ভ্রমণ পোস্ট: রংপুর শিল্প ও বানিজ্য মেলা দেখতে যাওয়া। (১ম পর্ব)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার,১০ডিসেম্বর ২০২৩ ইং
প্রতিবছরের ন্যায় এবারও রংপুরে জাঁকজমকপূর্ণ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়, মেলাটি রংপুর শহরের ক্রিকেট গার্ডেন মাঠে অনুষ্ঠিত হয়। মেলাটি বেশ এক মাসের ও বেশী চলমান থাকে। এবছরের মেলাটি অন্য বছরের তুলনায় ভিন্ন রকম ভাবে সাজানো হয়েছিল, তা আমি আমার পোস্টের মাধ্যমে তুলিয়ে ধরার চেষ্টা করবো।
সব কিছু ফেলে তাই ছুটে চলি মেলায়!
মেলা মেলা মেলা, শিল্প ও বানিজ্য মেলা ২০২৩।
শিল্প ও বানিজ্য মেলা প্রবেশ গেট
ডিভাইস: রেডমি ১০ সি
তারিখ: ১৯/১১/২০২৩
এটি হচ্ছে রংপুর শিল্প ও বানিজ্য মেলা প্রবেশ গেট। গেটের চারদিকে মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। আমরা দিনের বেলায় গিয়েছিলাম তাই মরিচ বাতির সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না।এই গেইট দিয়ে মেলার ভিতরে প্রবেশ করতে হয়। গেটটি দেখতে অনেক বেশি সুন্দর, গেটটি দেখলে মনে হয় কোন রাজ প্রাসাদের গেট।কিন্তু এটা কোন রাজ প্রাসাদের গেট নয়, এটা রংপুর শিল্প ও বানিজ্য মেলা প্রবেশের গেট। মেলায় প্রবেশ করতে হলে প্রথমে আমাদের কে একটি টিকেট কাটতে হবে, প্রতি টিকেটের মূল্য ২০ টাকা। যেহুতু আমরা দুজন গিয়েছিলাম, আমি এবং আমার বান্ধবী।তাই আমরা ৪০ টাকা দিয়ে দুটি টিকেট নিয়ে নিলাম। তারপর আমরা গেটের ভেতর দিয়ে মেলার মাঠে প্রবেশ করলাম।
মেলার দোকান
ডিভাইস: রেডমি ১০ সি
তারিখ: ১৯/১১/২০২৩
বাচ্চাদের দোলনা
ডিভাইস: রেডমি ১০ সি
তারিখ: ১৯/১১/২০২৩
ভুতের বাড়ি
ডিভাইস: রেডমি ১০ সি
তারিখ: ১৯/১১/২০২৩
আমরা ভিতরে প্রবেশ করে দেখতে পারলাম প্রচুর পরিমাণে মানুষের ভিড়। বেশিরভাগ মানুষ স্কুল এবং কলেজের ছাত্র ছাত্রী। স্কুল কলেজ ছুটি হয়েছিল তাই তারা সকল বন্ধু বান্ধবীরা সহ মেলায় প্রবেশ করেছিল। গেইটের সামনে একটি বড় আচার দোকান ছিল, আমরা প্রথমে আচার দোকানে প্রবেশ আচার খাইলাম। খাওয়া শেষ করে আমরা মেলার একেবারে ভিতরে প্রবেশ করলাম, ভিতরে মানুষের ভিড়ের কারনে হাটা চলা অসুবিধা হচ্ছিল অনেক, তাই আমরা একটা ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছু দুর এগিয়ে দেখতে পারলাম ভুতের বাড়ি, আর আমার বান্ধবীর অনেক দিনের শখ যে, সে ভূতের বাড়ি তে প্রবেশ করবে।তাই আমরা দুটি টিকেট নিয়ে ভূতের বাড়িতে প্রবেশ করলাম। ভূতের বাড়িতে প্রবেশ করে আমার তেমন একটা বেশি ভয় লাগেনি, কিন্তু আমার বান্ধবীর অবস্থা খারাপ হয়েছিল, সে অনেক বেশি ভয় পায়ছিল। কিছুক্ষণ পর আমরা ভূতের বাড়ি থেকে বের হয়ে আসলাম।
খেলনার দোকান
ডিভাইস: রেডমি ১০ সি
তারিখ: ১৯/১১/২০২৩
কসমেটিকস এর দোকান
ডিভাইস: রেডমি ১০ সি
তারিখ: ১৯/১১/২০২৩
ব্যাগের দোকান
ডিভাইস: রেডমি ১০ সি
তারিখ: ১৯/১১/২০২৩
