বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফী।
হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে বিভিন্ন ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের ফটোগ্রাফী গুলো অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।
ফটোগ্রাফী -০১ : লাল রঙন ফুল
লাল রঙন ফুল বাংলাদেশের একটি অন্যতম ফুল।এই ফুল বাংলাদেশ সহ বিশ্বের আরো বিভিন্ন দেশে এই ফুল গুলো দেখতে পাওয়া যায়।এই ফুল গুলো মূলত বিভিন্ন ধরনের জঙ্গলে বেশি দেখতে পাওয়া যায়। অনেকে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাড়ির আঙিনায় এই ফুলের গাছ লাগায়। আবার অনেক সময় বিভিন্ন ধরনের বিনোদন পার্ক এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মাঠে এমন ধরনের ফুল দেখতে পাওয়া যায়।
ফটোগ্রাফী -০২ : লংকা জবা ফুল।
বাংলাদেশে কয়েক ধরনের জবা ফুল রয়েছে, তার মধ্যে লংকা জবা ফুল অন্যতম।অন্যান্য জবা ফুলের তুলনায় লংকা জবা ফুলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে,যেমন সাধারণ জবা ফুলের মধ্যে তার পাপড়ি গুলো চারদিকে ছড়িয়ে পড়ে থাকে, কিন্তু লংকা জবা ফুলের মধ্যে তা অনেক টা ভিন্ন। লংকা জবা ফুল দেখতে একেবারে মরিচের মতো । অনেকে এই জবা ফুল কে মরিচা জবা বলে থাকেন।
ফটোগ্রাফী -০৩ : বাগান ফুল
বাগান ফুল বাংলাদেশের একটি অন্যতম ফুল হিসেবে অধিক পরিচিত।এই ফুল গুলো বাংলাদেশের প্রায় সকল এলাকায় পাওয়া যায়।এই ফুল গুলো অনেক কাজে ব্যবহার করা হয়।যেমন বিয়ের সময় বরের গাড়ি সাজানোর জন্য এই ফুল ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে এই ফুল সাজ সজ্জার জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে। অনেকে বাড়ির সৌন্দর্য লাভের জন্য এই ফুল বাড়ির আঙিনায় লাগান।
ফটোগ্রাফী -০৪ : কাটা মুকুট ফুল।
নামের সাথে এই ফুলের আকার আকৃতির অনেক মিল খুঁজে পাওয়া যায়।এই ফুলের গাছটি সম্পূর্ণ কাটা দ্বারা আবৃত, এবং এর ফুল গুলো দেখতে একেবারে মুকুটের মতো।তাই এ ফুলের নাম রেখেছেন কাটা মুকুট ফুল। বাংলাদেশে কাটা মুকুট ফুল বিভিন্ন প্রকৃতির রয়েছে। কাটা মুকুট ফুলের গাছ একটি বিষাক্ত গাছ, এবং এর ফুল গুলো ও অনেক বিষাক্ত। কাটা মুকুট ফুলের গাছের কাটা গুলো ও অনেক বিষাক্ত।
ফটোগ্রাফী -০৫ : জবা ফুল
জবা ফুল আমাদের একটি অতি পরিচিত ফুল। জবা ফুল কে চিনে না, এমন মানুষ মনে হয় বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের প্রায় প্রতিটি বাড়িতে জবা ফুলের গাছ রয়েছে।জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্তজবা, ঝুমকা জবা, জবা কুসুম, মরিচা জবা ইত্যাদি।তাছাড়া জবা গাছের বিভিন্ন রকমের সংকর প্রজাতি আছে, যাদের ফুলের রঙ সাদা, হলুদ, কমলা, লাল, এমনকি মিশ্রও হতে দেখা যায়।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ
Category | photography |
---|---|
Device | Redmi 10C |
Camera | 48 MP |
Photographer | @riyadx2 |
Location | Dinajpur, Rajbari |
ভাই আপনি তো অসাধারণ সব ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মত আমার ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। সবগুলো ফুলের সাথে আমি পরিচিত থাকলেও এই রঙের কাটা মুকুট আমি আগে কখনো দেখিনি। লাল এবং কমলা দেখেছি। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে লাল রঙন ফুল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ওয়াও আপনি তো দেখছি খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার করা এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। জবা ফুল এর ফটোগ্রাফি এবং কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।
খুবই চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন কমিউনিটির প্রতিটি মেম্বার এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যেটা সত্যিই প্রশংসনীয়। আপনি দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন বিশেষ করে চার নম্বর ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে আমার কাছে।
তবে হ্যাঁ কমিউনিটিতে ফটোগ্রাফি পোস্ট করতে হলে অবশ্যই সাতটি ফটো যোগ করতে হবে। আশা করছি পরবর্তীতে সমস্যা কাটিয়ে উঠবেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল ।আসলে যে কোন ধরনের ফটোগ্রাফি সেই বিষয়টির সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারা যায় ।যেটা ফটোগ্রাফির মাধ্যমে দেখতে অনেক সুন্দর লাগে যেমনটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন।
জি ভাই আপনি ঠিক বলেছেন রঙ্গন ফুলগুলো স্কুল ,কলেজ, পার্ক, বাড়ির আঙিনায় সব জায়গাতেই দেখা যায়। এই ফুলগুলো খুব বিরাজমান। আমার কাছে বেশ ভালো লাগে এই ফুলগুলো। এই রঙের কাটা মুকুট আমার কাছে বেশ ভালো লাগে। আমার কাছে তিন ধরনের কাটা মুকুট ফুল রয়েছে ।তাছাড়া লঙ্কা জবা এবং জবা ফুলের ফটোগ্রাফি আপনি খুব সুন্দর ভাবে করেছেন।
বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফী দেখে খুবি ভালো লাগছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন যা আমার অনেক ভালো লেগেছে।
ফুলের ফটোগ্রাফি বরাবরই খুবই ভালো লাগে। অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং কাটার মুকুটের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ফটোগ্রাফির কালার গুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। কারণ প্রতিটি ফুলের কালার আপনি খুব সুন্দরভাবে নিয়েছেন সত্যিই অসাধারণ লাগছে। বিশেষ কোন ফুল নয় আমার কাছে আপনার শেয়ার করার প্রতিটি ফুলের ফটোগ্রাফির বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে ফটোগ্রাফিগুলো করলেন এভাবেই এগিয়ে যান আশা করি আপনি আরো সুন্দর কিছু করতে পারেন।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.