অর্থের অহংকার ভালো নয়
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অর্থের অহংকার ভালো নয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমাদের পৃথিবীতে এক এক জন এক এক ধরনের পরিবারের জন্ম গ্রহণ করেছে। আসলে এদের মধ্যে কেউ জন্ম গ্রহণ করেছে ধনী পরিবারে আবার কেউ জন্মগ্রহণ করেছে মধ্যবিত্ত পরিবারের এবং বাকিরা সব গরীর পরিবারে জন্মগ্রহণ করেছে। আসলে সবাই কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে না। আসলে যারা সোনার চামচ নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে না তাদের দিন অনেক বেশি কষ্ট যায়। আসলে তারা যতই পরিশ্রম করুক না কেন তারা তাদের জীবনের উন্নতি করতে পারে না। আর এই পৃথিবীতে যাদের প্রচুর পরিমাণে অর্থ রয়েছে তাদের অহংকার অন্যান্য লোকেদের অপেক্ষা একটু বেশিই থাকে। আসলে আমার মনে হয় যে যারা পূর্বে থেকেই ধনী তারা সবসময় অন্য লোকের সাহায্য করে। এছাড়াও তাদের ভিতর অহংকার বলতে কোন কিছুই থাকে না। আসলে অহংকার তাদের ভিতরেই থাকে যারা অসৎ উপায় অবলম্বন করে প্রচুর পরিমাণ অর্থের মালিক হয়।
আসলে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে কিছু কিছু লোক পূর্বে গরিব ছিল এবং বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে হঠাৎ করে জীবনে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করে ফেলে। আসলে এইসব মানুষেরা কখনো উঁচু জায়গায় পৌছানোর পর মানুষকে মানুষ বলে মনে করে না। আসলে তারা যে অহংকারী হয়ে যায় তা তাদের আচরণেই প্রকাশ পাওয়া যায়। আসলে ভালো মানুষ জীবনে যতই উন্নতি করুক এবং যতই অর্থ উপার্জন করুক না কেন তাদের জীবনে কখনো অহংকার নেমে আসে না। আসলে তারা চায় যে সব সময় সাধারণ মানুষের মতো চলাফেলা করবে এবং সাধারণভাবে জীবন যাপন করবেন। এছাড়াও এসব মানুষেরা যতই উন্নতির সর্বশিখরে পৌঁছে যাক না কেন তারা কিন্তু তাদের পূর্বের অবস্থাকে কখনো ভুলে যায় না। আসলে তারা তাদের পূর্বের অবস্থাকে সবসময় মনে রাখে।
আর যারা পূর্বের অবস্থাকে কখনো মনে রাখেনা তারা জীবনে ভালো মানুষ হিসেবে মানুষের মাঝে পরিচিতি লাভ করতে পারে না। এই পৃথিবীতে সবাই বলে যে টাকা মানুষকে অহংকারী করে তোলে। আসলে আমার মনে হয় এই কথাটি সম্পূর্ণই ভুল। কেননা ভালো মানুষ কখনো তাদের আচার-আচরণকে অর্থের জন্য পরিবর্তন করে না। আসলে এসব লোককে সবাই ভালোবাসে এবং এইসব লোক সব সময় দেশের সর্বসাধারণের জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। আসলে তারা তাদের পরিবারকেও কিন্তু ততটা বেশি সময় দিতে পারেনা যতটা সাধারন মানুষের পিছনে সময় ব্যয় করে। আসলে যারা অহংকারী হয়ে যায় তারা কখনো তাদের লোভ-লালসাকে আটকে রাখতে পারে না। আর খারাপ লোকেরা যত বেশি অর্থ উপার্জন করবে ততই তাদের অর্থের প্রতি আরো লোভ বাড়তে থাকবে।
আর এজন্য আমরা সবাই এই প্রতিজ্ঞা করবো যে জীবনে আমরা যতই বড় হই না কেন এবং যতই অর্থ ইনকাম করি না কেন আমরা কখনো কোন লোভ করব না এবং কোন মানুষকে কখনো কষ্ট দেবো না। আসলে আমরা যদি মানুষকে কষ্ট দিয়ে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করি এবং মানুষকে মানুষ হিসেবে গণ্য না করে তাহলে আমরা পশুর থেকেও অধম হয়ে যাব। আর এসব কথা বিবেচনা করে আমাদের ভিতরে কখনো এই অহংকার বোধ জাগ্রত করা উচিত নয়। আর আমরা সবসময় মানুষের উপকার করার চেষ্টা করব এবং কি করে মানুষকে সাহায্য করা যায় সেদিকে সবসময় খেয়াল রাখবো। আপনি জীবনে যতই অর্থ উপার্জন করুন না কেন আপনার নাম যশ তখনই আসবে যখন আপনি সেই অর্থের কিছু অংশ গরিবদের মাঝে দান করবেন। আসলে এভাবে আমরা যদি গরিবদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তখন কেউ আমাদেরকে অহংকারী বলে মনে করবে না। আর অহংকারকে সব সময় জীবন থেকে ত্যাগ করতে হবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
"আজকের পোস্টটি খুব ভালো লেগেছে! 💚 এতে যেমন উল্লেখ করা হয়েছে, আমরা প্রতিবার সৎ ধর্মপথে অধিষ্ঠানকারী ব্যক্তিদের খুব শ্লাঘা করি। 😊
আমাদের গরিবদের সাহায্য করা অপরিহার্য! 💖 এটি এই জগতে এমনভাবে চলুক। 🌎
আশা করি সবাই পরিষ্কারভাবে ফোকাস করতে এবং অন্যদের মনের উপর খেয়াল রাখতে চাই। 💡
ধন্যবাদ, @your-username, একটি অনুপ্রেরণা-ও সরল এবং শক্তিশালী মন্তব্য! 💫
আমি @xpilar.witness এর জন্য ভোট দেওয়ার জন্য পাইরিং করছি, তার বলুন! 🙌
https://steemitwallet.com/~witnesses এ গিয়ে আপনার ভোট দিন। আমাদের সম্মিলিত উদ্যোগে, আপনি কমিউনিটির বিকাশ ও অগ্রগতির জন্য ভূমিকা নিচ্ছেন। 🙏
ধন্যবাদ, @xpilar.witness, আপনার সহযোগিতা! 💖
এটা সত্যি বলেছেন আঙ্গুর ফুলে যদি হঠাৎ কলা গাছ হয়ে যায় তাহলে মানুষ মানুষকে মানুষ বলে গণ্য করে না। অর্থাৎ তখন মানুষের ভেতরে আত্ম অহংকার বৃদ্ধি পায়। অহংকার সব সময় পতনের মূল হয়।