জেনারেল রাইটিং: জীবনের গতি

in আমার বাংলা ব্লগ8 months ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার ,০৫ ডিসেম্বর ২০২৩ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে জীবনের গতি নিয়ে আলোচনা করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

Blue Modern Business Webinar banner_20231205_224715_0000.png
ব্যানার: ক্যানভা অ্যাপস

সত্যিকার অর্থেই আমাদের জীবনটা হচ্ছে একটি বিশাল লাইব্রেরির চেয়েও অত্যাধিক বড় জ্ঞান ভান্ডার। কেননা আমরা আমাদের দৈনন্দিন জীবনের পথ চলতে বিভিন্ন রকমের জ্ঞান এখান থেকে আহরণ করতে পারি। আমাদের জীবনটা হচ্ছে একটি চলমান জ্ঞান ভান্ডার যেখানে প্রতিনিয়ত জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পাচ্ছে। এখানে আপনি যত চর্চা করবেন ততই নতুন নতুন সমস্ত অভাবনীয় বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবেন। এ জীবন মূলত কারোর জন্য কিংবা কোন কিছুর প্রয়োজনে অপ্রয়োজনে থেমে থাকে না ।ঠিক যেন নদীর পানির মতো স্রোতের মতো বয়েই চলেছে। সাধারণ অর্থে যদি বলা যায় তাহলে আমাদের জীবনটা হচ্ছে একটি জ্ঞানের বিশাল বিশ্বকোষ।

এই জীবনের গতি নিয়ে যদি কথা বলা যায় তাহলে সত্যিকার অর্থেই বলতে হবে একটি গাড়িতে বা একটি হাতিতে যেমন একজন ড্রাইভার বা বাহক থাকেন যার কমান্ড অনুযায়ী হাতি কিংবা সেই গাড়িটি পরিচালিত হয়। ঠিক তেমনি আমাদের জীবনটাও একটি গাড়ির মতো। আমরা জীবন নামের এই গাড়িটিকে যেভাবে যেদিকে যে নিয়মে চালিয়ে নিতে চাইবো ঠিক সেভাবেই পরিচালিত হবে। আমাদের জীবনটা কখনোই এক গতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি মূলত প্রতিদিন, প্রতিনিয়ত বিভিন্ন রকমের গতি অনুযায়ী পরিচালিত হয়। ঠিক যেন মায়াময় শীতকালীন আকাশের ন্যায়।যেমন বলতে গেলে শীতকালীন আকাশে অনেক সময় সূর্যকে হঠাৎ করেই দেখা যায় আবার এই সূর্য হঠাৎ করেই নিমিষেই মেঘের আড়ালে চলে যায়। চারিদিকে কুয়াশা ঘেরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকে। এক কথায় বলতে গেলে শীতকালীন আকাশ হল এক মায়াময় ভুবনেশ্বরী। ঠিক তেমনি আমাদের জীবনটাও কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘে ঢেকে যাওয়া অন্ধকার কখনো কুয়াশা ভরা আধার ঠিক যেন মায়াময় ভাবে বিমোহিত আমাদের এই জীবন।

জীবনটা আমাদের এক ইতিহাস সমতুল্য আমরা আজ যে ইতিহাস পড়ি জানি এবং শিখি সেগুলো মূলত একজন মহা মানুষের ইতিহাস কিংবা বীর যোদ্ধা ইত্যাদি নতুন কোন বিষয় জানার জন্যই ইতিহাস সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করে থাকি। যেন আমাদের পূর্বকালীন সমস্ত কালচার সম্বন্ধে জানা থাকে আমাদের। আমাদের প্রত্যেকের জীবনটাও এক একটা ইতিহাস এর সমতুল্য এমন কোন মানুষ নেই যে বলতে পারবে না তার জীবনের ইতিহাস নেই। ইতিহাসের গতি কখনোই সবার এক নয়। কেউবা কষ্ট করেই তার ইতিহাস রচিত করেছে আবার কেউবা আরাম আয়েসে বসে থেকেই ইতিহাস রচিত করেছে আবার কেউবা সন্ত্রাস কিংবা জেনা বেভিচার অর্থাৎ অন্যায় যাবতীয় কর্মকান্ডের দ্বারা নিজেকে রচিত করেছে। এ সমস্ত কিছুর মনে হচ্ছে আমাদের জীবন নামের এই গাড়িটিকে পরিচালনা করার একমাত্র কারণ। আমরা যদি চাই যে আমাদের জীবনকে সঠিকভাবে সঠিক রাস্তায় সঠিক দিকনির্দেশনা দিয়ে পরিচালনা করব তাহলে অবশ্যই আমাদের জীবন সঠিক গতিময় অনুযায়ী চলবে এবং তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আমরা যদি এই জীবনকে ভুল সময় ভুল দিক নির্দেশনা দেই কিংবা যাবতীয় অন্যায় কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিচালনা করি তাহলে বুঝতে হবে অবশ্যই আমরা আমাদের জীবনকে খারাপ গতিমের মধ্য দিয়ে পরিচালনা করেছি।

