কৃষকদের পাশে দাঁড়াও

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কৃষকদের পাশে দাঁড়াও সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমরা যতই বলি না কেন আমাদের অন্য কাউকে প্রয়োজন হয় না। আসলে একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন আমাদের জন্য যদি কৃষকেরা কাজ না করতো তাহলে আমাদের কি অবস্থা হতো। আসলে আমার তো মনে হয় এই পৃথিবীর ধনী থেকে শুরু করে গরিব, মধ্যবিত্ত সব লোকই কিন্তু এই কৃষকদের উপরে নির্ভরশীল। আসলে এই কৃষক যদি না থাকতো তাহলে আমাদের কতটা বেশি কষ্ট করতে হবে তা আপনারা একবার মনে মনে ভেবে নিন। আসলে কৃষক আছে বলে আমরা পেট ভরে ভাত খেতে পারছি। আসলে এই কৃষক আমাদের খাবার যোগানোর জন্য যে কতটা বেশি কষ্ট করে তা একমাত্র কৃষকদের কাজকর্ম যারা দেখেছে তারাই বুঝতে পারবে। যদিও দেখে কোন কিছু বোঝা যায় না কিন্তু সামান্য একটু অনুভব করা যায়। আমাদের এই পৃথিবীতে কৃষকদের কষ্ট কেউ বোঝে না। আসলে এই কৃষকরা কিভাবে দিনরাত এক করে মাঠে সোনার ফসল ফলায় একমাত্র তারাই জানে।



আসলে এইসব কৃষকদের স্থান আমাদের সমাজের সর্বোচ্চ উঁচুতে থাকা দরকার। কারণ তারা যদি ফসল উৎপাদন না করে তাহলে আমরা সবাই না খেয়ে মারা যাবো। আর এজন্য আমাদের সব সময় কৃষকদের সম্মান করা উচিত। আসলে এই কৃষক যারা আমাদের জন্য এত পরিশ্রম করে তারা কিভাবে থাকে তা কি আমরা একবারও ভেবে দেখেছি। আসলে এই সারাদিন কঠোর পরিশ্রম করতে করতে তারা তাদের সংসারের দিকে তেমন কোন সুদৃষ্টি দিতে পারেনা। এছাড়াও তাদের ঘর থাকে নড়বড়ে টাইপের। বর্ষাকালে সেই সব ঘরের ছাউনি দিয়ে জল পড়ে। এছাড়াও এই কৃষক আমাদের জন্য এত ফসল ফলায় কিন্তু এই কৃষকরা দুবেলা দুমুঠো খেতে পারে না। আসলে এই জিনিসটা ভেবে সত্যিই আমাদের অবাক লাগে। কারণ যে আমাদের জন্য ফসল ফলায় সে নাকি খাবার খেতে পায় না। আসলেই কৃষকেরা বিভিন্ন দেনা করে ফসলের বীজ কেনার জন্য অন্য লোকের কাছ থেকে টাকা আনে।


আসলে তাদের নিজস্ব কোন টাকা থাকে না। আর তারা যাদের কাছ থেকে টাকা ধার করে আনে তারা তাদেরকে চড়া সুদের বিনিময়ে টাকা দেয়া হয়। আর এর ফলে তারা এই সুদের টাকা মেটাতে মেটাতে তাদের ফালানো অতিরিক্ত ফসল সব বিক্রি করে দিতে হয়। আর এর ফলে তাদের প্রায় সারা বছর না খেয়ে থাকতে হয়। আসলে একটা কৃষক সারা বছর এত কঠোর পরিশ্রম করে এবং এই কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল ঘরে তোলে। কিন্তু এত কঠোর পরিশ্রম করেও তারা তাদের সংসারের চাহিদা কখনো পূরণ করতে পারে না। আসলে এর জন্য আমরা শুনতে পাই যে প্রতিবছর অনেক কৃষক আত্মহত্যার পথ বেছে নেয়। আসলে এভাবে যদি আমাদের দেশ থেকে কৃষকের সংখ্যা দিন দিন কমতে থাকে তাহলে কিন্তু ফসল উৎপাদনের পরিমাণ দিন দিন কমে যাবে। তাইতো আমাদের সবাইকে এই কৃষকদের পাশে অবশ্যই দাঁড়াতে হবে।


আসলে আমরা যদি সবাই মিলে এই কৃষকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তাহলে এইসব কৃষকদের দুঃখ-দুর্দশা একটু হলেও কমে যাবে। এছাড়াও আমরা যতটুকু পারবো বাংলার এই কৃষকদেরকে সাহায্য করবো। কারণ কৃষকরা যদি ভালোভাবে থাকতে পারে তাহলে তারা অতিরিক্ত হারে মাঠে সোনার ফসল ফলাতে পারবে এবং আমাদের সবার খাদ্যের চাহিদা তারা সব সময় পূরণ করতে পারবে। আসলে এখানে অনেকটা স্বার্থ জড়িয়ে আছে। কেননা তারা যদি ফসল উৎপাদন না করে তাহলে আমাদের অতিরিক্ত টাকা দিয়ে ফসল ক্রয় করতে হবে। আর এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বাংলার কৃষকদের সাহায্য করার জন্য এবং সরকারকে এসব কৃষকদের বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবা দানের জন্য আমাদের সবাইকে অনুরোধ করতে হবে। যদিও দেশের সরকার সব সময় কৃষকদেরকে বিভিন্নভাবে সাহায্য করে আসছে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57642.15
ETH 2578.06
USDT 1.00
SBD 2.49