দেওয়ার কারণে
পাখির কারণে
সাপ পোকামাকড়

পানির কারণে মাছ কেন নষ্ট হয়ে যাই।

কোন পুকুরে অনেক বছর পানি জমে থাকলে পানি পচে যাই গন্ধ হয়ে যাই আর এই পানি মাছের জন্য খুব ক্ষতিকর। এতে মাছের চলাফেরা বসবাসের উপযোগী হয়ে উঠে না। যার কারণে মাছ মারা যাই। আর এর থেকে মুক্ত পেতে প্রতি বছরে ১-২ বার পুকুরের পানি ফেলে দিয়ে নতুন পানি দিতে হবে তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে । আর চুন দিলে পানির জিবানু নষ্ট করে ফেলে চুন পানিকে ফিল্টার করে থাকে।

কাদার কারণে মাছ কেন নষ্ট হয়ে যাই।

মাছ খেয়ে পাইখানা করে।আর এই পাইখানা পানির নিচে গিয়ে কাদার উপর জমা হয় যার কারণে কাদা পিচে যাই এবং নষ্ট হয়ে যাই। অনেক বছর পানি জমে থাকলে কাদা পচে যাই। যার কারণে মাছ মরে যাই আর এই সমস্যার কারণে অনেক মাছ মারা যাই তাই আগে থেকে সাবধান হওয়া উচিত। আর এর থেকে বাচতে প্রতি বছরে যখন পানি ফেলে দিবেন তখন পুকুর শুকিয়ে মাটি ফাটিয়ে নিয়ে তার উপর চুন দিতে হবে।

অতিরিক্ত খাবার দেওয়ার কারণে

প্রয়োজনের তুলনায় বেশি খাবার দিলে অতিরিক্ত খাবার পানিকে সবুজ কালার করে ফেলে। সবুজ কালার হলো খাবার এই খাবার আমরা চোখে দেখতে পাই না। আর পানির কালার অতিরিক্ত সবুজ হয়ে গেলে মাছ অতিরিক্ত খাওয়ার কারণে মারা যাই। তাই প্রয়োজন মত খাবার দেওয়া উচিৎ।

পাখির কারণে

অনেক পাখি আছে যেই পাখি গুলো মাছ খাই যেমনঃ মাছরাঙ্গা, পানকৌড়ি, চিল ইত্যাদি। এই গুলো থেকে মুক্ত পেতে হলে আপনাকে প্রতি আধ হাত পর পর সুতো টাংগাতে হবে। সুতোর কারণে পাখি পানিতে বসতে পারে না। এবং পুকুর পাড়ে কোন গাছ থাকলে কেটে ফেলতে হবে। কারণ পাখি গুলো গাছে এসে বসে।

সাপ পোকামাকড়

সাপ পোকামাকড় মাছ খেয়ে ফেলে। যেখানে বেশি ঝোপ সেখানে এরা আস্রয় নিয়ে থাকে। তাই পুকুর পাড়কে ভালো করে পপরিষ্কার করে রাখলে সাপ পোকামাকড় আস্রয় নিতে পারবে না যার ফলে মাছ নষ্ট হবে না।



আজকের মাছ ধরার ভিডিও আপনাদের সাথে সেয়ার করতে যাচ্ছি। নিচে লিংক দেওয়া হলো।

ভিডিও লিংক। ⤵️

মাছ চাষ খুব একটা কঠিন কাজ নয়। আমি ২ বার মাছ ছাষ করে অনেক কিছু শিখেছি। এখন যে কোন সমস্যা হলে খুব সহজে আইডিয়া করে সসমাধান করতে পারি।



cc:-
@amerbanglablog
@rme
@booming01

Sort:  
 3 years ago 

আপনার পুকুরের মাছ অনেক সুন্দর ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

পোষ্টটা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

 3 years ago 

অসাধারন ভাই। আমার অনেক ভালো লেগেছে আপনার উপস্থাপনা। শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 3 years ago 

এই মুহূর্ত টা দেখার অপেক্ষা ছিলো বহু দিনের । এইরকম অসংখ্য মাছ এক সাথে ধরার মুহূত খুবই চমৎকার। দারুন লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য। মাছ ধরার দাওয়াত থাকলো।

আপনার ব্লগ টা খুব উপভোগ করলাম

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

মাছ ধরার ভিডিওটা ভালো ছিল ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60913.71
ETH 2919.21
USDT 1.00
SBD 3.71