আনন্দের সময় দ্রুত চলে যায়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আনন্দের সময় দ্রুত চলে যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমাদের জীবনে ভালো সময় অপেক্ষা খারাপ সময় বেশিই আসে। আসলে আমরা আমাদের জীবনটাকে একটু ভালো রাখার জন্য সব সময় অনেক বেশি কঠোর পরিশ্রম করি। যতই কঠোর পরিশ্রম করি না কেন আমরা কিন্তু আমাদের প্রতিটা মুহূর্ত সুখে শান্তিতে কাটাতে পারি না। কারণ এই পৃথিবীতে যত ধনী লোক আছে তারা কিন্তু তাদের প্রতিটা সময় আনন্দে কাটাতে পারে না। কারণ সবার জীবনে কিন্তু কষ্ট আছে। আসলে যারা জীবনে সৎ ভাবে চলাফেরা করে এবং সৎ উপায় অবলম্বন করে জীবনে অর্থ উপার্জন করে আমার মনে হয় তাদের কাছে সবসময় ভালো থাকে এবং নিজেদের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আসলে অনেকে বলে যে আনন্দের সময় নাকি আমাদের জীবন থেকে খুব দ্রুত চলে যায়। আসলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমাদের বাঙ্গালীদের জীবনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে প্রতিবছর। এই অনুষ্ঠানগুলোকে উপেক্ষা করে মানুষ নতুন নতুন ধরনের জামাকাপড় কেনে।


আসলে এই সময়ে পরিবারের লোকজন যত দূরেই থাকুক না কেন সবাই কিন্তু বাড়িতে চলে আসার চেষ্টা করে। আসলে সবাই মিলে যদি এক জায়গায় থাকতে পারে তাহলে সে আনন্দটাই অনেক বেশি মনে হয় আমাদের কাছে। আসলে আমরা কখনো একটা জিনিস কি কল্পনা করে দেখেছি যে আমরা যখন আনন্দে থাকি তখন কিন্তু আমাদের সময়ের প্রতি কোন জ্ঞান থাকে না এবং খুব দ্রুত মনে হয় যেন আমাদের জীবন থেকে এই আনন্দের সময়টুকু চলে যাচ্ছে। আসলে আনন্দের সময় যখন শেষ হয়ে আবার পুনরায় কর্মব্যস্ত জীবন চলে আসে এবং আমাদের কাজের জন্য বাইরে বের হতে হয় তখন আমরা আবার বাস্তব জগতে এসে পড়ি। আসলে মনে হচ্ছে যেন এই তো কিছুক্ষণ আগে আমরা আনন্দ করতে শুরু করেছি আর এত দ্রুতই আমাদের জীবন থেকে আনন্দটা চলে গেল। যেহেতু কাজের জন্য সবাইকে দূরে দূরে যেতে হয় তাই আবার পুনরায় পরিবারটি ছোট হয়ে যায় এবং সকলে কাজের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে যায়।



আসলে হয়তোবা আমাদের জীবনে তো মাঝে মাঝে একটু আনন্দ আসে। কিন্তু এই সমাজে যারা গরীব লোক রয়েছে তাদের জীবনে কি কখনো আনন্দ আসে? আসলে আমার কাছে তো মনে হয় গরিবদের জীবনে কোন আনন্দ বলে কিছু নেই। কেননা তারা সারা জীবন অনেক বেশি কঠোর পরিশ্রম করে নিজেদের পরিবারকে একটু ভালোভাবে রাখার জন্য। কিন্তু যতই পরিশ্রম করুক না কেন তারা কিন্তু প্রতিবছর তাদের পরিবারের সবাইকে নতুন জামা কাপড় কখনোই কিনে দিতে পারে না। আসলে তারা যতটুকু ইনকাম করে তার পুরোটাই তাদের সংসারের পেছনে চলে যায় জীবন ধারণের জন্য। আসলে এর ফলে তারা তাদের সকল শখ আহ্লাদ কখনোই পূরণ করতে পারে না। তাইতো আমরা অল্প সময়ের জন্য আনন্দ করতে পারলেও এসব গরিব মানুষেরা এই অল্প সময়ের জন্য আনন্দের মুখ কখনো দেখতে পারে না।

তাইতো আমাদের সবার উচিত যে এই পৃথিবীতে যারা গরীব শ্রেণীর লোক রয়েছে তাদের পাশে আমাদের এই আনন্দের সময় অবশ্যই দাঁড়ানো। কারন আমরা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বাইরে যখন ঘোরাফেরা করি তখন দেখি যে এই গরিব শ্রেণীর লোকেরা রাস্তার পাশে বসে বসে কষ্টে তাদের দিন কাটাচ্ছে এবং তাদের বাচ্চাদের পরনে নেই কোন নতুন পোশাক। আসলে আমরা যদি সবাই অল্প অল্প করে একটু সাহায্য করতে পারি তাহলে হয়তোবা গরিবরা আমাদের মত বিভিন্ন উৎসবের সময় একটু আনন্দ উল্লাস করতে পারবে। আসলে একদল মানুষ উৎসবে আনন্দ করছে এবং অন্য একদল মানুষ এই উৎসবের দিনে কষ্টে আছে তাহলে কিন্তু আমাদের সেই উৎসবটা কখনোই ভালো হবে না। যদি আমরা সবাই মিলে মিশে একসাথেই উৎসব পালন করতে পারি তাহলে এই উৎসবের মর্মটা সঠিক হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57912.63
ETH 2348.79
USDT 1.00
SBD 2.37