নতুন আতঙ্ক!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে একটা সতর্কতামূলক পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমার মনে হয়েছে যে আজকের পোস্টটি আসলে এটাই হওয়া উচিত। কারণ বিগত দুই তিন দিন ধরে একটা নিউজ পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও ঢাকার মধ্যে। তো ভাবলাম যে এখানেও তো অনেক চট্টগ্রাম ও ঢাকার মানুষ রয়েছে। তাই আমার পোস্টের মাধ্যমে যদি কেউ একটুও সচেতন হয়। তাহলে আমি অনেকটাই খুশি হবো।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ পেপারে যে খবরটি অনেক বেশি ভাইরাল হয়েছে কিংবা অনেক বেশি সমালোচিত হচ্ছে। সেটা হলো হঠাৎ করেই বাচ্চা ছেলে মেয়ে হারানো শুরু হয়েছে। তাও খুব একটা বড় বয়সের ছেলে মেয়ে এমনটা নয় আবার একেবারে শিশু তাও নয়। অর্থাৎ ১৩ থেকে ১৪ বছরের বাচ্চারা হুট করেই বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে যাচ্ছে। এটা আমার কাছে অসম্ভব রকমের ভয়ংকর একটি ব্যাপার মনে হয়েছে। কারণ এই যে ১৩-১৪ বছরের বাচ্চাদের কিন্তু খুব একটা বুঝ হয় না। তাই তাদেরকে কিন্তু সামান্য কিছু বলেই কনভিন্স করে কোনো মানুষের নিয়ে যাওয়াটা খুব একটা কঠিন কিছু নয়।

প্রথমে ভেবেছিলাম এটা গুজব। কিন্তু চারপাশের কিছু নিউজ যখন দেখা শুরু করলাম তখন আসলে বুঝতে পারলাম যে, এটা গুজব নয়। কারণ এলাকার একেবারে পাশের এলাকার ই এমন নিউজ যখন দেখলাম। তখন সত্যিই নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো। তাই আমার পোস্টের মাধ্যমে সকলকে এটাই জানানোর ইচ্ছে পোষণ করছি যে, আপনার ঘরের বাচ্চাদেরকে বিশেষ করে এই বয়সের বাচ্চাদেরকে অবশ্যই একা ছাড়বেন না এবং একা ছাড়লেও তারা ঠিক ভাবে আসা-যাওয়া করছে কিনা কিংবা তারা পৌঁছেছে কিনা সেটার অবশ্যই খবর নিবেন।

কারন আমরা আমাদের পরিবারের বাচ্চা গুলোকে আসলে অনেকটা আদর যত্নে মানুষ করি এবং মানুষের মতো মানুষ করার এক অঙ্গীকারবদ্ধ হই। আর তখন যখন এই নিষ্পাপ শিশুগুলোকে কেউ এভাবে করে গায়েব করে ফেলে। তখন সেটা কোনো পরিবারের পক্ষেই মানা সম্ভব নয়। কারণ এক এক টা বাচ্চা গুলো সে পরিবার গুলোর জান,প্রাণ।তাই তার আগেই সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে এই আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে আপনার পরিবারেও। তাই অবশ্যই খুব সচেতন এবং সতর্ক থাকবেন।
Sort:  
 last month 

১৩/১৪ বছরের বাচ্চা হারিয়ে যাচ্ছে, ঢাকা ও চট্রগ্রামে আপনার পোস্টেই প্রথম জানলাম। আমার মনে হয় এটা গুজব। গুজবে কান না দেয়াই ভালো। আর প্রচার না করা আরো ভালো। তবে সচেতনতার দরকার আছে। কিশোর-টিন-এজদের প্রতি অভিভাবকদের দৃষ্টি সমসময় রাখা উচিত। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76457.44
ETH 2977.83
USDT 1.00
SBD 2.62