ক্রিপ্ট এয়ারড্রপ সম্পর্কে কিছু ধারণা

in আমার বাংলা ব্লগ6 months ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার,৩১ জানুয়ারী ২০২৪ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে ক্রিপ্ট এয়ারড্রপ সম্পর্কে কিছু ধারণা শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

pexels-photo-6765705.jpeg

Source

আমরা অনেকেই হয়তো ক্রিপ্ট এয়ারড্রপ এর নাম শুনেছি কিন্তু জানি না ক্রিপ্ট এয়ারড্রপ কী? আবার কারো কারো হয়তো এই ক্রিপ্ট এয়ারড্রপ সম্পর্কে গভীর ধারণা রয়েছে। আজকে আমি ক্রিপ্ট এয়ারড্রপ এর বিষয়টি একটু পরিষ্কার করে দিতে চাই আপনাদের সবাই কে। ক্রিপ্ট এয়ারড্রপ হলো, ক্রিপ্ট জগতের একটি মার্কেটিং পদ্ধতি। আর এই মার্কেটিং এর পদ্ধতি হলো যখন ক্রিপ্ট জগতের মধ্যে নতুন কোন প্রযেক্ট লন্স করা হয় তখন ওই সব প্রযেক্টের মধ্যে একটি এয়ারড্রপ ইভেন্ট চালু করা হয়।আর ওই ইয়ারড্রপ ইভেন্টের মধ্যে তারা কিছু টাস্ক সংযুক্ত করে দেন।আর আমরা যদি টাস্ক গুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারি তাহলে, তারা আমাদের কে তাদের নিজস্ব টোকেন/কয়েন আমাদের ওয়ালেট অ্যাড্রেসে ডিস্ট্রিবিউট করে দেন।

আর এই এয়ারড্রপ ইভেন্টের মাধ্যমে তাদের প্রযেক্ট সকলের নিকট ছড়িয়ে যায়। নতুন প্রযেক্টে এয়ারড্রপ দেয়ার মূল কারণ হলো তাদের প্রযেক্ট সকলের নিকট পৌঁছে দেয়া। নতুন প্রযেক্টের মধ্যে যেসকল টাস্ক গুলো দেয়া থাকে সেগুলো হলো তাদের সকল সোচাল মিডিয়াতে ফলো দেয়া, তাদের প্রযেক্ট সম্পর্কে নিজের সোচাল একাউন্টে পোস্ট শেয়ার করা, তাদের টেলিগ্ৰাম ও ডিসকোর্ড চ্যানেলের মধ্যে এক্টিভ থাকা।আর যে যত বেশি এক্টিভ থাকবে সে তত বেশি এয়ারড্রপ অ্যালোকেলন পাবে। আরো বিভিন্ন ধরনের ছোট ছোট টাস্ক রয়েছে। তবে প্রতিটি প্রযেক্টে একই ধরনের টাস্ক থাকে না। বিভিন্ন প্রযেক্ট বিভিন্ন ভাবে টাস্ক সংযুক্ত করে থাকে। প্রতিটি প্রযেক্ট একটি নির্দিষ্ট সময় সীমার পর তাদের টোকেন/কয়েন এয়ারড্রপ হান্টারদের ডিস্টিবিউট করে।

ক্রিপ্ট এয়াড্রপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে বেশিরভাগ প্রযেক্ট গুলো সোচাল মিডিয়া টাস্ক (প্রমোশনাল টাস্ক)সংযুক্ত করে থাকে। আবার কিছু কিছু প্রযেক্ট তাদের নিজস্ব ডেক্সের মধ্যে কিছু পরিমাণ টোকেন/কয়েন সয়াপ করার টাস্ক সংযুক্ত করে। এছাড়াও রয়েছে টেস্ট নেট এয়ারড্রপ,এই টেস্ট নেট এয়ারড্রপ গুলো করতে হলে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে টেস্ট নেট ফসেট ক্লেইম করে তাদের নিজস্ব ডেস্কের মধ্যে কয়েক বার সয়াপ করা।আর এই ধরনের এয়ারড্রপ গুলো অনেক বেশি পরিমাণে প্রফিট দিয়ে যায়। আমার দেখা সকল এয়ারড্রপ এর মধ্যে টেস্ট নেট এয়ারড্রপ গুলো সেরা মনে হয়। কেননা এই এয়ারড্রপ গুলো তে সামান্য কিছু কাজ করে অনেক বেশি প্রফিট পাওয়া যায়।

এছাড়া ও বর্তমান স্টাকিং এয়ারড্রপ গুলো খুব ভালো প্রফিট দিয়ে যাচ্ছে সবাই কে। স্টাকিং এয়ারড্রপ মূলত হচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইটের মধ্যে কিছু পরিমাণ ডলার স্টেক করা।এই স্টেক করার বিনিময়ে তারা আমাদের কে তাদের নিজস্ব টোকেন/কয়েনের জন্য এলিজিবল করে থাকে। বেশ কিছু দিন আগে মান্টা নামের এক প্রযেক্ট তাদের সকল স্টেকার ইউজার দের কে বিশাল পরিমাণ প্রফিট দিয়ে দিছে। আশা করি আমার এই পোস্টের মাধ্যমে আপনারা এয়ারড্রপ সম্পর্কে একটু ধারনা পেয়েছেন।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60589.35
ETH 2628.62
USDT 1.00
SBD 2.53