এম ই এক্স সি এক্সচেঞ্জ থেকে স্টিম কয়েন কিনে স্টিমিট ওয়ালেটে ডিপোজিট করার টিউটোরিয়াল পোস্ট

in আমার বাংলা ব্লগ6 months ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনি বার,৩০ডিসেম্বর ২০২৩ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে এম ই এক্স সি এক্সচেঞ্জ থেকে স্টিম কয়েন কিনে স্টিমিট ওয়ালেটে ডিপোজিট করার টিউটোরিয়াল পোস্ট শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

Blue White Minimalist Hospital Service Health Banner_20231230_190651_0000.png

আমরা অনেকেই স্টিম কয়েন কিনে হোল্ড অথবা পাওয়ার আপ করতে চাই, কিন্তু আমরা জানি না কিভাবে স্টিম কয়েন কিনতে হয়। আজকে আমি খুব সহজ এবং সাবলীল ভাবে স্টিম কয়েন কিনে, স্টিমিট ওয়ালেটে ডিপোজিট করে দেখাবো।

পর্ব:-১: বেসিক কার্যপ্রণালী

ধাপ-১: প্রথমে আমরা কয়েনমার্কেটক্যাপ ওয়েবসাইটে প্রবেশ করবো এবং সার্চ অপশন এ ক্লিক করবো।

Screenshot_2023-12-30-15-25-31-074_com.android.chrome-edit.jpg

ধাপ -২: আমরা সার্চ অপশনে গিয়ে 'স্টিম ' লিখে সার্চ করবো। তারপর আমরা নিচে দেখতে পারবো, এস বি ডি এবং স্টিম কয়েন চলে আসছে, আমরা স্টিম কয়েনের উপর ক্লিক করবো।

Screenshot_2023-12-30-15-26-06-638_com.android.chrome-edit.jpg

ধাপ:-৩ : এখন আমাদের কাছে একটি নতুন পেইজ আসবে । আমরা সেখানে স্টিম কয়েনের দাম দেখতে পারবো। এরপর আমরা মার্কেট অপশনে ক্লিক করবো।

Screenshot_2023-12-30-15-26-49-576_com.android.chrome-edit.jpg

ধাপ:-৪: মার্কেট অপশনে ক্লিক করার পর স্টিম কয়েন যত গুলো (Cex&dex ) মার্কেটে লিস্ট আছে, তা সব দেখা যাবে। এরপর আমি এখান থেকে"এম ই এক্স সি" বেছে নিলাম। কেননা "এম ই এক্স সি"এক্সচেঞ্জে লেনদেন একদম সহজ, তাছাড়া এই এক্সচেঞ্জের মধ্যে কে ওয়াই সি ছাড়া ডিপোসিট ইউথদ্র করা যায়।

Screenshot_2023-12-30-15-27-32-072_com.android.chrome-edit.jpg

পর্ব:-২: ফাইনাল স্টেজ

খুব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে "এম ই এক্স সি" এ সাইন আপ এবং লগইন করার পেইজ এর স্ক্রিনশট নেয়া যাচ্ছিলো না, তাই আমি আপনাদের কে এ দুটি জিনিস দেখাতে পারলাম না। এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। পরবর্তী ধাপ গুলো খুব সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করবো।

ধাপ:-১: প্রথমে আমরা "এম ই এক্স সি" অ্যাকাউন্ট অ্যাপসের মধ্যে লগইন করবো। এরপর আমরা"এম ই এক্স সি" এক্সচেঞ্জ অ্যাকাউন্টে মিনিমাম ৫$ সম পরিমাণ ইউ এস ডি টি ডিপোজিট করবো।আপনারা চাইলে ইউ এস ডি টি পিটুপি থেকে কিনে নিতে পারেন।

Screenshot_2023-12-28-23-56-57-365_com.mexcpro.client-edit.jpg

ধাপ:-২: এরপর আমরা একদম নিচের মাঝখানে "ট্রেড" অপশন দেখতে পারবো, সেখানে আমরা ক্লিক করবো। এরপর একদম উপরে বিটিসি/ইউ এস ডি টি পেয়ারে ক্লিক করবো।

IMG_20231230_181759.jpg

ধাপ:-৩:বিটিসি/ইউ এস ডি টি পেয়ারে ক্লিক করার পর আমাদের মাঝে একটি সার্চ বার আসবে। আমরা সেখানে স্টিম লিখে সার্চ করবো। এরপর আমরা স্টিম লেখার উপর ক্লিক করবো।

Screenshot_2023-12-29-00-00-36-359_com.mexcpro.client-edit.jpg

ধআপ-:৪: এরপর আমাদের মাঝে বিটিসি/ইউ এস ডি টি পেয়ার অন হয়ে যাবে।

Screenshot_2023-12-29-00-01-17-667_com.mexcpro.client-edit.jpg

ধাপ:-৫: তারপর আমরা লিমিট অপশনে ক্লিক করে, মার্কেট করে নিতে পারবো। লিমিট দিয়ে আমরা ইচ্ছা মতো দাম বসিয়ে কিনতে পারবো কিন্তু একটু সময় লাগবে, আর মার্কেট দিয়ে কিনলে ইনসটেন্ট কিনা হয়ে যায়।

