শিক্ষক

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শিক্ষক সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে শৈশবকালে আমাদের প্রথম শিক্ষাগুরু হচ্ছে আমাদের মা-বাবা। কারণ মা বাবাই কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা দিয়ে থাকেন এবং পরবর্তীতে আমাদের বয়স পাঁচ থেকে সাত বছরের মধ্যে হলে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাই। আসলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা ভর্তি হই তখন কিন্তু আমাদের মা-বাবা ছাড়া অন্য শিক্ষকের সাথে আমাদের পরিচয় হয় এবং সেই শিক্ষক আমাদের পরবর্তী জীবনের পথকে অনেক সহজ করে তোলার জন্য সুষ্ঠ শিক্ষা দান করেন আমাদের মাঝে। আর এই শিক্ষক হলেন এমন একজন ব্যক্তি যার কাছ থেকে আমরা সবসময় ভালো কাজের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকি।



আসলে তিনি শুধুমাত্র আমাদের শিক্ষা প্রদান করেন না। শিক্ষা প্রদানের পাশাপাশি তিনি আমাদের বাস্তব জীবনে একজন ভালো মানুষ হয়ে সমাজের মাঝে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবসময় ভালো বিভিন্ন ধরনের পরামর্শ আমাদের দিয়ে থাকেন। আসলে শিক্ষার পাশাপাশি এসব পরামর্শ কিন্তু আমাদের জীবনে অনেকটা বড় ভূমিকা পালন করে। তাইতো আমরা এই শিক্ষকের কাছ থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে জীবনে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবসময় চেষ্টা করি। আসলে এই পৃথিবীতে শিক্ষক হলো এমন একজন ব্যক্তি যার তুলনা আমরা কোন কিছুর সাথে কখনো করতে পারি না।



কারণ একজন শিক্ষক কিন্তু মা-বাবার পরেই তার স্থান। ভবিষ্যৎ জীবনের সকল জ্ঞান কিন্তু আমরা এই শিক্ষকের কাছ থেকে পেয়ে থাকি। আর এই শিক্ষকের সম্মান রক্ষার জন্য আমরা যে কোন কিছু করতে সব সময় প্রস্তুত। আসলে আগেরকার সময়ে ছাত্ররা শিক্ষকদেরকে শিক্ষাগুরু হিসেবে গণ্য করতেন এবং তাদের কথা সবসময় মান্য করতেন। এছাড়াও তাদের শ্রদ্ধা ভক্তিতে তখনকার ছাত্র-ছাত্রীরা কখনো পিছিয়ে ছিল না। কিন্তু বর্তমান সময়ে শিক্ষকের স্থান অনেকটা নেমে গেছে। কারণ বর্তমান সময়ের আধুনিক ছাত্র-ছাত্রীরা শিক্ষকদেরকে বন্ধুসুলভ মনে করে।


আমার মনে হয় শিক্ষক কখনো একজন বন্ধু হতে পারেনা। কারণ তিনি আমাদের গুরু আর গুরু যে আমাদের বন্ধু হবে এটা ভাবতো কেমন একটা যেন আমার মনে হয়। আবার অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ শিক্ষক তো আমাদের বন্ধুও হতে পারে। কিন্তু সেটাও কিন্তু একদিক থেকে ঠিক। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে শিক্ষক আমাদের জীবনের শিক্ষাগুরু এবং তাকে শ্রদ্ধা ভক্তি করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। আর যারা এই সমাজের শিক্ষকদেরকে অপমান করে সেসব ছাত্র-ছাত্রীরা জীবনে কখনো মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। আসলে তারা ছাত্র-ছাত্রী নামের কলঙ্ক।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 6 months ago 

আমি মনে করি শিক্ষক "শিক্ষকই"।আর যদি বন্ধুসুলভ হয়ও তবুও শিক্ষকের মাপকাঠিতেই জানতে হবে ও মানতে হবে। তবে যারা শিক্ষককে শিক্ষকের মাপকাঠিতে না ভেবে শিক্ষকের সাথে বেয়াদবি করে তারা নিঃসন্দেহে খারাপ। আর তাদের ভবিষ্যতও আশা করি ভালো হবে না। আর এখনকার জেনারেশনের শিক্ষক এর উপরে ভক্তি শ্রদ্ধা অনেকটাই কমে গেছে। তবে সবারই উচিত শিক্ষকের যথাযথ সম্মান দেওয়া। ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 68872.12
ETH 2524.42
USDT 1.00
SBD 2.53