চটপটি রেসিপি (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাংলা ব্লক এর একটি জনপ্রিয় কনটেন্ট হলো রেসিপি। তাই আমিও আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সকলের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। আমি আমার রেসিপি এর কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছি ।তাই এখন আমি আপনাদের সাথে ধাপে ধাপে সেগুলো দেখানোর চেষ্টা করব।

এখন দেখাবো কিভাবে আমি “চটপটি রেসিপি” তৈরি করেছি

IMG20211218182311.jpg

উপকরণ:

চটপটির ডাল
আলু
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ কুচি
ধনেপাতা
তেতুল

IMG20211218173635.jpg

IMG20211218172511.jpg

প্রথমে প্রেসার কুকারে চটপটির ডাল ও আলু নেই ।
IMG20211218170123.jpg

তারপর প্রেসার কুকার টি ঢাকনা দিয়ে ঢেকে দেই ।
IMG20211218170539.jpg

এই পর্যায়ে ১৫ মিনিটের মত রান্না করার পর চটপটির ডাল এবং আলো সিদ্ধ হয়ে গেছে
IMG20211218172500.jpg

এখন ডিমগুলো সিদ্ধ করে নেই
IMG20211218172313.jpg

এই পর্যায়ে টক তৈরি করার জন্য প্রথমে লেবুর রস নেই
IMG20211218175821.jpg

তারপর চটপটির মসলা কাঁচা মরিচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেই
IMG20211218180248.jpg

একটি কড়াইয়ে সিদ্ধ করে রাখা চটপটির ডাল, আলু এবং শুকনা মরিচের গুঁড়া ও পরিমাণমতো পানি নেই
IMG20211218174514.jpg

ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেই
IMG20211218175128.jpg

এ পর্যায়ে চটপটির মসলা, সিদ্ধ করে রাখা ডিম, ধনিয়াপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, এবং টক দিয়ে দেই
IMG20211218181506.jpg

সকল উপকরণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেই
IMG20211218181609.jpg

তারপর হয়ে গেল সুস্বাদু চটপটি রেসিপি
IMG20211218182311.jpg

রান্নার সাথে আমার একটি সেলফি
IMG20211218182110.jpg

আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিপ্লাই দিয়ে উৎসাহিত করবেন

সকল ছবি তোলা হয়েছে Oppo A83 মোবাইল দিয়ে বিস্তারিত

লোকেশন

ধন্যবাদ সবাইকে

আমার বাংলা ব্লগ.png

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার চটপটি টা ভাইয়া দেখে আমার খাইতে ইচ্ছা করতেছে। অনেক সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ উৎসাহিত করার জন্য

 3 years ago 

চটপটির খুব সুন্দর একটি রেসিপি পদ্ধতি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন সত্যিই আপনার রেসিপিটি দেখেই জিভে জল চলে আসলো দেখতেও খুব লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খেতেও খুব সুস্বাদু হবে শীতের সন্ধ্যায় গরম গরম চটপটি খাওয়ার মজাই আলাদা

হা ভাইয়া অনেক মজা হয়েছিল ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য

 3 years ago 

ওয়াও চটপটি আমার অনেক ভালো লাগে। আপনার তৈরি চটপটি দেখে এখনি খেতে ইচ্ছে করছে। অনেক সুন্দর ভাবে চটপটি তৈরির ধাপ শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

চটপটি আমার খুবই পছন্দ। আপনি চমৎকার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। খুব সুন্দর ভাবে প্রত্যেকটি ধাপ আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকেও উৎসাহিত করার জন্য

 3 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে ঘরোয়া পরিবেশে চটপটি তৈরি করেছেন ভাইয়া ।আপনার চটপটি তৈরির রেসিপি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। ঘরোয়া পরিবেশে এভাবে কখনো চটপটির রেসিপি আমি তৈরি করিনি, তবে আপনার ঘরোয়া পরিবেশে এরকম চটপটি তৈরি দেখে এখন আমিও ভাবছি আপনার মত করে চটপটি তৈরি করব। আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে অনেক চমৎকার ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত step-by-step তুলে ধরেছেন যেটা দেখে সত্যিই আমার অনেক ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ।শুভকামনা রইল আপনার জন্য ,আপনার কাছ থেকে পরবর্তীতে এ রকম মজাদার রেসিপি আশা করব।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 57379.94
ETH 2522.43
USDT 1.00
SBD 2.32