হঠাৎ বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া।(১০% shy-fox এবং ৫% abb-school)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার,২৯ অক্টোবর ২০২৩ ইং
দীর্ঘ কয়েক দিন থেকে আমার শরীরটা খুব বেশি একটা ভালো নেই। একটু ভালো লাগতেছে না। কোন কাজে মন বসছে না।আর শরীর ভালো না থাকলে পৃথিবীর কোন কিছুই ভালো লাগে না।সব কিছু করতে গেলে অস্বস্তি বোধ হয়।তাই আমি ভাবলাম বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ নিবো।
তারপর আমি এবং আমার বন্ধু সহ সকাল দশটায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে গেলাম। আমরা এসে দেখতে পারলাম যে, এখনো ডাক্তার প্রবেশ করে নাই। কিছুক্ষণ আমরা দেয়ালের পাশে দেয়া চেয়ারে বসে থাকলাম। কিছুক্ষণ পর ডাক্তার চলে আসলো।অল্প সময়ের মধ্যে সেখানে প্রচুর পরিমাণে ভিড় জমে গেল। এখন ডাক্তারের কাছে পরামর্শ নেয়ার জন্য একটি টিকেট কাটার পালা। কেননা টিকেট ছাড়া ডাক্তারের কাছে দেখা করা সম্ভব নয়।
তারপর আমি এবং আমার বন্ধু সহ টিকেট কিনার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে দাড়াতেই লাইন অনেক বড় হয়ে গেল। তারপর আমি এবং আমার বন্ধু লাইনের সবার শেষে দাঁড়িয়ে ছিলাম। আমার সামনে প্রায় দুইশত লোক হবে। দুইশত লোকের পর আমার সিরিয়াল।কি আর করার আমাকে দাঁড়িয়ে থাকতেই হবে, তাছাড়া কোন উপায় নেই।প্রায় দুই ঘণ্টা পর আমার সিরিয়াল আসলো। তারপর আমি আমার নাম এবং বয়স দিয়ে একটা টিকেট কেটে ফেললাম। টিকিটের মূল্য মাত্র তিন টাকা। আমি তাদের কে পাঁচ টাকার একটি কয়েন দেই তাঁরা আমাকে দুই টাকা ফেরত দেয়। তারপর আমি ডাক্তারের পরামর্শ নেয়ার জন্য ডাক্তারের প্রাঈনে গেলাম। কিন্তু সেখানে সেইসময় টিকেট নেয়া বন্ধ ছিল, তখন সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল।তাই আমরা ভাবলাম কিছুক্ষণ পর আমরা আসবো। তারপর সেখান থেকে আমরা চলে আসলাম।
তারপর আবার আমরা ডাক্তারের প্রাঈনে গেলাম। গিয়ে দেখতে পারলাম, এখন কিছুটা ভিড় কমে গিয়েছে। তারপর আমি আমার টিকেট টা দারোয়ান কে জমা দিলাম।যখন আমার সিরিয়াল আসবে তখন আমাকে তারা ডেকে নিবে। কিছুক্ষণ আমরা চেয়ারে বসে থাকলাম।প্রায় দশ মিনিট পর আমার সিরিয়াল আসলো, এবং আমাকে ডাক দিলেন। তারপর আমি সরাসরি ডাক্তারের কাছে চলে গেলাম।ডাক্তার আমাকে আমার সমস্যার কথা জানতে চাইলে আমি আমার সমস্ত সমস্যার কথা ডাক্তার কে জানাই।ডাক্তার আমার কথা গুলো শুনে আমার জন্য ওষুধ লিখে দিলো। তারপর আমাকে সেখান থেকে যাইতে বললো, তারপর আমি সেখান থেকে বাইরে চলে আসলাম। তারপর আমি বাইরে ওষুধ গুলো নিয়ে নেই।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote @bangla.witness as witness
https://twitter.com/Riyad9424187819/status/1718658709759631395?t=Njr129pJgmK0JLMds4Tc9g&s=19