Screenshot_2023-12-29-00-04-31-709_com.mexcpro.client-edit.jpg

ধাপ:-৬: তারপর একদম উপরের ঘরে আমরা স্টিম প্রাইজ বসিয়ে নিবো, তারপর নিচে পরিমাণ বসাবো, তার পর নিচে দেখতে পারবো কত $ পরিমাণ স্টিম কিনতেছি। এখন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা বাই স্টিম অপশনে ক্লিক করবো।

Screenshot_2023-12-29-00-06-29-549_com.mexcpro.client-edit.jpg

ধাপ:-৭: এরপর আমরা ডান কর্ণারের নিচে ওয়ালেট অপশন দেখতে পারবো।আমরা সেই ওয়ালেট অপশনে ক্লিক করবো। এরপর আমাদের ক্রয়কৃত স্টিম দেখতে পারবো। তারপর আমরা স্টিম কয়েনের উপর ক্লিক করবো।

Screenshot_2023-12-29-00-08-52-726_com.mexcpro.client-edit.jpg

ধাপ:-৮: এরপর নতুন একটি পেইজ আসবে, আমার সেখানে ডিপোজিট এবং উইথড্র অপশন দেখতে পারবো। আমরা এখান থেকে ইউথদ্র অপশনে ক্লিক করবো।

Screenshot_2023-12-29-00-09-44-784_com.mexcpro.client-edit.jpg

ধআপ-:৯: এরপর আমাদের একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে প্রথমে ইউথদ্র অ্যাড্রেস দিতে বলবে, আমরা সেখানে আমাদের স্টিমিট ইউজার নেম বসিয়ে দেবো। এরপর আমাদের কে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে, আমরা স্টিম নেটওয়ার্ক সিলেক্ট করে নিবো। এরপর আমাদের কে একটি মেমো দিতে বলবে, যেহুতু স্টিম ওয়ালেটে কোন মেমো নেই, সেহেতু আমরা সেখানে none লিখে দিবো। এরপর নিচে অ্যামাউন্টের ঘরে আমরা অ্যামাউন্ট বসিয়ে নিবো। এরপর সব কিছু ঠিক থাকলে আমরা কনফার্ম বাটনে ক্লিক করবো।

Screenshot_2023-12-29-00-10-59-649_com.mexcpro.client-edit.jpg

ধাপ:-১০: এরপর আমাদের নতুন একটি পেইজ আসবে। সেখানে দেখে নিবো আমাদের ইউথদ্র এর সকল তথ্য ঠিক আছে কি না! ঠিক থাকলে আমরা কনফার্ম ইউথদ্র অপশনে ক্লিক করবো।

Screenshot_2023-12-29-00-13-42-692_com.mexcpro.client-edit.jpg

ধাপ:-১১: এরপর আমাদের ভেরিফিকেশনের জন্য ইমেইল ভেরিফিকেশন কোড এবং অথেনটিকেটর কোড চাইবে, আমরা কোড গুলো দিয়ে কনফার্ম করে দিবো।

Screenshot_2023-12-29-00-15-36-868_com.mexcpro.client.jpg

ধাপ:-১২: এরপর আমাদের ইউথদ্র প্রক্রিয়াধীন এ চলে যাবে।

Screenshot_2023-12-29-00-18-50-041_com.mexcpro.client.jpg

ধাপ:-১৩: দুই থেকে তিন মিনিটের মধ্যে আমাদের ইউথদ্র সফল হবে।

Screenshot_2023-12-29-00-20-17-430_com.mexcpro.client.jpg

ধাপ:-১৪: আমরা এখন স্টিমিট ওয়ালেটে গেলে দেখতে পারবো, আমাদের ডিপোজিট কৃত স্টিম চলে এসেছে।

Screenshot_2023-12-29-00-22-23-290_com.steempro.mobile-edit.jpg

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
Sort:  
 6 months ago 

সাইন আপ এবং লগইনের ধাপ দুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো টিউটোরিয়াল পোস্টে এই দুটো ধাপ দেখানো খুবই জরুরী।

 6 months ago 

Mexc global এক্সচেঞ্জে স্টিম কয়েনটা লিস্টেড রয়েছে। আমাদের মধ্যে অনেকেই স্টিম ডিপোজিট এর এই সিস্টেমটা জানে না বললেই চলে। তাদের জন্য এটা বেশ ভালো একটা টিউটোরিয়াল। প্রতিটা ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন কিন্তু। ধন্যবাদ আমাদের সঙ্গে স্টিম ডিপোজিট করার পুরো টিউটোরিয়াল টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43