দূরদর্শিতা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দূরদর্শিতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে দূরদর্শিতা বলতে আমরা বুঝি যে, বর্তমানে আমরা এমন কিছু করব যাতে করে ভবিষ্যতে সবার অনেক বেশি উপকার হবে। ধরুন কোন একটি বিপদ ভবিষ্যতে আসতে পারে। আর সেই বিপদ যদি আমরা আগে থেকে বুঝতে পারি এবং সেই বিপদের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে সেটাকেই দূরদর্শিতা বলে। আসলে আমাদের পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস আবিষ্কার করেছেন। আসলে প্রথম অবস্থায় তারা যখন সেই জিনিসটা আবিষ্কার করছিল তখন আমরা তাদের কোন মূল্য দিতাম না। কেননা আমরা তখন বুঝতাম যে এইসব জিনিসের কি প্রয়োজন হবে এবং এইসব জিনিস তৈরি করা অহেতুক সময় নষ্ট করা। কিন্তু সেই জিনিসটা যখন ভবিষ্যতে আমাদের কাজে লাগে তখন আমরা বুঝতে পারি যে লোকটি কতটা দূরদর্শী ছিল। আসলে এইসব দূরদর্শী লোকেদের জন্য আজ সমাজ এতটা উন্নত। এছাড়াও আমরা অনেক চিন্তা মুক্ত থাকি এই সব দূরদর্শী লোকের জন্য।


আসলে আমরা যদি ভবিষ্যতের ভাবনা না ভাবি তাহলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আসলে আমরা সবাই জানি যে বর্তমান সময়ে আমরা অর্থাৎ যৌবনকালে আমরা অনেক বেশি কঠোর পরিশ্রম করতে পারি। কিন্তু এই যৌবন কালের মত কঠোর পরিশ্রম আমরা আর অন্য কোন সময় করতে পারি না। অর্থাৎ আমাদের যত বয়স হতে থাকে ততই আমরা দুর্বল হতে থাকি এবং আমাদের কাজ করার মন-মানসিকতা তত হারিয়ে যেতে থাকে। আসলে এভাবে কাজ করার মন-মানসিকতা আস্তে আস্তে হারিয়ে যাওয়ার ফলে মানুষ আর বেশি উপার্জন করতে পারে না। আসলে একটা মানুষ সারা জীবন যদি ভালো থাকে কিন্তু তার বয়সের শেষ সময় সে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে। আসলে সে যখন অসুস্থ হয় তখন তার চিকিৎসা করানোর জন্য প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন হয়। আর এজন্য দূরদর্শী লোকেরা ভবিষ্যতের কথা ভেবে সব সময় টাকা-পয়সা অল্প অল্প করে জমায়।


আমাদের এই পৃথিবীতে অনেক ব্যক্তি রয়েছে যারা অমিতব্যয়ী। অর্থাৎ তারা সারা জীবন যে পরিমাণ টাকা উপার্জন করে সেই পরিমাণ টাকাই খরচ করে ফেলে। আসলে অতিরিক্ত টাকা খরচ করার ফলে তাদের পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তখন আর কোন কিছু করার থাকে না। অর্থাৎ যে বয়সে তার টাকা উপার্জনের কথা ছিল এবং টাকা জমানোর কথা ছিল সে সেই বয়সে টাকা ও পয়সা নষ্ট করেছে এবং পরবর্তীতে যখন সে অনেক বড় বিপদে পড়েছে তখন তার কাছে আর কোন টাকা না থাকার জন্য তাকে অনেক বেশি কষ্ট পেতে হচ্ছে। আসলে দূরদর্শী লোকেরা সবসময় চেষ্টা করে যে তাদের সকল সময় টুকু সঠিকভাবে ব্যবহার করার। কারণ তারা সবকিছু আগে থেকে টের পায় এবং সকল সমস্যার সমাধান তারা আগে থেকেই করে যেতে পছন্দ করে।


আর এই জন্য এই দূরদর্শী লোকেদের মত সবসময় আমাদের চিন্তা-ভাবনা করে সামনের দিকে এগোতে হবে। আসলে আমরা যদি চিন্তা ভাবনা না করে সামনের দিকে এগোই তাহলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব এবং সেই সমস্যার ফলে আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাইতো কোন কিছু করার আগেই আমাদের সব সময় চিন্তা ভাবনা করতে হবে এবং ভবিষ্যতের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। আসলে আমরা আগে থেকে যদি সবকিছু সমাধান করে দিতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের আর কখনো কোন কষ্ট হবে না এবং ভবিষ্যত জীবনটা আমাদের অনেক বেশি ভালো যাবে। আর এই দূরদর্শী লোকেরা শুধুমাত্র নিজেদের জন্য নয় তারা সমাজের প্রতিটি লোকের জন্য সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তাদের উপকার করার চেষ্টা করে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

"আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে! 👍 'সময়টা চিন্তা করা' এর প্রথাটির জন্য, আমরা ভুলে গিয়েছি বড় হওয়ার সময়। 🤦‍♂️ কিন্তু এখন, আমাদের এটাই স্মরণ রাখতে হবে - 'ভবিষ্যতটা পরিকল্পনা করা'। 💡

আশাকরি, আপনাদের সবাই এখনো নিজেদের ভবিষ্যতের জন্য চিন্তা করছেন? 🤔 আমি হাঁ, কারণ আমরা সবাই 'xpilar.witness' পরিষেবাটির দূরদর্শী লোকেরা। 💥

নীচের লিঙ্কে যাওগে আমার ভবিষ্যতের জন্য আপনাদের সহযোগিতা, ট্রায়াল এবং কথোপকথনের ভিত্তি রাখুন! 👇

https://steemitwallet.com/~witnesses

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62847.35
ETH 2464.17
USDT 1.00
SBD 2.64