বিপদের বন্ধু নাকি প্রকৃত বন্ধু

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিপদের বন্ধু নাকি প্রকৃত বন্ধু সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে প্রাচীনকাল থেকে আমরা যখন সবাই একসাথে একই জায়গায় বসবাস করে আসছি তখন কিন্তু আমরা একে অন্যের সাহায্যে সবসময় এগিয়ে আসতাম। যদিও কেউ কখনো কোনো বিপদে পড়লে অন্য সবাই তাকে সেই বিপদ থেকে উদ্ধার করত। কিন্তু তখনকার সময় এই বন্ধু নামের কোন প্রচলন ছিল না। কিন্তু এই বন্ধু নামের মাহাত্ম্যটা উঠে এসেছে সেই প্রাচীনকাল থেকে। এছাড়া আমরা এই বন্ধু নামের বিভিন্ন নিদর্শন দেখতে পাই। অর্থাৎ অনেক বন্ধু রয়েছে যারা তাঁর বন্ধুর জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। আসলে শুধুমাত্র দুটি অক্ষর বন্ধুর নামটা হলেও এই বন্ধু নামের গভীরতা কিন্তু অনেক বেশি। কারণ আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদেরও বন্ধুর অবশ্যই প্রয়োজন।

আসলে শৈশবকালে অর্থাৎ আমাদের জন্মানোর কয়েক বছর পর থেকে আমাদের প্রথম বন্ধু হওয়া শুরু করে। এরপর যখন আস্তে আস্তে বড় হই তখন বন্ধুর সংখ্যা বাড়তে থাকে। আবার শৈশবকালের কিছু বন্ধু আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। আসলে একদিক থেকে যেমন বন্ধু হারিয়ে যায় তেমনি অন্য দিক থেকে আবার নতুন নতুন বন্ধু সৃষ্টি হয়। আর এভাবে চলতে চলতে এক সময় আমরা জীবনের শেষ সময়ে চলে আসি। কিন্তু আমাদের এই শৈশবকাল থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত একমাত্র সেই সব বন্ধুর কথাই মনে থাকে যেসব বন্ধুরা আমাদের বিপদের সবসময় এগিয়ে এসে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন। আসলে এসব বন্ধুদের কথা আমরা কোনোভাবেই ভুলে যেতে পারব না।


এছাড়াও বন্ধু কিন্তু দুই প্রকারের হয়। অর্থাৎ একজন খারাপ বন্ধু আরেকজন হলো ভালো বন্ধু। প্রথমে খারাপ বন্ধুর কথায় আসা যায়। আসলে এই খারাপ বন্ধুরা কখনো কোনো বন্ধুর ভালো চায়না। তারা চায় যে সেই বন্ধু কি করে কোন বিপদে পড়ে এবং তাকে বিপদে ফেলতে পারলে সেই বন্ধু আনন্দ পায়। তাইতো অনেকে বলে যে, একজন খারাপ বন্ধু থেকে বন্ধু না থাকাই অনেক ভালো। কারণ আমরা আমাদের মনের কথা এবং আবেগ সবসময় বন্ধুদের কাছে শেয়ার করি। আর বন্ধু হলে এমন এক জায়গা যেখানে আমরা কখনো কোন অহংকার দেখাতে পারি না। এছাড়াও বন্ধুরা আমাদের সকল দুর্বল জায়গা গুলো জানে। কারণ আমাদের সকল কথা বন্ধুদের সাথে শেয়ার করি।



কিন্তু কোন খারাপ বন্ধুর কাছে যদি আমার আমাদের মনের কথা শেয়ার করি তাহলে এর থেকে বড় ভুল আর আমরা জীবনে হয়তোবা অন্য কিছু করবো না। কারণ এই খারাপ বন্ধু আমাদের এই দুর্বল জিনিসগুলো জানতে পেরে সে সব সময় সুযোগের সব ব্যবহার করবে। তাইতো আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে। আর ভালো বন্ধু হল এমন একজন বন্ধু যে বন্ধুর কাছে গেলে আমরা সব সময় সকল দুঃখ কষ্ট নিমিষেই ভুলে যাই। এছাড়াও আমাদের কষ্টের মুহূর্ত গুলো যখন আমাদের বন্ধু পাশে থাকে তখন আমাদের আর কোন কষ্ট হয় না। কারণ বন্ধুর কাছে এমন এক ওষুধ আছে যে ওষুধের জন্য আমরা সকল কষ্ট থেকে নিমেষে বের হয়ে আসতে পারি।


এছাড়াও পৃথিবীতে অনেকে ছিলেন যারা তাদের বন্ধুদের জন্য তাদের নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। আর তাদের এসব মহৎ কাজের জন্য আজও সেই সব বন্ধুদের কথা মানুষ মনে রাখে। আসলে আমরা অনেকে দুই বন্ধুর গল্পটি শুনেছি। যে বন্ধু তার অন্য বন্ধুকে ভাল্লুকের মুখে ফেলে দিয়ে পালাতে পারে সে বন্ধু কখনো প্রকৃত বন্ধু হতে পারেনা। আসলে বন্ধু হলে এমন এক জিনিস যে বন্ধু তার বন্ধুর সুখের জন্য সবকিছু করতে রাজি আছে। কিন্তু সে কখনো অন্য বন্ধুর কষ্ট সহ্য করতে রাজি নয়। আর এজন্য আমাদের জীবনে বন্ধু সঠিক নির্বাচন অবশ্যই করতে হবে এবং বন্ধু ছাড়া আমরা কখনোই একাকী চলতে পারব না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 3 hours ago 

বিপদে প্রকৃত বন্ধুর পরিচয় বহন করে। আদিম কাল থেকেই মানুষের বিপদে আপদে প্রকৃত বন্ধু যারা তারাই এগিয়ে আসার রীতি রয়েছে। চারিদিকে অসংখ্য মানুষ বন্ধু দাবিদার থাকে। কিন্তু প্রকৃত বন্ধু সেই, যে বিপদের সময় এগিয়ে আসে। অসংখ্য ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 63605.39
ETH 3470.79
USDT 1.00
SBD 2.52