একুশের বইমেলা (১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম, বাংলা ব্লগের সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বই মেলার কিছু ফটোগ্ৰাফি শেয়ার করবো। আশা করি আজকের ফটোগ্ৰাফী গুলো আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমার বাংলা ব্লগ এর দ্বিতীয় পোস্ট। আজকে থেকে আমি নিয়মিত আপনাদের সাথে প্রতিদিন নতুন নতুন ফটোগ্ৰাফি , গান, কবিতা ইত্যাদি শেয়ার করবো।

IMG_20230221_183030.jpg

IMG_20230221_185917.jpg

আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে বাংলাদেশের প্রায় সব এলাকায় মাতৃভাষা দিবস পালন করা হয়।এই মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই মেলার আয়োজন করা হয়ে থাকে।প্রতি বছরের ন্যায় এবারও আমাদের বদরগঞ্জ উপজেলার, উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বিশাল বই মেলার আয়োজন করা হয়েছে।বই মেলাটি উদ্বোধন এ বদরগঞ্জ উপজেলার এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলাটি আয়োজন করেন বদরগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরী।

IMG_20230221_181346.jpg

IMG_20230221_181346.jpg

IMG_20230220_184140.jpg

মেলাটি মঙ্গলবার সকাল দশ ঘটিকায় উদ্বোধন করা হয়।মেলাটিতে প্রায় একশটিরও অধিক বইয়ের দোকান ছিল।মেলাটির বিশেষ আকর্ষণ হলো মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অনেক স্বনামধন্য গায়ক গায়িকারা উপস্থিত ছিলেন। মেলাটির চারপাশে বিভিন্ন ধরনের খেলনার দোকান এবং খাবারের হোটেল ছিল। এই মেলায় বদরগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে একটি করে বইয়ের লাইব্রেরী ছিল।এই বই মেলায় সকল প্রকার বইয়ের মূল্য ছিল অত্যন্ত সীমিত। এই মেলায় সকল ধরনের বই পাওয়া যেত। মেলাটি খুবই জাঁকজমক ভাবে সম্পর্ণ হয়।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ

Sort:  
 last year 

বই মেলায় যাবো যাবো করে যাওয়াই হয়না। আর সময় ও নাই। তবে ইচ্ছা আছে এই শুক্রবার যাওয়ার। পারবো কিনা জানিনা। কারণ সেদিন আমার ভার্সিটিতে ক্লাস থাকে। প্রথমে ভেবেছিলাম একুশে বই মেলা। পরে দেখলাম আপনাদের ঐদিক এর। এটা দারুণ যে এখন অনেক যায়গাতেই বই মেলা হচ্ছে।

 last year 

জি ভাইয়া আপনি একটু সময় সুযোগ করে বই মেলায় গিয়ে ঘুরে আসতে পারেন।

 last year 

আমারও আগে কখনো বই মেলায় যাওয়া হয়নি। কিন্তু একবার হলেও যাওয়ার ইচ্ছা আছে। আপনি বইমেলা দিয়েছেন দেখে আমার আরো অনেক ভালো লাগলো। যাওয়ার ইচ্ছাটা আরো অনেক বেড়ে গেল। আসলেই বইমেলায় অনেক ধরনের বই দেখা যায়। আপনি ঘুরাঘুরি মুহূর্তটা অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।

 last year 

কালকে আমি বই মেলা থেকে অনেক কিছু শিখেছি

 last year 

আসলে বইমেলায় ঘুরাঘুরি করলেও জ্ঞান অর্জন হয়। কারণ এক দোকান থেকে এক দোকানে গেলেও বিভিন্ন রকম বইয়েরও সন্ধান পাওয়া যায় আর সেগুলো একটু ভিজিট করলে কিছু না কিছু শেখা যায় । যাইহোক বইমেলায় ঘোরাঘুরি করে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে ভাইয়া বই মেলা একটি শিক্ষার জায়গা। সেখানে গেলে কোন না কোন কিছু শিক্ষা পাওয়া যায়। আপনাকে অনেক ধন্যবাদ

 last year 

বইমেলায় ঘোরা আমার অনেক বেশি পছন্দের। বিশেষ করে বইমেলা থেকে আমরা কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারি। বিভিন্ন ধরনের এবং কি বিভিন্ন লেখকের লেখা বই গুলো পেয়ে থাকি ‌। আর আমি মনে করি আমরা যত বেশি পড়বো তত বেশি জ্ঞান অর্জন করতে পারব। আপনার পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো।

 last year 

বই মেলায় গেলে সকল কবিদের নাম স্মরণ হয়ে, সকল কবিদের লেখা বই গুলোর নাম জানা যায়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64573.45
ETH 3441.06
USDT 1.00
SBD 2.51