জীবনের গতিধারায় মূলত আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয় আমরা আজকে যে পজিশনে আছি এবং আগামীতে যে পজিশনে পৌঁছাতে পারবো বা যেতে চাই সেটা ঠিক আমাদের কর্মের গতিতেই নির্দিষ্ট হয়। সঠিক দিকনির্দেশনায় আমাদের জীবনকে কাঙ্ক্ষিত মানের একটা লক্ষ্যে নিয়ে যেতে পারে। একটি বিষয় খুব সহজভাবেই বলা যাক যদি একজন ভালো ছাত্র সঠিকভাবে লেখাপড়া করে আর সঠিক জ্ঞান অর্জন করে পুস্তকের বিষয় তাহলে সে অবশ্যই ভবিষ্যতে কোন একজন বিজ্ঞ মনীষীতে পরিণত হবে। কিন্তু ওই ছাত্রই যদি তার ছাত্র জীবনকে খারাপ সময়ের মধ্যে দিয়ে বা খারাপ কার্যকলাপের মধ্য দিয়েই পরিচালনা করে তাহলে অবশ্যই তাকে তার জীবনের ভবিষ্যৎ সময়ে পস্তাতে হবে কেননা তার জীবনের গতিতেই ছিল খারাপ। ভালো কোন ফল খেতে গেলে অবশ্যই ভালো কোন কাজ করতে হবে।

অবশেষে আমি এতটুকুই বলবো যে আমাদের সকলের উচিত আমাদের জীবনকে ছোট্ট থেকে সঠিক পথে পরিচালনা করা উচিত এবং ভালো-মন্দ যখন আমরা বুঝতে পারবো ঠিক সে সময় থেকেই খারাপ কোন বিষয়কে পরিত্যাগ করে ভালো বিষয়ের প্রতি আকর্ষিত হওয়া এবং সে অনুযায়ী নিজের জীবনকে গঠিত করা। আর ভালো গতির মধ্য দিয়ে যদি আমরা যেতে পারি তাহলে অবশ্যই আমরা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারি।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
Sort:  
 8 months ago 

আসলেই আমরা চাইলে আমাদের নিজেদের জীবনের গতিপথ কে সঠিক লক্ষ্যে রেখে চলতে পারি। এতে করে আমাদের সফল হওয়ার চান্স টা অনেক বেড়ে যায়। তবে এক্ষেত্রে আমাদের কখনোই হতাশ হলে চলবে না। কারণ দেখা যায় অনেক সময় অনেক অনেক পরিশ্রম করার পরেও সফলতা আসে না। তবে সেই সময় যদি আমরা আমাদের লক্ষ্য ভুলে যাই তাহলে সফল হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। কিন্তু আমরা যদি আমাদের জীবনের গতিটাকে ঠিক রেখে পরিশ্রম করে তাহলে সফল হওয়ার চান্স টা অনেক বেড়ে যায়। তবে মাঝে মাঝে ভাগ্যেরও একটা ব্যাপার থাকে। যাই হোক ভালো কাজের উপর নিজের জীবনের গতি ঠিক রাখলে ইনশা-আল্লাহ সফলতা মিলবেই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67241.85
ETH 3492.89
USDT 1.00
SBD 2.68