অঙ্কন:- কফির আড্ডায় বন্ধত্বের হাতছানি ।

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন সবাই?

সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি। আশাকরি সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ছবি অঙ্কন করতে আমার খুবই ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই আজ আবারও একটি ছবি অংকন করলাম। আমি প্রতিনিয়ত একটা কথা বলি যে, মনোবল আর প্রবল চেষ্টা করলেই অনেক কিছু করা যায়। আমি আগে কখনো এভাবে ছবি আঁকার চেষ্টা করিনি। তবে এখন চেষ্টার কারণে কিছুটা হলেও ছবি অংকন করতে পারি।



মূল ছবি

IMG_20211111_173627.jpg

আশাকরি ছবিটি‌ আপনাদের ভালো লাগবে। ছবিটি কিভাবে অঙ্কন করলাম তার প্রত্যেকটি ধাপ এখন আপনাদের মাঝে ভাগ করে নিবো। তাহলে চলুন শুরু করা যাক।



উপকরণ

  • অঙ্কন খাতা
  • পেন্সিল ✏️

IMG_20211111_234311.jpg

অঙ্কন প্রক্রিয়া

IMG_20211111_180436.jpg

IMG_20211111_180543.jpg

প্রথমেই আমি একটি লম্বা দাগ দিয়ে সেখানে হাতের আঙ্গুল এঁকে নিয়েছি।



অঙ্কন প্রক্রিয়া

IMG_20211111_180605.jpg

আঙ্গুল গুলো আঁকার পর আমি সম্পূর্ণ হাতটি এঁকে নিয়েছি। আপনারাও উল্লেখিত ছবির মত করে সম্পূর্ণ হাতটি এঁকে নিবেন।



অঙ্কন প্রক্রিয়া

IMG_20211111_180659.jpg

IMG_20211111_180723.jpg

IMG_20211111_180752.jpg

এখন আমি আগের অঙ্কন করা হাতের পাশেই আরো দুইটি ডাক দিয়ে নিয়েছি। তারপর বাম পাশের দাগে আবার হাত অঙ্কন করার জন্য প্রথমে আঙ্গুল এঁকে নিয়েছি।



অঙ্কন প্রক্রিয়া

IMG_20211111_180818.jpg

আঙ্গুল আঁকার পরেই আমি সম্পূর্ণ হাতটি এঁকে নিয়েছি।



অঙ্কন প্রক্রিয়া

IMG_20211111_180850.jpg

IMG_20211111_180922.jpg

IMG_20211111_181027.jpg

এখন ছবিটি পেন্সিলের সাহায্যে মগের আকৃতি দিয়ে দিয়েছি।



অঙ্কন প্রক্রিয়া

IMG_20211111_181100.jpg

IMG_20211111_181224.jpg

এ পর্যায়ে আমি দুটি মগের উপরে উল্লেখিত ছবির মত এঁকেছি। এবং দুটি লাভ অঙ্কন করেছি।



অঙ্কন প্রক্রিয়া

IMG_20211111_181241.jpg

IMG_20211111_181333.jpg

IMG_20211111_181412.jpg

IMG_20211111_181444.jpg

এ পর্যায়ে ছবিটির সৌন্দর্যের জন্য পেন্সিল দিয়ে কিছু নির্দিষ্ট জায়গা ঘষে ঘষে পূরণ করে দিয়েছি। এবং পেন্সিল দিয়ে বেস্ট ফ্রেন্ড শব্দটি দুটি মগে লিখে দিয়েছি।



IMG_20211111_173627.jpg

আসলে আমি কোনো চিত্র শিল্পী নই। তবে আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ছবি অঙ্কন করা এতো টা সহজ নয়। তবে চেষ্টা করলেই হয়।



ছবির বিবরণ

আজকের বিষয়চিত্র অংকন
মোবাইলরেডমি সিক্স-এ
ছবি তুলেছি@riyadhasan
ছবির লোকেশনলিংক


🧡"ধন্যবাদ"🧡



Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার কথাটা আমার অনেক মনে ধরেছে। মনোবল ভাব ও প্রবল ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই করা যায়। আমি ব্যক্তিগতভাবে আর্ট করতে তেমন একটা ভাল পারি না আপনার অংকন টি অনেক সুন্দর হয়েছে । এটি দেখি আমি অনুপ্রাণিত হলাম।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।সব সময় ভালো এবং সুস্থ থাকবেন।

ভাইয়া বন্ধুদের আড্ডায় হাতছানি অনেক সুন্দর অঙ্কন করেছেন। সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর একটি অংকন করলেন। বিশেষ করে আপনার টাইটেলটা অসাধারণ ছিল। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার সবথেকে বেশি ভালো লেগেছে দুইটা হাত খুব সুন্দর ভাবে কফি মগ ধরে আছে। এত সুন্দর একটি অংক না মাঝে মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।সব সময় ভালো এবং সুস্থ থাকবেন।

 3 years ago 

কফির আড্ডায় বন্ধত্বের হাতছানি বাহ্ দারুন হয়েছে আপনার অংকন, আমার অনেক পছন্দ হয়েছে ভাই অনেক নিখুঁত ভাবে অংকন করেছেন ভাই আপনার প্রশংসা করতে হয় ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

কফির আড্ডায় বন্ধুত্বের হাতটা নিয়ে বাহ কি অসাধারণ চিন্তাধারা। অতীতের কথা বা এখনও এটি হয়ে থাকে। আমরা সকল বন্ধুবান্ধব যদি এক জায়গায় হয় এরকম মুহূর্ত ফুটে ওঠে। আসলে অনেক ভালো ছিল আপনি খুব দক্ষতার সাথে অঙ্কন করেছেন এবং প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57642.15
ETH 2578.06
USDT 1.00
SBD 2.49