যমুনাশ্বরী নদীর জলে প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব (১০% shy-fox এবং ৫% abb-school)
তো প্রায় ছয় থেকে সাত দিন পর হিন্দু সম্প্রদায়ের মহা উৎসব দুর্গাপূজা আগামীকাল শেষ হয়ে যায়। আগামীকাল প্রায় সব জায়গায় দেবি বিসর্জন হয়ে গেছে। কিন্তু কিছু কিছু জায়গায় আজকেও দেবি বিসর্জন চলছে। আজকে বদরগঞ্জ পৌরসভার প্রায় এলাকায় দেবি বিসর্জন চলছে। চারদিকে কঠোর নিরাপত্তা দিয়ে দেবী বিসর্জনের কাজ চলছে।প্রায় তিন শ্রোণীর নিরাপত্তা বাহিনী দিয়ে দেবী বিসর্জনের কাজ চলছে।তিন শ্রোণীর নিরাপত্তা বাহিনী গুলো হলো পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস কর্মি।ইত্যাদি বাহিনীর মাধ্যমে পূজা বিসর্জন চলতেছে।
আজকে বিকেল চারটা তিরিশ মিনিটের কাছাকাছি সময়ে বদরগঞ্জ উপজেলার চান্দামারী ব্রিজের সামনে আনুষ্ঠানিক ভাবে দেবী বিসর্জনের কাজ করে। তখন সেখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় জমায়।প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষের ভিড় জমায় চান্দামারী ব্রিজের উপর। মানুষের ভিড়ে রাস্তায় গাড়ি যাওয়া আসা বন্ধ হয়ে গিয়েছিল কিছুক্ষণ এর জন্য। আমি এই ভিড়ের মধ্যে ছবি তুলতে পারছিলাম না। ঠেলাঠেলি করে কয়েকটি ছবি তুলার সুযোগ পাইছিলাম একটু।ওই সুযোগে কয়েকটি ছবি তুলে নিলাম। পূজা বিসর্জনের সময় হিন্দু মুসলমানদের মধ্যে কোন ভেদাভেদ ছিল না। সবাই একত্রিত হয়ে পূজা বিসর্জন দেয়া দেখছিল,এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
পূজা বিসর্জনের সময় রাস্তার দুই পাশ দিয়ে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছিল, এক কথায় মেলায় যেমন দোকান বসে তেমন।প্রায় সবাই দোকান গুলো থেকে নাস্তা কিনে নিযে খাইতেছে,এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই খাইতেছে আর পূজা বিসর্জন দেখতেছিল।যারা পূজা বিসর্জন করছিল তারা বিভিন্ন ধরনের ঢোল তবলা বাজিয়ে মাতিয়ে দিয়েছিল সবাই কে। ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে খুব সুন্দর ভাবে তাদের কার্যক্রম দেখা যাচ্ছিল,তাই ব্রিজের উপর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। যাইহোক খুব সুন্দর ভাবে পূজা বিসর্জনের কাজ গুলো উপভোগ করছিলাম আজ। আবার এক বছর পর দেখা হবে এই রকম উৎসব।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote @bangla.witness as witness
https://twitter.com/Riyad9424187819/status/1717221074897981626?t=a2VmoVf8UdlUo0sa4PDlWg&s=19