বৃত্তের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো,

বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের সাথে নতুন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করব।আজ মেয়ে তার বাবার সাথে অফিসে গিয়েছে।বাসায় আমি একা এই সুযোগে মনোযোগ দিয়ে একটু আর্ট করতে পারব। আজ সকালে যে ম্যান্ডেলা আর্টটি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। ম্যান্ডেলা আর্ট করার সময় মনোযোগ দিয়ে করতে হয়। এজন্য আমি চেষ্টা করি যখন কেউ বাসায় থাকে না তখন আর্ট করতে। আজ সেই সুযোগের সদ্ব্যবহার করেছি।


GridArt_20221102_093713393.jpg

উপকরণ সমূহ


IMG_20221102_095115.jpg

  • সাদা কাগজ
  • বেগুনি কালার সাইনপেন
  • কমলা কালার সাইনপেন
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • জেল পেন
  • স্কেল

IMG_20221102_090355.jpg


প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে বড় একটা বৃত্ত এঁকেছি।


GridArt_20221102_112851376.jpg

এবার স্কেল দিয়ে বৃত্তের মাঝ বরাবর দাগ টেনেছি।


GridArt_20221102_112918221.jpg

এরপর জেল পেন দিয়ে বৃত্ত টি হাইলাইট করেছি।

GridArt_20221102_112956856.jpg

এবার ডান সাইডে ছোট বৃত্ত এঁকেছি।

GridArt_20221102_113035188.jpg

এরপর সাইনপেন দিয়ে ছোট ছোট ফুল এঁকেছি।

GridArt_20221102_113533595.jpg

ফুলের মাঝখানে ভরাট করেছি।

GridArt_20221102_113603301.jpg

GridArt_20221102_093408513.jpg

সবশেষে আমার নামের একটা সাইন দিয়ে আর্ট টি শেষ করেছি।

আমার আজকের পোস্ট টি দেখা ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।❤️❤️❤️


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GPaniH2XLfayK4zMgAZAmwE2y1gGVJ8h7J4xgBybGGgWrcABBj2G22t9614XqFBaaSB7Mm9ZwUUUJBFMvAjQnMG1nUkrGb38D7ce6Z2v.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

Sort:  
 2 years ago 

একটি বৃত্তের অসাধারন সুন্দর মেন্ডালা বানিয়েছেন আপনি।মেন্ডালা আকতে বেশ পরিশ্রম এর দরকার হয়।অনেক ভাল লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট করার সময় মনোযোগ দিয়ে করতে হয়।

আপনি ঠিকই বলেছেন ম্যান্ডেলা আর্ট করার সময় মনোযোগ দিয়ে করতে হয়। আপনার ম্যান্ডেলা আর্টটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখতে অসাধারণ হয়েছে। মেন্ডেলা আর্টটি দেখেই বুঝা যাচ্ছে এটা করতে আপনার অনেক সময় লেগেছে। আপনি অনেক ধৈর্য সহকারে ম্যান্ডেলা অর্টটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমার ম্যান্ডলা আর্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা আর্টগুলিতে ছোট ছোট বিষয় ফুটে ওঠে বলে আমার কাছে খুবই ভালো লাগে।এগুলো নিরিবিলি করলেই বেশি ভালো হয়।আপনার বৃত্তের ম্যান্ডেলা আর্টটি সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

ম্যান্ডেলা আর্টের ছোট ফুল গুলো না দিলে ভালো লাগে না।আপনার জন্য অনেক শুভকামনা রইল দিদি।

 2 years ago 

সুন্দর 😍।আপনার হাতের কাজ আর ধৈর্য্য দুইটারই তারিফ করতে হয়।এই কাজগুলো এতোটা সূক্ষ্ম করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়,যা আপনার অবশ্যই আছে।
পাশাপাশি নিদারুণ উপস্থাপনা তো আছেই।সমিলিয়ে শুভ কামনা 🥰

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট মানে ধৈর্যের সমাহার।অনেক ধৈর্য ও তীক্ষ্ণ দক্ষতার মাধ্যমে মেন্ডেলাআর্ট তৈরি করা সম্ভব, যেটি আপনি করে দেখিয়েছেন। বেশ চমৎকার ছিল ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু খুব চমৎকার একটা ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলার চিত্র অংকন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। যেটা আপনি খুব সুন্দর করে রঙিন পেন্সিল ব্যবহার করে মেন্ডেলার চিত্রটি ফুটিয়ে তুলেছেন সত্যিই অনেক সুন্দর লাগছে দেখতে।

 2 years ago 

জ্বি ভাইয়া রঙিন সাইন পেন দিয়ে করলে কালার আরও সু্ন্দর আসে।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

বৃত্তের ম্যান্ডেলা আর্ট টি দারুন হয়েছে।এই আর্ট গুলো যত সময় এবং ধৈর্য নিয়ে করা যায় ততই সুন্দর দেখায়। কালার দেওয়ার কারণে বেশি ফুটে উঠেছে।ম্যান্ডেলা আর্ট গুলো ছোট ছোট কাজ বেশি হলে দেখতে অনেক সুন্দর দেখায়। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ছোট ফুল গুলো দিলে দেখতে সুন্দর লাগে।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 
বাচ্চারা আশেপাশে থাকলে এই ধরনের কাজগুলো করতে বেশ ঝামেলা হয়। আপনি বৃত্তের ভিতর অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। ম্যান্ডেলা চিত্র এমনিতেই আমার ভাল লাগে। আপনি বৃত্তের ম্যান্ডেলা আর্ট করে কিছুটা ভিন্নতা এনেছেন দেখে আরো ভাল লাগছে দেখতে। বেগুনি এবং কমলা কালারের সাইনপেন ব্যবহার করাতে চিত্রটি আরো ফুটে উঠেছে। ধন্যবাদ আপু সুন্দর বৃত্তের ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করারা জন্য।
 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য টি আমাকে আরও কাজ করার উৎসাহ দিবে।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য টি করার জন্য।

 2 years ago 

আপু আপনার ম্যান্ডেলা আর্টটি খুব সুন্দর হয়েছে। এত নিক্ষুত ভাবে ছোট ছোট ফুল আঁকার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন।আর বৃত্তের মধ্যে ম্যান্ডেলা আর্টটি ভীষণ ফুটে উঠেছে। আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68501.73
ETH 2459.44
USDT 1.00
SBD 2.63