অঙ্কন : ২০২১ দিয়ে পাখি আঁকানো

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা
আমি মোঃ নাসিম আহমেদ বাংলাদেশ থেকে 🇧🇩
#amerbanglablog সদস্য
আমার steemit আইডির নাম @rjnasim001.

কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকে আমি (২০২১) লিখে দুই টা পাখি আঁকানো দেখাবো।চলুন শুরু করা যাক।

IMG_20210729_192227.jpg

প্রয়োজনীয় উপকরণ

১|খাতা
২ । কলম/ রুল
৩ | মোসন
৪ | রং

ধাপঃ১

IMG_20210729_185431.jpg

প্রথমে বাংলাতে ২০২১ লিখে নিতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রতিটি অক্ষর যেন সমান হয়।

ধাপঃ২

IMG_20210729_190108.jpg
তারপর ঠোঁট মাথা চোখ আঁকাতে হবে।
ধাপঃ৩

IMG_20210729_190252.jpg
চোখ মাথা ঠোঁট আঁকানো হয়ে গেলে পাখির বসার জন্য একটা ডাল আঁকাতে হবে।
ধাপঃ৪

IMG_20210729_190553.jpg
এবার লেজ আর পাখনা আকাতে হবে।
ধাপঃ৫

IMG_20210729_191754.jpg
লেজ পাখনা আঁকানো হয়ে গেলে এবার পাখিটাকে সুন্দর করে লেজের আর পাখনার পালক আকাতে হবে।
IMG_20210729_192227.jpg
লেজ আর পাখনার পালক হয়ে গেলে হয়ে যাবে ২০২১ দিয়ে পাখি আঁকানো।

আমার মন্তব্য

অঙ্কন খুব কঠিন কোন কাজ নয়। আমারা যারা আঁকাতে ভয় পাই তাদের কাছে অঙ্কন খুব কঠিন মনে হয়।কিন্তু যদি আমরা আঁকানো চেষ্টা করি তাহলে আসতে আসতে আঁকানোর হাত ভালো হয়ে যাবে।

ধন্যবাদ সবাইকে

cc:-
@rme
@amerbanglablog
@photoman
@royalmacro

সমাপ্ত

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68763.18
ETH 3770.45
USDT 1.00
SBD 3.76