অনুভূতি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অনুভূতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আমাদের এই পৃথিবীতে মানুষের অনুভূতি আছে বিধায় মানুষ মানুষকে ভালোবাসে। আসলে মানুষের প্রতি মানুষের দয়া মায়া এবং ভালোবাসার বহিঃপ্রকাশই সেই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ভর করে। আসলে মানুষের মধ্যে ভালো-মন্দ বোঝার অনুভূতি আছে বিধায় মানুষ সব সময় ভালো কাজ করে এবং খারাপ কাজ থেকে সবসময় বিরত থাকে। আসলে অনেক সময় আমরা কথায় কথায় বলি যে তুই কি সেন্সলেস। অর্থাৎ তোর কি কোন অনুভূতি নেই। আসলে মানুষ যদি স্বাভাবিক কাজ অপেক্ষা খারাপ কাজ করে তখন আমরা তাকে অনুভূতিহীন মানুষ বলি। কারণ যেসব মানুষের অনুভূতি নেই তারা কখনো ভালো কাজ করে না। তারা সব সময় চেষ্টা করে কি করে মানুষকে কষ্ট দেওয়া যায় এবং কি করে মানুষকে বিপদে ফেলা যায়। আসলে আমাদের এই পৃথিবীতে এই অনুভূতিহীন মানুষের সংখ্যা অনেক বেশি।

আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এখন বর্তমানে মানুষ মানুষকে আঘাত করতে কোন কষ্ট হয় না। কিন্তু আপনি যদি কাউকে একটু আঘাত করেন তাহলে আপনার মনের সব সময় আঘাত করবে যে কেন আপনি সেই মানুষটিকে আঘাত করলেন। কারণ আমাদের এই ভালো অনুভূতিগুলো আমাদের সব সময় খারাপ কাজ করা থেকে বিরত রাখে। আসলে একটা জিনিস মানুষ করতে করতে সেই জিনিস থেকে মানুষের অনুভূতি উঠে যায় আবার কিছু কিছু মানুষের সেখানে অনুভূতি জন্ম নেয়। অর্থাৎ ধরুন আপনি কোন একটা মুরগি খাওয়ার জন্য সেই মুরগিটিকে আপনি হত্যা করতে গেলে আপনার বিবেক কখনো সাড়া দেবে না। কারণ আপনি এর আগে সেই জিনিসটা কখনো করেননি এবং ওই প্রাণীটার জন্য আপনার মায়া হবে। কিন্তু যারা প্রতিনিয়ত মুরগির ব্যবসায় জড়িত তারা কিন্তু কোন মুরগির প্রাণ নিতে একটুও দ্বিধাগ্রস্ত হবেনা।

অর্থাৎ আপনি সহজে এই পরীক্ষাটি করতে পারবেন। কিন্তু আরেকটা জিনিস আমাদের পৃথিবীতে আমরা জানি যে, হিংস্র জীবজন্তুদের ভিতর কোন অনুভূতি নেই। কেননা তারা একে অপরকে হত্যা করতে এবং অন্যান্য জীবজন্তুদের আক্রমণ করতে কখনো দ্বিধাবোধ করে না। কিন্তু মানুষের মধ্যে অনুভূতি আছে বিধায় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কারণ মানুষ মানুষকে ভালোবাসে এবং মানুষ মানুষের বিপদে সবসময় এগিয়ে আসে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যে এখন মানুষ মানুষকে হত্যা করতে মোটেও দ্বিধাবোধ করে না। কারণ মানুষের অনুভূতি দিন দিন লোভ পাচ্ছে এবং বিভিন্ন লোভের জন্য মানুষ মানুষের ক্ষতি করছে সব সময়। আসলে আমরা যদি আমাদের অনুভূতিকে কোমল না করি তাহলে আমরা কখনোই এই সমাজে একত্রে বসবাস করতে পারবো না।

এছাড়াও আমরা এই পৃথিবীতে একত্রে বসবাস করি এবং একে অন্যের সাহায্যে সবসময় এগিয়ে আসি। আসলে মানুষের এই অনুভূতির যদি কোমল হয় তাহলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু এভাবে যদি আমরা হিংস্র মন মানসিকতা নিয়ে মানুষকে আক্রমণ করি এবং মানুষের ক্ষতি করি তাহলে আমরা জীবনেও একজন ভালো মানুষ হিসেবে বড় হতে পারব না। আর সবাই আমাদেরকে অনুভূতিহীন মানুষ বলে চিনে থাকবে। তাইতো আমরা সবাই মানুষ মানুষকে ভালোবাসবো এবং মানুষের সাহায্যে সব সময় এগিয়ে আসব। আসলে এর ফলে আমরা এক সুন্দর পৃথিবী সৃষ্টি করব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 10 days ago 

আপনি আজকের পোস্টে বাস্তবভিত্তিক কিছু কথা তুলে ধরেছেন। আসলে ভালো কাজ করতে করতে কোন খারাপ কাজ করতে গেলে মনে হয় যেন এই কাজটা ভুল হচ্ছে। তখন সে খারাপ কাজটা থেকে পিছিয়ে আসা হয়। তবে যার অনুভূতি নেই সে ভালো খারাপ বিবেচনা করে কাজ করে না। সে আসলে কোনোভাবেই ভালো মানুষের কাতারে পড়ে না। মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে হয়তো খারাপটাকে ভালোতে পরিণত করার চেষ্টা করে। কিন্তু যার মন মানসিকতা খারাপ সব সময় চায় যেটা খারাপ হচ্ছে তা আরো খারাপ হোক। আপনার পোস্টটাতে অনেক কিছু ব্যাখ্যা করেছেন

আসলে মানুষের এই অনুভূতির যদি কোমল হয় তাহলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু এভাবে যদি আমরা হিংস্র মন মানসিকতা নিয়ে মানুষকে আক্রমণ করি এবং মানুষের ক্ষতি করি তাহলে আমরা জীবনেও একজন ভালো মানুষ হিসেবে বড় হতে পারব না।

এই লেখাটা পড়ে খুব ভালো লাগলো। কারণ এই কথার সাথে আমি অনেক কিছুর মিল দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু কথোপকথন নিয়ে লেখার জন্য।

 9 days ago 

মানুষ হিসেবে আমাদের সবার মাঝেই অনুভূতি থাকা উচিত। কিন্তু যারা খারাপ মনের মানুষ কিংবা যাদের মন-মানসিকতা একেবারে খারাপ, তাদের মধ্যে আসলেই কোনো অনুভূতি থাকে না। তারা মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না। আর এই ধরনের মানুষের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সেসব মানুষেরা পশুর চেয়েও নিকৃষ্ট। এমন বিবেকহীন মানুষদের সাথে একই সমাজে বসবাস করাটাও ঝুঁকিপূর্ণ। যাইহোক এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

মানুষের অনুভূতি আছে বিধায়, তাদের ভালোলাগা মন্দলাগা কাজ করে। একে অন্যের প্রতি প্রেমে পড়ে। আঘাত পেলে কষ্ট পাওয়া , আনন্দ ফেলে উল্লাস করে। তবে আজকের পোস্টটি আপনার খুবই দারুণভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 63774.40
ETH 3406.49
USDT 1.00
SBD 2.59