বন্যপ্রাণী
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।
[লিংক]https://pixabay.com/photos/cows-mountain-world-alps-nature-2649294/()
সৃষ্টির প্রথম থেকে এই পৃথিবীতে বহু উদ্ভিদ, প্রাণী রয়েছে। আসলে আমরা মানুষও কিন্তু এক ধরনের প্রাণী। আর পৃথিবীতে আলাদা আলাদা ধরনের বিভিন্ন প্রাণী বসবাস করে। কোন কোন প্রাণী আমাদের সন্নিধে বসবাস করে। আবার কোন কোন প্রাণী গভীর বন জঙ্গলে বসবাস করে এসব প্রাণীরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই পৃথিবীতে কোন একটা প্রাণী যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে এর প্রভাব প্রকৃতিকে যথেষ্ট পরিবর্তন করতে পারে। কারণ ইকোসিস্টেম সবাই আমরা ছোটবেলায় পড়েছি।
এছাড়াও সমাজের বহু অসাধু ব্যক্তি রয়েছে যারা এসব প্রাণীদেরকে বিনা কারণে হত্যা করে এবং কিছু কিছু প্রাণীদেরকে আবার খাওয়ার জন্য হত্যা করে। বিশেষ করে তারা বন থেকে হরিণ, পাখি এবং বিভিন্ন ধরনের প্রাণী শিকার করতে যায়। এইসব প্রাণী যদি বেশি শিকার করা হয় তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এছাড়াও দিন দিন সেইসব প্রাণীদের সংখ্যা কমে যাবে এবং পৃথিবী থেকে সেসব প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। আর এজন্য সরকার এসব অসাধু শিকারী ব্যক্তিদের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
সমাজে যেসব অসাধু ব্যক্তির রয়েছে তাদেরকেও আমাদের আইনের কাছে ধরিয়ে দেওয়া অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। কারণ সরকারের একার পক্ষে এইসব অসাধু ব্যক্তিদেরকে চেনার কোন উপায় নেই। আর এইসব অসৎ ব্যক্তিদেরকে যথেষ্ট শাস্তি দিয়ে আমরা এসব অসাধু ব্যক্তিদের সংখ্যা দিন দিন কমিয়ে আনতে পারি। আর কেউ যদি কোন ধরনের পশু নির্যাতন এবং শিকার করে তাদেরকে আমাদের বোঝানো উচিত এবং যদি না বোঝে তাহলে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। তাইতো সকল প্রাণীদের রক্ষার্থে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে আসতে হবে।
বন্যপ্রাণী
বন্যপ্রাণীদেরকে সংরক্ষণ করা,
আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য।
তাদের যেন কেউ হত্যা না করে,
সেদিকে সচেতন থাকা প্রয়োজন।
বহু অসাধু লোকেরা দিন দিন,
বহু পশু পাখি হত্যা করে।
দিন দিন বহু প্রাণী বিলুপ্ত হচ্ছে,
এইসব অসাধু ব্যক্তির কারণে।
কারণে অকারণে পশু শিকার করা,
আইনত দণ্ডনীয় অপরাধ।
এই অপরাধ যারা সমাজে করে,
তাদেরকে শাস্তি দেওয়ার খুব দরকার।
সুন্দর এই পৃথিবী গড়তে,
সব পশু প্রাণী বেঁচে থাকতে হবে।
পশু প্রাণী যদি কমে যায় পৃথিবীতে,
তাহলে পৃথিবী কি আর সুন্দর হবে?
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আমি মনে করি বন্যপ্রাণী প্রকৃতিরই একটি অংশ। তবে এটা ঠিক সেই প্রকৃতির অংশ কিছু অসাধু লোকের কারণেই বিনষ্ট হচ্ছে। আর এই বিনষ্টের ফলে প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। অনেক অসাধু লোক আছে তারা অনেক ধরনের পশু পাখি স্বীকার করে । আবার কেউ কেউ বনে গিয়ে হরিণ স্বীকার করে খাওয়ার জন্য। আবার কেউ কেউ তো আছে কিছু প্রাণীর চামড়া অবৈধভাবে বিক্রি করে। মূলত এ কারণেই প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। যাই হোক এ ধরনের ব্যক্তি ও কার্যকলাপ দেখলে অবশ্যই সজাগ থাকতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।