বাংলাদেশের কোভিড-১৯-করোনা ভাইরাস টিকা কার্ড ডাউনলোড করার নিয়ম

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা।
আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সারা বাংলাদেশে কোভিড -১৯ - করোনাভাইরাস জন্য টিকা দেওয়া হচ্ছে। আর এই কার্ড ফোন থেকে বা কম্পিউটার থেকে ডাউনলোড করা হয় তা স্টেপ বাই স্টেপ দেখাবো। আর আপনারা যদি এই নিয়ম ফলো করেন তাহলে যে কেউ করতে পারবেন। চলুন দেখা যাক।

IMG_20210809_164314.jpg

  • মোবাইল থেকে ছবি তোলা


IMG_20210809_164412.jpg

  • মোবাইল থেকে ছবি তোলা
    প্রথমে গুগল বা ক্রোম ব্রাউজার গিয়ে। সার্চ দিতে হবে www.surokkha.gov.bd । www.surokkha.gov.bd হলো টিকা কার্ড রেজিষ্ট্রেশন করার একমাত্র ওয়েব পেজ তাই এখানে ছাড়া অন্য কোন পেজে আপনি টিকা কাের্ডের রেজিষ্ট্রেশন করতে পারবেন না।


IMG_20210809_164422.jpg

  • মোবাইল থেকে ছবি তোলা
    www.surokkha.gov.ব্দ ক্লিক করলে। কোভিড-১৯- ভ্যাকসিন-নিবন্ধন-wwwsurokkhagovbd এই অপসন আসবে। এই অপসনে ক্লিক করতে হবে।


IMG_20210809_164437.jpg
![IMG_20210809_164448.jpg]

  • মোবাইল থেকে ছবি তোলা ()

কোভিড-১৯- ভ্যাকসিন-নিবন্ধন wwwsurokkhagovbd তে ক্লিক করলে। একটা নতুন পেজ চলে আসবে। আর এই পেজ টি হলো টিকা কার্ড রেজিষ্ট্রেশন মুল পেজ। এবার এখান থেকে আপনি ২ টা অপশনে নিবন্ধন কএতে পারবেন। ১ নিজের ভোটের এইডি কার্ড ২পাসপোর্ট। আইডি কার্ড দিয়ে করতে চাইলে নিবন্ধন উপর ক্লিক করতে হবে।



IMG_20210809_173632.jpg

  • মোবাইল থেকে ছবি তোলা
    এবার নির্বাচন করুন বলে একটা অপশন আছে। ওই অপশ্নে ক্লিক করতে হবে। যদি সরকারি বা বেসরকারি চাকরি জিবি শহ অনেক অপশন আছে যদি কেউ কোন চাকরি করেন তাহলে সেটা সিলেক্ট করতে হবে। আর যদি চাকরি না করেন তাহলে (২৫ বছর তদুর্ধ) মানে যাদের বয়স ২৫ তারা নিবন্ধন করতে পারবেন। জাতীয় পরিচয় পত্র নম্বর জন্ম তারিখ আর OTP কোড দিলে যাচাই করুন উপর ক্লিক করতে হবে।


IMG_20210809_180252.jpg

  • মোবাইল থেকে ছবি তোলা
    IMG_20210809_180258.jpg

  • মোবাইল থেকে ছবি তোলা
    যাচাই করার উপর ক্লিক করলে আবার নতুন একটা পেজ চলে আসবে। এই পেজে আপনার বেয়ো ডাটা দিতে হবে। আপনি কোন বিভাগ বাস করেন কোন থানায় কোন জেলায় ইউনিয়ন ওয়াড নাম্বার দিল ফোন নাম্বার দিলে একটা OTP কোড দিলে নিবন্ধন করা হয়ে যাবে।



IMG_20210809_164257.jpg

  • মোবাইল থেকে ছবি তোলা
    এবার টিকা কার্ড ওপশনে গিয়ে। আইডি নাম্বার জিন্ম তারিখ ফোন নাম্বার দিয়ে লগিং করলে ফোন নাম্বারে OTP কোড যাবে। OTP কোড দিলে লগিং করলে করতে হবে।
    IMG_20210809_164314.jpg

  • মোবাইল থেকে ছবি তোলা
    OTP কোড সঠিক ভাবে দিলে। টিকা কাড চলে আসবে। ডাউনলোড করে প্রিন্ট করলে* মোবাইল থেকে ছবি তোলা পেয়ে যাবেন টিকা কাড।

cc:-
@rme
@amerbamglablog

Sort:  
 3 years ago 

খুব সুন্দর তথ্য শেয়ার করেছেন ভাই। যদিওবা এর আগেই আমি আমার আব্বুর জন্যে এই কার্ড বের করেছিলাম। তবুও অনেক উপকার হলো। অনেকের জন্যে...

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 3 years ago 

অনেক তথ্য বহুল পোস্ট অনেক সুন্দর লিখেছেন শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

 3 years ago 

সুন্দর ভাবে আপনি এই বিষয়টি উপস্থাপন করেছেন। আমি নতুন কিছু শিখতে পারলাম যদিও আমি এখনো টিকার জন্য আবেদন করিনি তবে আপনার এই টিউটোরিয়ালেরর জন্য আমি অনলাইনে আবেদন করবো।

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 3 years ago 

খুব ভালো একটি বিষয় তুলে ধরেছেন। আমি আমার এলাকার মানুষের রেজিষ্টেশন বিনামুল্যে করে দিয়েছি।

 3 years ago 

ধন্যবাদ ভাই।মন্তব্য করার জন্য

খুব সহজে বোঝাই দিলেন।ধন্যবাদ শেয়ার করা জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

অনেক সুন্দর এবং প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে পোষ্ট করেছেন। যা আমাদের সবারই জানা উচিত। আমি আবেদন করার বিষয়ে জানতাম না। তবে আপনার পোষ্টটা দেখে সবটা বুঝতে পারলাম।।
আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 3 years ago 

গুরুত্ববহ তথ্য শেয়ার করেছেন ভাই।আমিও ভাই আবেদন করেছিলাম আমার ফুফুর ভ্যাকসিন এর জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43