তারপর আমরা আবার মেলা মার্কেটে প্রবেশ করলাম কিছু কেনাকাটা করার জন্য। প্রথমে আমরা একটি কসমেটিকস এর দোকানে প্রবেশ করলাম একটি মালা কেনার জন্য। দোকানে বেশ অনেক গুলো মালা ছিল, সব গুলো মালা ছিল একদর। কিন্তু আমার বান্ধবীর একটা মালা ও পছন্দ হলো না।কি আর করার পরে আমরা আরেকটি কসমেটিকস এর দোকানে প্রবেশ করলাম। সেখানে মেয়েদের সকল কিছু কসমেটিকস এর জিনিস আছে। আমরা প্রথমে রেসমি চুড়ি দেখছিলাম, আমার বান্ধবীর রেসমি চুড়ি অনেক পছন্দ করে, তাই সে রেসমি চুড়ি দেখছিলো কিন্তু তার পছন্দ হচ্ছিল না, পরবর্তীতে আমি তাকে দুই সেট রেসমি চুড়ি পছন্দ করে দিলাম।প্রতি সেট রেসমি চুড়ির মূল্য ছিল ১৬০ টাকা করে। আমরা দুই সেট রেসমি চুড়ি ৩২০ টাকা দিয়ে নিয়ে নিলাম।সে রেসমি চুড়ি গুলো নিতে পেরে অনেক খুশি। তারপর আবার ব্যাগ কেনার জন্য আরেকটি দোকানে প্রবেশ করলাম, সে দোকানে শুধু ব্যাগ দিয়ে ভরাট ছিল। আমার বান্ধবী এবার নিজে একটি ব্যাগ পছন্দ করে, ব্যাগের মূল্য ছিল ১৬০ টাকা। আমরা ব্যাগ নিয়ে মার্কেটের বাইরে চলে আসি। মানুষের ভিড়ের কারনে ভিতরে ভালো লাগছিলো না।
পরবর্তী পর্বে বাকি অংশ টুকু শেয়ার করবো।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://twitter.com/Riyad9424187819/status/1733705360408777195?t=rvflGBb2F7zzHC4leJceuQ&s=19
এ জাতীয় মেলাগুলো ভ্রমণ করতে আমারও খুব ভালো লাগে ভাইজান। তবে আমাদের এখানে অনেক দিন বাণিজ্য মেলা নেই, মেহেরপুরে আমি এর আগে অংশগ্রহণ করতাম। যাইহোক রংপুরের সুন্দর বাণিজ্য মেলার দৃশ্য দেখতে পারলাম আজকের এই পোস্টের মধ্য দিয়ে।
শিল্প বাণিজ্য মেলার যে গেটটি খুবই সুন্দর ছিল । শীতকালীন সময়ে প্রতিটি স্থানে প্রতিটি জেলায় প্রতিটি শহরে এই ধরনের বাণিজ্য মেলা আয়োজন করা হয়ে থাকে। যেখানে শহরের মানুষ দারুন সময় উপভোগ করে। এই প্রথম দিনে খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। তার পাশাপাশি সেই সুন্দর দৃশ্য আমাদের সাথে শেয়ার করলেন খুবই ভালো লাগলো । পরবর্তী পর্বের আশায় রইলাম।
ভিতরে তো প্রচুর পরিমাণে মানুষের ভিড়, আমার এখনো বাণিজ্য মেলা দেখার সৌভাগ্য হয় নাই, আমাদের এধারা হয় না তো তাই খুব একটা যাওয়া হয় না শহরের দিকে। আপনি বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন রংপুর শিল্প বাণিজ্য মেলা দেখতে যাওয়া আমাদের ভীষণ ভালো লাগলো, আপনার জন্য শুভেচ্ছা রইল।
বোঝাই গাছের রংপুর শিল্প ও বাণিজ্য মেলা দেখতে গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। কিন্তু দিনের বেলা বাণিজ্য মেলা দেখতে গেলে অতটাও সৌন্দর্য উপভোগ করা যায় না সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই রাত্রেবেলা যেতে হবে। যাই হোক দিনের বেলাতেও বাণিজ্য মেলা দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে প্রথমেই আচার খেয়েছিলেন তারপরে আপনার বান্ধবীকে নিয়ে কসমেটিকসের দোকানের সামনে গিয়ে সেখানে রেশমি চুরি দেখেছিলেন জেনে ভালো লাগলো। বাণিজ্য মেলায় কাটানো সুন্দর মুহূর্ত টা শেয়ার করার জন্য ধন্যবাদ।
খুব ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে,আর মেলাও খুব জমজমাট হয়েছে।আসলে শিল্প ও বানিজ্য মেলায় নিত্য নতুন অনেক কিছুই দেখা যায়। যাই হোক আমাদের মাঝে এই মেলার বিষয়বস্তু ও ফটোগ্রাফি বর্ণনার মাধ্যমে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
রংপুর শিল্প ও বানিজ্য মেলা আমি এখনো দেখি নাই। তবে রংপুরের বানিজ্য মেলা আমাদের কাছাকাছি হচ্ছে। আমরা এখান থেকে অনেক কয়জন যেতে চেয়েছিলাম। তবে একদিন যাবো।যাইহোক আপনি রংপুর শিল্প ও বানিজ্য মেলা নিয়ে দারুণ বিস্তারিত আলোচনা করছেন। আপনার মনের অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।