দারিদ্র্যতার জন্যই শিশু শ্রম

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা
আজকে আমি শিশু শ্রম নিয়ে আলোচনা করবো যা বর্তমান সময়ে সচারাচর সব জাইগাই দেখা মিলে।
IMG_20210714_154048.jpg
শিশু শ্রম বলতে আমরা জানি ১৪ বছর কম বয়সের নিচে শিশুদের দিয়ে কাজ করে নেওয়াকে। আর আমাদের দেশে সহ পুরো বিশ্বে এই শিশু শ্রম দিনদিন বেড়ে চলেছে। শিশু শ্রমের মুল কারন হলো লবণ আনতে পান্তা ফুরাই মানে যাদের সংসার অনেক সময় না খেয়ে থাকে।

শিশু শ্রমের প্রধান কারণ দারিদ্রতা। যার কারণে নিম্নবৃত্ত পরিবারের তাদের নিজেদের ৩ বেলা খাবার ঠিক মতো জোগাড় করতে পারছে না। মৌলিক চাহিদা পুরন না করতে পারাই মা-বাবা বাধ্যা হচ্ছে সন্তানকে শ্রমের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে কোভিড ১৯ শিশু শ্রমের একটা কারণ হয়েছে। স্কুল কলেজ বন্ধ থাকায় অনেক পরিবার তাদের সন্তানকে শ্রমের দিকে ঠেলে দিচ্ছে।

বর্তমান বাংলাদেশের ১০০ জন শিশুদের মধ্যে ১৯ জন শিশু শ্রমের সাথে জড়িত। ১০০ জন ছেলে শিশুদের মধ্যে ২১ জন শিশু শ্রমিক আর ১০০ জন মেয়ে শিশুদের মধ্যে ১৬ জন শিশু শ্রমের সাথে জড়িত। বাংলাদেশের ১০০ টা পরিবারের মধ্যে ২০ টা পরিবার তাদের সন্তানকে শ্রমের দিকে ঠেলে দিয়েছে আর ছেলেদের পারিশ্রমিকের চেয়ে মেয়েদের ১০০ টাকা করে কম।

শিশু শ্রমের ফলে শিক্ষার আলো পাচ্ছে না। যার কারণে তার অনেক রাষ্ট্র বিরোধী কাযে লিপ্ত হচ্ছে। নেশার পথে পা বাড়াচ্ছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63235.53
ETH 2558.76
USDT 1.00
SBD 2.63