আমার বাংলা ব্লগে লেভেল ৩ হইতে আমার অর্জন। by @rjnasim001
হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ পরিবার। আমি @rjnasim001 বাংলাদেশ থেকে বলছি।আমি আমার বাংলা ব্লগ নতুন সদস্য।
আজ ১৮ জুলাই ২০২৩
আসলামু আলাইকুম আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধু গন আশা করি আপনারা ভালো আছেন । আপনাদের দোয়ায় আর আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার বাংলা ব্লগ স্কুল থেকে লেভেল-৩ হতে আমার অর্জন। আন্তরিক ভাবে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো লেভেল-৩ প্রফেসর @alsarzilsiam ভাইকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সকল বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য।
লেভেল ৩ প্রশ্নের উত্তর
প্রশ্ন-০১ মার্কডাউন কি ?
প্রশ্ন-০২ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: লেখার প্রথমে ৪ টা স্পেস দিয়ে
যেমনঃ- প্যারাগ্রাফ উপরে <div class="text-justify"> প্যারাগ্রাফ নিচে </div>
উত্তর:-নিচে টেবিল মার্কডাউন কোডগুলো হলো
User | posts | steem power |
---|---|---|
User1 | 10 | 500 |
User2 | 20 | 9000 |
|User |posts |steem power |
|----|----|----|
|User1 |10 |500 |
|User2 |20 |9000 |
উত্তর: প্রথমেই তৃতীয় বন্ধনি তারপর কোন স্পেস ছাড়াই প্রথম বন্ধনির মধ্যে ছবির সোর্চ এবং গুগোল লোকেশন লিংক দিতে হবে।
উদাহরণ: [সোর্স](এখানে ছবির লিংক)
উত্তর: ১ হতে ৬ প্রযন্ত হেডার কোড গুলো নচে দেওয়া হলো
১. # খুবই বড় সাইজ
২. ## বড় সাইজ
৩. ### মিডিয়াম সাইজ
৪. #### ছোট সাইজ
৫. ##### খুব ছোট সাইজ
৬. ###### টিনি সাইজ
ফলাফল:
খুবই বড় সাইজ
বড় সাইজ
মিডিয়াম সাইজ
ছোট সাইজ
খুব ছোট সাইজ
টিনি সাইজ
উত্তর : প্যারাগ্রাফ উপরে <div class="text-justify"> প্যারাগ্রাফ নিচে </div>
উত্তর: যে বিষয়ের উপর আমার ভালো জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা বেশী রয়েছে সেই বিষয়ের উপর কনটেন্ট টপিকস নির্বাচনে বেশী গুরুত্ব দেওয়া উচিত।
যদি আমি কোন একটি পোষ্টে $7 এর ভোট দিয়ে থাকি তাহলে আমি সেখান থেকে আমি ৫০% অর্থাৎ ($7÷2)= $3.5 কিউরেশন রেওয়ার্ড পাবো।
যেহেতু, প্রশ্নে দেওয়া আছে প্রতি স্টিম কয়েনের মূল্য $0.50
তাই আমি মোট ($3.5 ÷ $0.50 )= $7 কিউরেশন রেওয়ার্ড পাবো SP আকারে অর্থাৎ 7 SP কিউরেশন রেওয়ার্ড পাবো।
উত্তর: কোনো পোস্ট করার ৫ মিনিট পরে সেই পোষ্টে ভোট দিলে এবং ৬ দিন ১২ ঘণ্টার আগে ভোট দিলে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়া সম্ভব। কারণ এই সময়কে গ্রীন জন বলা হয়ে থাকে। আর ৫ মিনিটের মধ্যে আর লাস্ট ১২ ঘন্টাকে রেড জোন বলা হয়ে থাকে এখানে কিছু পাওয়া না জেতেও পারে।
১ মিনিট পর ভোট দিলে ২০% পাওয়া যাবে, বাকী ৮০% রিওয়ার্ড পুলে যাবে।
২ মিনিট পর ভোট দিলে ৪০% পাওয়া যাবে, বাকী ৬০% রিওয়ার্ড পুলে যাবে।
৩ মিনিট পর ভোট দিলে ৬০% পাওয়া যাবে, বাকী ৪০% রিওয়ার্ড পুলে যাবে।
৪ মিনিট পর ভোট দিলে ৮০% পাওয়া যাবে, বাকী ২০% রিওয়ার্ড পুলে যাবে।
৫ মিনিট পর ভোট দিলে ১০০% পাবো।
উত্তর : নিজে কিউরেশন না করে @Heroisom কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে বলে আমি মনে করি। কারণ আমাদের নতুন আইডি হিসেবে sp খুব কম। যেটা দিয়ে কাউকে ভোট দিলে বা নিজেকে ভোট দিলে কোন রিওয়ার্ড পাওয়া যাবে না। কিন্তু যদি আমার এই অল্প পরিমানের sp কে heroism কে দেই তাহলে আমার ভালো কনটেন্ট পোস্টে ভোট দিলে তার থেকে কিছু usd পাবো।
আমি মোঃ নাসিম আহম্মেদ। আমার স্টিমেট আইডির নাম @rjnasim001। বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী থানার প্রকৃতির রূপে সাজানো জুগীরগোফা গ্রামে আমার বসবাস।। আমি অনার্স লেখাপড়া করছি। লেখাপড়ার পাশাপাশি একটা কম্পানিতে চাকরি করি। নতুন নতুন কিছু শিখতে জানতে অনেক ভালো লাগে।নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে লিখতে ভালোবাসি। প্রকৃতিকে খুব ভালোবাসি তাই সময় পেলে নতুন কিছু জানা ও উপভোগ করার জন্য ভ্রমণ করি এবং ছবি আঁকি।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
৫% এ,বি,বি স্কুলের জন্য
আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে লেভেল তিনের বিষয়গুলো আপনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আপনার আগামী লেভেলের পথ আরো সুন্দর হোক এটাই কামনা করছি, ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আমার পোস্ট ভিজিট করে কমেন্ট করার জন্য।
লেভেল এর বিষয় গুলো আপনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন তা বুঝাই যাচ্ছে। আসলে প্রতিটা লেভেল এর সব কিছুই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রবর্তি লেভেল এর জন্য আপনাকে অভিনন্দন জানাই।
ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট ভিজিট করে আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।
খুব সুন্দর একটি লেভেল এক্সাম দিলেন আপনি। আপনার লেখা গুলো পড়ে বুঝতে পেরেছি আপনি ভালোই বুঝতে পেরেছেন এবং লেভেল থ্রি পর্যন্ত অনেক কিছু শিখতে পেরেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনি যেন সকল লেভেল খুব ভালোভাবে অতিক্রম করে একজন ভেরিফাইড মেম্বার হিসেবে দেখতে পারি।
ধন্যবাদ আপু আপনার গঠন মূলক মন্তব্য প্রকাশ করার জন্য।
tweet link
আপনার সবগুলো প্রশ্নের উত্তর মোটামুটি ঠিক হয়েছে। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া