নাটক রিভিউ: স্কুল লাভ স্টোরি । (১০% shy-fox এবং ৫% abb-school)
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নাম | স্কুল লাভ স্টোরি |
---|---|
পরিচালক | সিনেবার্ড |
অভিনয়ে | নির্জন নাহুয়েল,জুলকার নাফিস |
গল্প | নির্জন নাহুয়েল |
ডিরেক্টর | জুলকার নাফিস |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
দৈর্ঘ্য | সতের মিনিট |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী
নির্জন নাহুয়েল ও তার বন্ধু একদিন একটি রাস্তায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর নির্জন নাহুয়েলের বান্ধবী সেখানে চলে আসে। মেয়েটি ছিল নির্জন নাহুয়েলের একজন প্রেমিকা। নির্জন নাহুয়েল ও তার প্রেমিকা একপাশে কথা বলার যায়, এবং সেখানে নির্জন নাহুয়েলের বন্ধুকে গার্ড হিসেবে রেখে দেয়। তারা দুজন সেখানে অনেক কথা বার্তা বলে, এবং রাস্তায় আসার সময় একজন ছেলে নির্জন নাহুয়েলের প্রেমিকাকে ডিস্টার্ব করেছিল,তা সে বলে দেয়। পরে নির্জন নাহুয়েল খুব রেগে যায়। নির্জন নাহুয়েল তার বন্ধু কে নিয়ে ওই ছেলেটা কে মারতে যায়। কিছুদূর যেতেই ওই ছেলের সাথে দেখা হয়ে যায়, এবং তাকে বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু সে কোন কিছু উত্তর দেয় না।পরে নির্জন নাহুয়েল ও তার বন্ধু রেগে গিয়ে তাকে অনেক মারধোর করে সেখানে ফেলে তারা চলে যায়।
কিছুদূর যেতেই আবার নির্জন নাহুয়েলের প্রেমিকের সাথে দেখা হয়ে যায়। নির্জন নাহুয়েলের প্রেমিকা তাকে ডেকে নিয়ে অনেক গালাগালি করে মারামারি করার জন্য। পরবর্তী তে সে তাকে কথা দেয় যে সে আর কখনো মারামারি করবে না। কিছুক্ষণ পর সেখানে একটু আগে যে ছেলেকে তারা মারধর করছিল,সে তার কয়েকজন বন্ধুকে সেখানে নিয়ে আসে অনেক মারধোর করে। কিছুক্ষণ পর আবার নির্জন নাহুয়েল তাদের কে মারার জন্য তার বন্ধু তাদের কাছে যায়, এবং তাদেরকে অনেক মারধর করে নির্জন নাহুয়েল ও তার বন্ধু।
তাদের মারামারি দেখে সেখানে নির্জন নাহুয়েলের প্রেমিকা সেখানে চলে আসে, এবং নির্জন নাহুয়েল কে বলে আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না।পরে সে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার সময়, আবার তাদের শত্রু দের সাথে দেখা হয়ে যায়।শত্রু পক্ষ অনেক শক্তিশালী হয়ে এসে নির্জন ও তার বন্ধু কে মেরে ফেলে চলে যায়।
সকল স্ক্রিনশন ইউটিউব থেকে নেয়া হয়েছে
নাটকটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আমি সব সময় প্রায় নির্জন নাহুয়েলের নাটক দেখে থাকি, আমি নির্জন নাহুয়েলের একজন বড় ফ্যান।এই নাটকটি দেখে আমি অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছি। বর্তমান জেনারেশনে এই রকম ঘটনা নতুন নয়। বিশেষ করে যারা ইয়াং তাদের মাঝে এরকম ঘটনা ঘটে। তারা কখনো ছাড় দিতে চায় না। অনেক ছোট ছোট বিষয় থেকে শুরু হয় এরকম বড় বড় নানা দুর্ঘটনা,ফলে অনেক মা বাবারা তাদের সন্তানদের কে হারাচ্ছে।এই নাটকটি বর্তমান সমাজে একটি শিক্ষনীয় নাটক
সবাইকে অনেক ধন্যবাদ।